30/10/2025
জা*লিমের মিথ্যা অপবাদ কিংবা জু*লুমের আঘাতে দুর্বল হয়ে পড়ো না–
সত্যের পথে থাকা মানেই পরীক্ষা, আর পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের পরিশুদ্ধ করেন।
জা*লিম যতই শক্তিশালী হোক, তার ক্ষমতা আসলে ক্ষণস্থায়ী; আর মাজলুমের চোখের পানি, তার নিঃশব্দ দু’আ— সেটিই আল্লাহর দরবারে সবচেয়ে শক্তিশালী অ*স্ত্র।
তুমি হয়তো দুর্বল, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। তিঁনি ন্যায়ের মালিক, প্রতিশোধের মালিক, আর তাঁর বিচার কখনো বিলম্বিত হয় না। হয়তো আজ জা*লিম হাসছে, কিন্তু কাল সে কেঁদে পড়বে নিজের অন্যায়ের ভারে। তাই দৃঢ় থাকো— কারণ তোমার ধৈর্যই একদিন হবে তোমার বিজয়ের কারণ, আর তোমার নীরবতাই হবে তার পরাজয়ের সাক্ষ্য!
আলহামদুলিল্লাহ এই কথাগুলো ভেবেই মনে শান্তি পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।