Omor Faruk

Omor Faruk ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽

16/04/2025

বের হচ্ছিলাম বাড়ী থেকে, এমন সময়
বাবা বললো 'তোমার কাছে কি ৫০০ টাকা হবে?'

হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো, বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেলো সেই ক্লাস টু'র একটি কথা।

বাবাকে বলেছিলাম 'বাবা ২ টাকা দেবে?'

বাবা 'কেন? কি করবে ২ টাকা দিয়ে?'

আমিঃ আইসক্রিম খাবো। (তখন এক
টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা
বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিম পাওয়া যেতো)।

বাবা ২ টাকার পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো।।

বাবা-মা আসলেই বড় অদ্ভুত ক্যারেকটার, তারা সারাজীবন চেষ্টা করেছেন তাদের
সর্বোচ্চটা আমাদের জন্য করার।

সময় কতটা দ্রুত চলে যায়, আজ বাবা
অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেলো, জানি না।

ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে দিয়ে দিলাম।

বাবাঃ আরে পাগল, এতো দিয়ে আমি কি
করবো?

আমিঃ বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দেবে, যা খুশী কিনে খাবে,, আর কি..

বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, নিজের চোখের জল লুকোতে।

আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের চাকরী, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে, কিসের প্রাচুর্য, সবই তো ক্ষণস্থায়ী।

আমি মনে করি আমার বলে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওপরওয়ালা। সবকিছুই ঠিকঠাক রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো..

Address

Dowara Bazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Omor Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share