
26/07/2025
প্রধান উপদেষ্টার সাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের
নেতৃবৃন্দের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ||
আজ সন্ধ্যায় হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের প্রধান উপদেষ্টার সাথে বিশেষ বৈঠক শেষে হেফাজতের যুগ্ন-মহাসচিব মাওলানা মা--মু-নুল হক হাফিজাহুল্লাহ- সাংবাদিকদের জানান--
১-জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের
ব্যাপারে এদেশের সিংহভাগ মুসলমানদের উদ্বেগ
ও আপত্তিকর কথা প্রধান উপদেষ্টা বরাবরের তারা
তুলে ধরেন-দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-নৈতিকতার
স্বার্থে তড়িঘড়ি সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান-
প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস প্রদান করেন।
২-শাপলা শহীদদের পরিবারে আর্থিক ক্ষতি পুরন
প্রদান ও যথাযথ মর্যাদা দেয়ার দাবি জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের সাথে আলোচনা করে ত্বরিত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন-
৩-ফ্যাসিবাদী সরকার কর্তৃক হেফাজতের নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা অধিকাংশ প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করে
অবশিষ্ট মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের ব্যাপারে
ড: ইউনুসের আশ্বাসের উপর আস্থা রাখা যায়না-
মাঠ পর্যায়ে তীব্র আন্দোলনের বিকল্প নেই।
ইনকিলাব-- জিন্দাবাদ
সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র-- নিপাত যাক।