Shahalam Sajeeb

Shahalam Sajeeb অতি সাধারণ কিন্তু অভিমানী .....

04/11/2025

রাজধানী ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিয় রাহেল সিরাজের উদ্যোগ বিক্ষোভ মিছিল।

ধন্যবাদ রাহেল ও মিছিলে অংশ নেয়া সিলেট জেলা ছাত্রলীগের সাহসী বীরদের।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

কি বলবো বুঝতেছিনা, ভাষাহীন বাকরুদ্ধ; না খেয়ে থাকা কর্মী দুবেলা খাবারের জন্য এখন জেলে যেতে দ্বিধা করছে না ..... Khaleque ...
03/11/2025

কি বলবো বুঝতেছিনা, ভাষাহীন বাকরুদ্ধ; না খেয়ে থাকা কর্মী দুবেলা খাবারের জন্য এখন জেলে যেতে দ্বিধা করছে না .....

Khaleque Gharami ভাইর লেখা থেকে:

আমার পরিচিত একজন কর্মসংস্থানদাতা আজকে নিজের মেয়ের স্কুলের বেতন দিতে পারছেন না।মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে। স্ত্রীকে মাসে মাসে টাকা পাঠাতে পারেন না। কি দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করেও এখনও জয় বাংলার পক্ষে কথা বলে যাচ্ছেন।

ফেসবুকে আর একজনের পোস্টে দেখলাম ঢাকা মহানগর যুবলীগের একজন সম্পাদক পট পরিবর্তনের পরে নিজের দুটি দোকান হারিয়ে ফেরারি জীবনযাপন করতে যেয়ে আত্মীয় বন্ধু স্বজনদের কাছে ধারদেনা করতে করতে গত দুই মাস ধরে দুইবেলা ভাত খেতে পারছে না। অবশেষে নিকস্থ থানার ওসিকে নিজের পরিচয় দিয়ে আসতে বলেন।

থানার ওসি নিজে ফোর্স নিয়ে গিয়ে দেখেন অপুষ্টিতে ভোগা রুগ্নসার দেহ। ওসির মায়া হলে কিছু টাকা দিয়ে আর ফোন করতে নিষেধ করে চলে আসেন।

দুবেলা খাবারের সংস্থানের জন্য এখন কর্মীরা জেলে যেতে দ্বিধা করছে না।

চেনাজানা স্বাবলম্বী অনেকেই নিজ ভিটামাটি ছেড়ে দূর জেলায় গিয়ে কামলা দিয়ে আহারের সংস্থান করছেন।

এলোমেলো হয়ে যাই 😭

fans

গভীর শ্রদ্ধা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি।
02/11/2025

গভীর শ্রদ্ধা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি।

অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধা, আমাদের অত্যন্ত শ্রদ্ধা আর ভালোবাসার মানুষ। মিথ্যা...
31/10/2025

অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধা, আমাদের অত্যন্ত শ্রদ্ধা আর ভালোবাসার মানুষ।
মিথ্যা মামলায় আজ কারাবন্দী আমাদের প্রিয় নূর ভাই। জন্মদিনে আপনার সুস্থতা ও মুক্তি কামনা করছি।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র নূর ভাই। এদেশের সংস্কৃতিকে যারা প্রগতির পথে নিয়ে গেছেন নূর ভাই তাদের অন্যতম একজন।

আমাদের রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় এই মানুষটি ২০২৪ সালের সেপ্টেম্বর থেকেই বিনা বিচারে কারান্তরীন!!!

আমাদের ছাত্রলীগ করার সময়ে রাজপথে নূর ভাইকে দেখে দেখেই আমাদের বড় হওয়া। ২০০১ থেকে ২০০৬, রাজপথের প্রতিটা কর্মসূচীতে নূর ভাইয়ের সরব উপস্থিতি, পুলিশের নির্ম'ম লা'ঠিপে'টা আর নি'র্যাতনে নূর ভাইয়ের র'ক্তে রাজপথ র'ঞ্জিত।

সেই সময় আওয়ামী লীগ থেকে বিভিন্ন এলাকা ভাগ করে দেয়া হতো শীর্ষ নেতাদের কর্মসূচীতে নেতৃত্বের জন্য। আপনি বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডিতেই নেতৃত্ব দিতেন। এখনকার মতো ফেসবুক ছিলনা বিধায় পত্রিকাই ছিল ভরসা। আপনার র'ক্তমাখা ছবি দিয়েই হেডলাইন করতো পত্রিকাগুলো। সেই নূর ভাই আপনি আমাদের।

প্রিয় নূর ভাই আজ কিছু কষ্টের কথাও শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা সবাই জানি আপনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রশ্নে আপোষহীন।
কিন্তু আপনার পরিবার ......

যতবার বড়বড় আন্দোলন হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ততবারই আপনার মেয়ে সুপ্রভা তাসনিম ও পুত্রবধূ কাজলী শেহরীন ইসলাম বিরুদ্ধে ছিলেন রাজপথে আন্দোলনকারীদের সাথে, আর ফেসবুকে তো ছিলেনই।

ভিপি নূরের নেতৃত্বে যখন কোটার নামকরে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল, তখনো সুপ্রভা ও কাজলী ছিলেন নেতৃত্বের অগ্রভাগে। সেই সময় তাদের আওয়ামী বিরোধী অবস্থান নিয়ে আমি লিখেছি, এখনো সেই পোস্টগুলো ফেসবুকে আছে।

২৪ সালের কোটার নামে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনেও দুজন !!!

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইলো, আপনার মেয়ে সুপ্রভা গত ৫ই মে ডেইলি স্টারে একটা নিবন্ধন লিখেছেন, "সেই নিবন্ধে তিনি আওয়ামী লীগকে কথিত গ'ণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।"

তিনি আরও লিখেছেন 'আমার বাবার কারাবাসের কারণে আমি এতোটা অন্ধ হয়ে উঠিনি যে সাবেক সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করবো না।'

অথচ নূর ভাই আমরা যারা লীগের সাধারণ কর্মী, আমরা ঝুলাই আগস্টে রাজপথে আওয়ামী লীগের পক্ষে নেত্রীর পক্ষে এবং সর্বোপরি আপনারা যারা মন্ত্রী এমপি ছিলেন আপনাদের পক্ষে লড়েছি, ফেসবুকেও সকল গুজবের বিরুদ্ধে লড়েছি।

নূর ভাই আপনি ৫ বারের এমপি ও ১ বারের মন্ত্রী, অথচ আপনার মেয়ে হয়ে সুপ্রভা "আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে" এটা বলছেন !!!

কিচ্ছু বলার নেই প্রিয় নূর ভাই, কারন একা আপনার মেয়ে বা পুত্রবধূ শুধু নয়, লীগের অনেক শীর্ষ নেতার ছেলেমেয়েরাও ঝুলাই আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে লা'ল হয়েছিলেন, রাজপথে মিছিল মিটিং করেছেন।

ভালো থাকুন সুস্থ থাকুন নূর ভাই, জন্মদিনে আপনার কারামুক্তি কামনা করছি।

আজ প্রিয়দর্শিনী মহীয়সী নারী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরম ...
31/10/2025

আজ প্রিয়দর্শিনী মহীয়সী নারী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরম বন্ধু, পরম মিত্র। যিনি হৃদয়ে ধারণ করতেন বাংলাদেশের মুক্তি।

ইন্দিরা গান্ধী ১৯৮৪ সালের ৩১ সেপ্টেম্বর নিহত হন।

১৯৭১ সালের রক্তে রাঙা দিনগুলোতে যখন আমাদের আকাশে কেবল ধোঁয়া, কান্না আর মৃত্যুর গন্ধ। যখন লক্ষ লক্ষ মা হারিয়েছে সন্তান, সন্তান হারিয়েছে মা ও বাবাকে, দিগবিদিক ছুটছে মানুষ জীবন বাঁচাতে এবং আমেরিকা, চীন ও পশ্চিমা বিশ্বের নেতারা আমাদের উপর অত্যাচারকে সমর্থন করছে; তখন তিনি পৃথিবীর বুকে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের জন্য বুক প্রসারিত করে বলেছিলেন, "বাংলাদেশের মানুষকে একা মরতে দেওয়া যাবে না।”

ভারত মুক্তিযুদ্ধের সময় দুই কোটি ছিন্নভিন্ন প্রাণকে আশ্রয় দিয়েছিলো এবং ইন্দিরা গান্ধি বাংলাদেশের স্বাধীনতার জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন আমাদের জন্য।

কিছু অকৃতজ্ঞ লোক ছাড়া পুরো বাংলাদেশ আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে।

আপনার মৃত্যুবার্ষিকীতে হৃদয়ের গভীর থেকে অতল শ্রদ্ধা।

আমাদের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।
31/10/2025

আমাদের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যা...
28/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক Mohammad Ali Arafat ভাইয়ের গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেতাব উদ্দীন আঙ্কেল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মহান আল্লাহতালা আঙ্কেলকে জান্নাতবাসী করুক, আমিন।

Habibur Rahman Habib MP মহোদয়ের টাইমলাইন থেকে ..... সিলেটবাসীর আরেক স্বপ্নের অপমৃত্যু!সুরমা নদীর ওপর স্বপ্নের ঝুলন্ত ব্র...
28/10/2025

Habibur Rahman Habib MP মহোদয়ের টাইমলাইন থেকে .....

সিলেটবাসীর আরেক স্বপ্নের অপমৃত্যু!
সুরমা নদীর ওপর স্বপ্নের ঝুলন্ত ব্রিজ আর হচ্ছে না!!

মেয়াদোত্তীর্ণ কিন ব্রিজ ঘিরেই তারা (বর্তমান উপদেষ্টারা) কি পরিকল্পনা করছে, তারাই জানে ?

সম্প্রতি ২ হাজার কোটি টাকার ১৩টি প্রকল্প গ্রহণ করলেও নেই সিলেটের কোন প্রকল্প।

আমি এবং সিলেট -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাহেব মহান জাতীয় সংসদে সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সিদ্ধান্তে কিন ব্রিজের পাশে একটি নান্দনিক ঝুলন্ত ব্রিজ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়। এর জন্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) কর্তৃক উক্ত প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন ডলারের লোনও পাশ হয়। একইসাথে যেখানে ঝুলন্ত ব্রিজ নির্মাণ হবে সে স্থানও আমরা পরিদর্শন করি।

সুরমার বুকে ঝুলন্ত ব্রিজের স্বপ্ন দেখে গেছেন জাতীয় সংসদের প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী। দীর্ঘদিন ধরে সিলেটবাসীও স্বপ্ন দেখছিলেন কিন ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণ হবে। আধুনিক সৌন্দর্যের প্রতীক সেই ব্রিজ নগরীর যানজট কমাবে, আর সিলেটের পর্যটনে যোগ করবে নতুন মাত্রা। কিন্তু সেই স্বপ্নও শেষ পর্যন্ত ভেঙে গেল।

স্বপ্ন বাস্তবায়নে বিরুদ্ধাচরণের মাধ্যমে সিলেটবাসীকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। বৈষম্য বঞ্চনায় প্রকল্পটি বাতিল করায় সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষা ও আরেকটি স্বপ্নের অপমৃত্যু হল। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।

এভাবে আর কত সিলেটকে পিছিয়ে দেওয়া হবে ?

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অবিভক্ত বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা জনাব হিফজুর...
25/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

অবিভক্ত বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা জনাব হিফজুর রহমান নেফুর মিয়ার ছোটভাই, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মুহিবুর রহমান ইয়াওর স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের জানাযা আগামী সোমবার বাদ আছর হামছাপুর রশিদপুর নুরুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন ইয়াওর দাদা।
দাদাকে আল্লাহতালা জান্নাতবাসী করুক, আমিন।

আদালত থেকে খলিফা হারুন অর রশিদের নিকট চিঠি এলো, শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ। এজন্য বিচারকাজ স্থগিত আছে। খলিফা যেন দ্...
23/10/2025

আদালত থেকে খলিফা হারুন অর রশিদের নিকট চিঠি এলো, শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ। এজন্য বিচারকাজ স্থগিত আছে। খলিফা যেন দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা করেন।

হারুন অর রশিদ চিঠির জবাব পাঠালেন,
অতি শীঘ্র নতুন বিচারক কাজে যোগদান করবেন।

কয়েকদিন পরের কথা। নতুন বিচারকের অধীনে বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামী হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ তিনি শহরের এক রেস্তারাঁ থেকে রুটি আর মধু চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছেন।

বিচারক: আপনি চুরি করেছেন?

বৃদ্ধা: (মাথা নিচু করে) জি।

– আপনি কি জানেন না চুরি করা কত বড় পাপ?

– জানি।

– জেনেও কেন চুরি করলেন?

– কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম । আমার সাথে এতিম দুই নাতিও না খেয়ে ছিল। আমি ওদের ক্ষুধার্ত চেহারা এবং কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার কাছে এ ছাড়া কোনো উপায় ছিল না।

বিচারক এবার পুরো এজলাসে চোখ বুলালেন। এরপর বললেন, "কাল যেন নগর প্রধান, খাদ্যগুদাম প্রধান, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ আদালতে উপস্থিত থাকেন। তখন এই মামলার রায় দেওয়া হবে।"

পরদিন সকালে সবাই হাজির। বিচারকও যথাসময়ে উপস্থিত হলেন। সবার সামনে তিনি রায় ঘোষণা করলেন, বৃদ্ধা মহিলার চুরির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১ বছর কারাদণ্ড, ৫০টি চাবুক এবং ১০০ দিনার অর্থদণ্ড প্রদান করা হলো।

তবে অকপটে সত্য বলার কারণে কারাদণ্ডের সাজা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ালেন।

বিচারক বললেন, "যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই ৫০টি চাবুকের ২০টি আমার হাতে মারা হোক। এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন অবিলম্বে পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়।"

বিচারক তার হাত বাড়িয়ে দিলেন । দুই হাতে পর পর ২০টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের বিচারকের হাতের তালু থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় তিনি পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন তার তালু বাঁধার জন্য এগিয়ে গেলে তিনি হাত উঁচু করে নিষেধ করলেন।

এরপর বিচারক বললেন, "যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ দিতে ব্যর্থ হন, সেই শহরে তারাও অপরাধী। তাই বাকি ৩০টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক।"

বিচারকের আদেশ পালন করা হলো।

এবার বিচারক উপস্থিত সবাইকে বললেন, "যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা অনাহারে থাকে, সে সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে ১০০ দিনার করে জরিমানা করা হলো।"

এই বলে তিনি নিজের পকেট থেকে ১০০ দিনার বের করে রুমালের ওপর রাখলেন। সবাই জরিমানার টাকা জমা দেবার পর গুনে দেখা গেল প্রায় ১০,০০০ দিনার হয়েছে।

তখন তিনি ওই ১০,০০০ দিনার থেকে ১০০ দিনার জরিমানা বাবদ রেখে ৫০ দিনার চুরি যাওয়া দোকানের মালিককে দিলেন। অবশিষ্ট ৮,৫০০ দিনার বৃদ্ধ মহিলাকে দিয়ে বিচারক বললেন, "এগুলো আপনার ভরণপোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুন অর রশিদের দরবারে আসবেন। খলিফা আপনার কাছে ক্ষমাপ্রার্থী!"

এক মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, "আপনাকে ও আপনার এতিম দুই নাতিকে অনাহারে রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারায় অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন।"

মন্ত্রীপুত্র ও বিএনপি নেতা মুবিন বলেন, "আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাস...
22/10/2025

মন্ত্রীপুত্র ও বিএনপি নেতা মুবিন বলেন, "আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।"

বিশ্বাস করেন এই নিউজ দেখে চোখে পানি এসেছে, আবেগাপ্লুত হয়েছি। আওয়ামী লীগের এই চরম ক্রান্তিলগ্নে ও চরম দুঃসময়ে যেখানে অনেক পদবীধারী নেতা আওয়ামী লীগের পরিচয়টা পর্যন্ত দিচ্ছেন না, আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছেন; সেখানে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন একজন মন্ত্রীপুত্র।
দুঃসময়ে কেউ স্রোতের বিপরীতে হাটেনা, কিন্তু তিনি স্রোতের বিপরীতে হেটেছেন।

দল পরিবর্তনের ঘোষণা দিয়ে তিনি বলেন "শেখ হাসিনা যখন বলছেন দেশে আসবেন, তিনি আসবেন।"

মন্ত্রীপুত্র কবীর আরও বলেন "শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের নয়, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও দেশের মানুষের রক্ষায় উনার বিকল্প নেই। দেশ ও দেশের মানুষের স্বার্থে এখন ঐক্যের সময়।"

আমার ভাই সাহান। দেখতে দেখতে আরও একটি বছর চলে গেলো। ২০১৬ সালের আজকের এইদিনে হারিয়েছিলাম আমরা আমাদের ভাইকে।সবাই আমার ভাইয়ে...
20/10/2025

আমার ভাই সাহান।

দেখতে দেখতে আরও একটি বছর চলে গেলো। ২০১৬ সালের আজকের এইদিনে হারিয়েছিলাম আমরা আমাদের ভাইকে।

সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহতালা যেনো আমার ভাইকে বেহেস্তবাসী করেন, আমিন।

Address

Sylhet

Telephone

+8801711348448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahalam Sajeeb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahalam Sajeeb:

Share