Khan's

Khan's ShibgonjBazar ,Sylhet.

আজ থেকে প্রায় 40 বছর আগে কোন এক দুপুরে আমার প্রতিবেশী বড় ভাই মরহুম আসাব উদ্দিন জৈন্তাপুর যাবেন বাসে চড়ে। তার Honda50 ...
23/08/2025

আজ থেকে প্রায় 40 বছর আগে কোন এক দুপুরে আমার প্রতিবেশী বড় ভাই মরহুম আসাব উদ্দিন জৈন্তাপুর যাবেন বাসে চড়ে। তার Honda50 এর অবস্থা খুবই শোচনীয়। (তাই বাসে যাওয়া) খুব ধীরে ধীরে চলে, ব্রেক না ধরে পা মাটিতে রাখলেই থেমে যায়, সব গিয়ারে ই একই স্পিড, স্টার্ট করতে চাবি লাগে না। বাসে ওটারা আগে স্টার্ট অবস্থায় Hondaটা আমাকে ধরিয়ে দিয়ে বলেন এটা যেন উনার গেটের ভেতরে রেখে দেই। বললেন সিটের উপর বসে পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে চালালেই চলবে। আমি সিটের উপর বসলাম। পা দিয়ে দুই তিন ধাক্কা দিয়ে দুই পা উপরে তুললাম। এখন দেখি হোন্ডা চলতেই আছে। আমি এই হোন্ডা নিয়ে আর ঘরে গেলাম না। লামাপাড়ার রাস্তা দিয়ে গিয়ে সোজা উপশহরের এ ব্লকের দিকে ঢুকলাম। তখনো উপশহরে তেমন বাড়িঘর হয় নাই। প্রায় ফাঁকা ফাঁকা অবস্থা। তবে রাস্তা সবগুলোই পাকা হয়ে গেছে। রাস্তায় এত বেশি স্পিড ব্রেকার। আমি মোটরসাইকেল নিয়ে যখনই স্প্রিড ব্রেকারে উপরে উঠতাম তখন মোটরসাইকেল বন্ধ হয়ে যেত। তারপর আবার কিক দিয়ে স্টার্ট করতাম আরো কিছুক্ষণ পর আবার স্পিড ব্রেকার আবার বন্ধ এভাবে চলতে থাকলো। হঠাৎ একজন লোক এটা দেখে আমাকে বললেন তুমি যখন দেখবে স্পিড ব্রেকার আসছে তখন ফার্স্টগিয়ারে নিও। আমি ফার্স্টগিয়ার বলতে সামনের দিকে একটা চাপ দিব এইরকমই জানতাম, উনি বললেন না হণ্ডা ফিফটিতে নিউট্রাল অবস্থায় পিছনের দিকে একটা চাপ দিলে ফার্স্ট গিয়ার হয়। এইভাবে প্রায় ঘন্টাখানেক চালানোর পর আমি উনার বাসার গেইটের ভিতরে এনে মোটরসাইকেলটি রেখে দিলাম।

Our Khan dynasty originated from this Khan. This is my father Nanna Khan.
11/08/2025

Our Khan dynasty originated from this Khan. This is my father Nanna Khan.

Khan's Family 1965
09/08/2025

Khan's Family 1965

16/07/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় আব্দুল করিম দাদু কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। উল্লেখ্য...
12/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবার প্রিয় আব্দুল করিম দাদু কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। উল্লেখ্য যে তিনি জামেয়া প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২১ সাল পর্যন্ত আমাদের সাথে কর্মরত ছিলেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
12/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৭৮ সালে ২৬ জানুয়ারি প্রতিষ্ঠা কালীন সময়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া নামে যে শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেটের আম্বরখানার গ...
11/07/2025

১৯৭৮ সালে ২৬ জানুয়ারি প্রতিষ্ঠা কালীন সময়ে শাহজালাল জামেয়া ইসলামিয়া নামে যে শিক্ষা প্রতিষ্ঠানটি সিলেটের আম্বরখানার গোয়াইপাড়ায় একটি বাসায় শুরু হয়েছিল ,তা ১৯৮০ পরবর্তী সময়ে মিরাবাজার এলাকায় স্থানান্তরিত হয়। এ সময় মিরাবাজার পুরাতন ক্যাম্পাসে মাত্র দুটি টিনশেডের ঘর ছিল। এই দুটি ঘরেই চলতো শিক্ষা কার্যক্রম। পরবর্তীতে দক্ষিণ পাশের একটি ঘর ভেঙ্গে দক্ষিণ সীমানা ঘেঁষে তৈরি করা হয় পূর্ব-পশ্চিমে লম্বা আকৃতির স্কুল ঘরের মত টিনশেড ঘর। এখানে ক, ওয়ান, টু, থ্রি পর্যন্ত ক্লাস চলতো। আমি যখন ১৯৮৫ সালে শিক্ষক হিসাবে যুক্ত হই তখন ক থেকে টেন পর্যন্ত ছাত্র সংখ্যা ছিল মাত্র ২০০ এর কাছাকাছি।

সবাইকে ঈদুল আযহা উপলক্ষে Khan's এর পক্ষ থেকে ঈদ মোবারক।
06/06/2025

সবাইকে ঈদুল আযহা উপলক্ষে Khan's এর পক্ষ থেকে ঈদ মোবারক।

JMG কার্গো তে করে Uk products By Khans এর মালামাল দেশে পাঠানো হতো।
17/05/2025

JMG কার্গো তে করে Uk products By Khans এর মালামাল দেশে পাঠানো হতো।

নিচের যে সকল পেজ-গ্রুপ দেখছেন সবগুলোই আমার পরিবারের সদস্যদের। এগুলো থেকে আত্মবিশ্বাসের সাথে পণ্য অর্ডার করতে পারেন। আমি ...
16/05/2025

নিচের যে সকল পেজ-গ্রুপ দেখছেন সবগুলোই আমার পরিবারের সদস্যদের। এগুলো থেকে আত্মবিশ্বাসের সাথে পণ্য অর্ডার করতে পারেন। আমি নিজে এই সকল পেজের সাথে জড়িত আছি।

16/05/2025

যাবতীয় মোবাইল আইটেম পাওয়া যায়...

Android ও normal mobile, সব ধরণের মোবাইল এর চার্জার Earphone, Blutooth Speaker ও Headphone, Air buds, data cable, ring light, mobile stand, karoke speaker, microphone, selfie stick, selfie light, memory card, pendrive, mobile cover etc....

16/05/2025

BMW Umbrella 12 Ribs ( auto ) ☂️

ডুয়েল সুইচ মোড মানে অন/অফ দুটোই সুইচ দিয়ে করতে পারবেন। ১২ শিক মানে অনেক বেশি মজবুত , ভাঙ্গা বা মচকানো এতো সহজ নয় কাপড়ের কোয়ালিটি মারাত্মক - ডাবল লেয়ার এবং ভিতরের কোটিং বেশ প্রিমিয়াম। ???? পাবেন ৪ টি আকর্ষণীয় রং এ ২ জনের জন্য পারফেক্ট একটা ছাতা তাই এটাকে কাপল ছাতাও বলা চলে। কালার গুলোও বেশ সুন্দর । অন্যান্য ছাতার মতো ভঙ্গুর নয় এগুলো, টেকসই হবে সেই লেভেলের...

Video Link
https://www.facebook.com/share/v/nN6u38LZWXz3mV2v/?mibextid=oFDknk

সিলেট সিটিতে হোম ডেলিভারি এবং সিলেটের বাইরে সারা বাংলাদেশে ও বিদেশে কুরিয়ার করা হয়।

Address

Sylhet
3100

Telephone

+8801711485024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan's:

Share