Ashis Dio

Ashis Dio Do good to others. It will come back in unexpected ways.

04/10/2025
27/09/2025
03/09/2025

27/08/2025

📑 অফিসের কাজে এক্সপার্ট হতে চাইলে MS Word- এর এই ৫০টি শর্টকাট কমান্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ🔥
1️⃣ Ctrl + N 🆕 – নতুন ডকুমেন্ট খুলে দেবে। যেমন: হঠাৎ নতুন প্রজেক্ট লিখতে চাইলে।
2️⃣ Ctrl + O 📂 – পুরনো ডকুমেন্ট ওপেন করবে। আগে সেভ করা ফাইল খুঁজে আনার জন্য।
3️⃣ Ctrl + S 💾 – যেকোনো সময় ফাইল সেভ করবে। ভুলে গেলে কাজ হারিয়ে যেতে পারে!
4️⃣ F12 ✏️ – Save As খুলে নতুন নামে বা টাইপে সেভ করবে।
5️⃣ Ctrl + P 🖨️ – প্রিন্ট কমান্ড খুলবে। প্রিন্ট দেওয়ার আগে পেজ সেটিংস দেখার জন্যও কাজে লাগে।
6️⃣ Ctrl + C 📋 – নির্বাচিত লেখা/ছবি কপি করবে।
7️⃣ Ctrl + X ✂️ – কেটে নেবে, পেস্ট করার জন্য প্রস্তুত।
8️⃣ Ctrl + V 📥 – কপি বা কাট করা কনটেন্ট পেস্ট করবে।
9️⃣ Ctrl + Z ↩️ – সর্বশেষ কাজ Undo করবে।
🔟 Ctrl + Y ↪️ – Undo করা কাজ আবার ফিরিয়ে আনবে (Redo)।

1️⃣1️⃣ Ctrl + A 🔍 – পুরো ডকুমেন্ট সিলেক্ট করবে একসাথে।
1️⃣2️⃣ Ctrl + F 🔎 – নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করবে।
1️⃣3️⃣ Ctrl + H 🆚 – Replace দিয়ে শব্দ বদলাবে।
1️⃣4️⃣ Ctrl + K 🌐 – Hyperlink যুক্ত করবে ওয়েবসাইট বা ডকুমেন্টে।
1️⃣5️⃣ Ctrl + B 🅱️ – Bold করবে।
1️⃣6️⃣ Ctrl + I ✒️ – Italic করবে।
1️⃣7️⃣ Ctrl + U ⬆️ – Underline দেবে।
1️⃣8️⃣ Ctrl + E 📏 – লেখা মাঝখানে (Center) রাখবে।
1️⃣9️⃣ Ctrl + L ↔️ – লেখা বাম দিকে (Left Align) রাখবে।
2️⃣0️⃣ Ctrl + R ↔️ – লেখা ডান দিকে (Right Align) রাখবে।
2️⃣1️⃣ Ctrl + J 📄 – লেখা দুই দিক সমানভাবে সাজাবে (Justify)।
2️⃣2️⃣ Ctrl + M ➡️ – প্যারাগ্রাফে বাঁ দিক থেকে ইনডেন্ট দেবে।
2️⃣3️⃣ Ctrl + Shift + M ⬅️ – ইনডেন্ট কমাবে।
2️⃣4️⃣ Ctrl + T 📏 – Hanging Indent তৈরি করবে।
2️⃣5️⃣ Ctrl + Shift + T 📐 – Hanging Indent কমাবে।
2️⃣6️⃣ Ctrl + 1 1️⃣ – লাইন স্পেসিং 1.0 করবে।
2️⃣7️⃣ Ctrl + 2 2️⃣ – লাইন স্পেসিং 2.0 করবে।
2️⃣8️⃣ Ctrl + 5 🖊️ – লাইন স্পেসিং 1.5 করবে।
2️⃣9️⃣ Ctrl + Shift + L 📌 – Bullet পয়েন্ট যোগ করবে।
3️⃣0️⃣ Ctrl + Q 🧹 – প্যারাগ্রাফের সব ফরম্যাট মুছে ফেলবে।

3️⃣1️⃣ Ctrl + Shift + N 🔄 – Normal style সেট করবে।
3️⃣2️⃣ Ctrl + Shift + C 📝 – শুধু ফরম্যাট কপি করবে।
3️⃣3️⃣ Ctrl + Shift + V 🖋️ – শুধু ফরম্যাট পেস্ট করবে।
3️⃣4️⃣ Ctrl + ] ➕ – ফন্ট সাইজ এক ধাপ বাড়াবে।
3️⃣5️⃣ Ctrl + [ ➖ – ফন্ট সাইজ এক ধাপ কমাবে।
3️⃣6️⃣ Ctrl + D 🎨 – Font settings ডায়ালগ খুলবে।
3️⃣7️⃣ Ctrl + Shift + > 🔍 – দ্রুত ফন্ট সাইজ বড় করবে।
3️⃣8️⃣ Ctrl + Shift + < 🔍 – দ্রুত ফন্ট সাইজ ছোট করবে।
3️⃣9️⃣ Ctrl + Home ⬆️ – ডকুমেন্টের শুরুতে যাবে।
4️⃣0️⃣ Ctrl + End ⬇️ – ডকুমেন্টের শেষে যাবে।
4️⃣1️⃣ Ctrl + Page Up 📄⬆️ – আগের পেজে যাবে।
4️⃣2️⃣ Ctrl + Page Down 📄⬇️ – পরের পেজে যাবে।
4️⃣3️⃣ Alt + Ctrl + I 👁️ – Print Preview খুলবে।
4️⃣4️⃣ Ctrl + Shift + E 🖊️ – Track Changes চালু/বন্ধ করবে।
4️⃣5️⃣ Ctrl + Shift + A 🅰️ – সব লেখা Capital Letter-এ রূপান্তর করবে।
4️⃣6️⃣ Shift + F3 🔄 – লেখা ছোট হাত ↔ বড় হাত পরিবর্তন করবে।
4️⃣7️⃣ Ctrl + Spacebar 🧼 – ফন্ট ফরম্যাট মুছে ফেলবে, ডিফল্টে ফিরিয়ে দেবে।
4️⃣8️⃣ Ctrl + Backspace ⬅️ – কার্সরের আগের পুরো শব্দ মুছে ফেলবে।
4️⃣9️⃣ Ctrl + Delete ➡️ – কার্সরের পরের পুরো শব্দ মুছে ফেলবে।
5️⃣0️⃣ Ctrl + Alt + V 📂 – Paste Special ডায়ালগ খুলবে, বিশেষ ফরম্যাটে পেস্ট করার জন্য।

👉 এতগুলো শর্টকাট মুখস্থ না করলেও সমস্যা নেই!
যেগুলো বেশি কাজে লাগে আগে সেগুলো প্র্যাকটিস করুন 💻
ধীরে ধীরে বাকিগুলোও অভ্যাস হয়ে যাবে।

👉 এই পোস্টটি আপনার কাজে এসে থাকলে Share বা Save করে রাখুন না হয় হারিয়ে ফেলবেন।
👉 এখানে থাকা কোন শর্টকাট কমান্ডটি আপনার আগে থেকে জানা ছিলো Comment এ জানান।
👉বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এতে তারাও শিখতে পারবে।

29/06/2025
28/06/2025
জীবন যেখানে যেমন প্রকৃতির মত সুন্দর।
12/05/2025

জীবন যেখানে যেমন প্রকৃতির মত সুন্দর।

শ্রীমঙ্গল
05/05/2025

শ্রীমঙ্গল

04/05/2025
  is short so enjoy it
03/05/2025

is short so enjoy it

28/04/2025

Address

Sylhet

Telephone

+8801736870725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashis Dio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashis Dio:

Share