27/08/2025
📑 অফিসের কাজে এক্সপার্ট হতে চাইলে MS Word- এর এই ৫০টি শর্টকাট কমান্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ🔥
1️⃣ Ctrl + N 🆕 – নতুন ডকুমেন্ট খুলে দেবে। যেমন: হঠাৎ নতুন প্রজেক্ট লিখতে চাইলে।
2️⃣ Ctrl + O 📂 – পুরনো ডকুমেন্ট ওপেন করবে। আগে সেভ করা ফাইল খুঁজে আনার জন্য।
3️⃣ Ctrl + S 💾 – যেকোনো সময় ফাইল সেভ করবে। ভুলে গেলে কাজ হারিয়ে যেতে পারে!
4️⃣ F12 ✏️ – Save As খুলে নতুন নামে বা টাইপে সেভ করবে।
5️⃣ Ctrl + P 🖨️ – প্রিন্ট কমান্ড খুলবে। প্রিন্ট দেওয়ার আগে পেজ সেটিংস দেখার জন্যও কাজে লাগে।
6️⃣ Ctrl + C 📋 – নির্বাচিত লেখা/ছবি কপি করবে।
7️⃣ Ctrl + X ✂️ – কেটে নেবে, পেস্ট করার জন্য প্রস্তুত।
8️⃣ Ctrl + V 📥 – কপি বা কাট করা কনটেন্ট পেস্ট করবে।
9️⃣ Ctrl + Z ↩️ – সর্বশেষ কাজ Undo করবে।
🔟 Ctrl + Y ↪️ – Undo করা কাজ আবার ফিরিয়ে আনবে (Redo)।
1️⃣1️⃣ Ctrl + A 🔍 – পুরো ডকুমেন্ট সিলেক্ট করবে একসাথে।
1️⃣2️⃣ Ctrl + F 🔎 – নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করবে।
1️⃣3️⃣ Ctrl + H 🆚 – Replace দিয়ে শব্দ বদলাবে।
1️⃣4️⃣ Ctrl + K 🌐 – Hyperlink যুক্ত করবে ওয়েবসাইট বা ডকুমেন্টে।
1️⃣5️⃣ Ctrl + B 🅱️ – Bold করবে।
1️⃣6️⃣ Ctrl + I ✒️ – Italic করবে।
1️⃣7️⃣ Ctrl + U ⬆️ – Underline দেবে।
1️⃣8️⃣ Ctrl + E 📏 – লেখা মাঝখানে (Center) রাখবে।
1️⃣9️⃣ Ctrl + L ↔️ – লেখা বাম দিকে (Left Align) রাখবে।
2️⃣0️⃣ Ctrl + R ↔️ – লেখা ডান দিকে (Right Align) রাখবে।
2️⃣1️⃣ Ctrl + J 📄 – লেখা দুই দিক সমানভাবে সাজাবে (Justify)।
2️⃣2️⃣ Ctrl + M ➡️ – প্যারাগ্রাফে বাঁ দিক থেকে ইনডেন্ট দেবে।
2️⃣3️⃣ Ctrl + Shift + M ⬅️ – ইনডেন্ট কমাবে।
2️⃣4️⃣ Ctrl + T 📏 – Hanging Indent তৈরি করবে।
2️⃣5️⃣ Ctrl + Shift + T 📐 – Hanging Indent কমাবে।
2️⃣6️⃣ Ctrl + 1 1️⃣ – লাইন স্পেসিং 1.0 করবে।
2️⃣7️⃣ Ctrl + 2 2️⃣ – লাইন স্পেসিং 2.0 করবে।
2️⃣8️⃣ Ctrl + 5 🖊️ – লাইন স্পেসিং 1.5 করবে।
2️⃣9️⃣ Ctrl + Shift + L 📌 – Bullet পয়েন্ট যোগ করবে।
3️⃣0️⃣ Ctrl + Q 🧹 – প্যারাগ্রাফের সব ফরম্যাট মুছে ফেলবে।
3️⃣1️⃣ Ctrl + Shift + N 🔄 – Normal style সেট করবে।
3️⃣2️⃣ Ctrl + Shift + C 📝 – শুধু ফরম্যাট কপি করবে।
3️⃣3️⃣ Ctrl + Shift + V 🖋️ – শুধু ফরম্যাট পেস্ট করবে।
3️⃣4️⃣ Ctrl + ] ➕ – ফন্ট সাইজ এক ধাপ বাড়াবে।
3️⃣5️⃣ Ctrl + [ ➖ – ফন্ট সাইজ এক ধাপ কমাবে।
3️⃣6️⃣ Ctrl + D 🎨 – Font settings ডায়ালগ খুলবে।
3️⃣7️⃣ Ctrl + Shift + > 🔍 – দ্রুত ফন্ট সাইজ বড় করবে।
3️⃣8️⃣ Ctrl + Shift + < 🔍 – দ্রুত ফন্ট সাইজ ছোট করবে।
3️⃣9️⃣ Ctrl + Home ⬆️ – ডকুমেন্টের শুরুতে যাবে।
4️⃣0️⃣ Ctrl + End ⬇️ – ডকুমেন্টের শেষে যাবে।
4️⃣1️⃣ Ctrl + Page Up 📄⬆️ – আগের পেজে যাবে।
4️⃣2️⃣ Ctrl + Page Down 📄⬇️ – পরের পেজে যাবে।
4️⃣3️⃣ Alt + Ctrl + I 👁️ – Print Preview খুলবে।
4️⃣4️⃣ Ctrl + Shift + E 🖊️ – Track Changes চালু/বন্ধ করবে।
4️⃣5️⃣ Ctrl + Shift + A 🅰️ – সব লেখা Capital Letter-এ রূপান্তর করবে।
4️⃣6️⃣ Shift + F3 🔄 – লেখা ছোট হাত ↔ বড় হাত পরিবর্তন করবে।
4️⃣7️⃣ Ctrl + Spacebar 🧼 – ফন্ট ফরম্যাট মুছে ফেলবে, ডিফল্টে ফিরিয়ে দেবে।
4️⃣8️⃣ Ctrl + Backspace ⬅️ – কার্সরের আগের পুরো শব্দ মুছে ফেলবে।
4️⃣9️⃣ Ctrl + Delete ➡️ – কার্সরের পরের পুরো শব্দ মুছে ফেলবে।
5️⃣0️⃣ Ctrl + Alt + V 📂 – Paste Special ডায়ালগ খুলবে, বিশেষ ফরম্যাটে পেস্ট করার জন্য।
👉 এতগুলো শর্টকাট মুখস্থ না করলেও সমস্যা নেই!
যেগুলো বেশি কাজে লাগে আগে সেগুলো প্র্যাকটিস করুন 💻
ধীরে ধীরে বাকিগুলোও অভ্যাস হয়ে যাবে।
👉 এই পোস্টটি আপনার কাজে এসে থাকলে Share বা Save করে রাখুন না হয় হারিয়ে ফেলবেন।
👉 এখানে থাকা কোন শর্টকাট কমান্ডটি আপনার আগে থেকে জানা ছিলো Comment এ জানান।
👉বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এতে তারাও শিখতে পারবে।