Daily Amardesh - দৈনিক আমার দেশ

Daily Amardesh - দৈনিক আমার দেশ Daily Amardesh - দৈনিক আমার দেশ নিরপক্ষ কথা বলে

সম্মানিত আমীরে জামায়াতের অপারশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেআলহামদুলিল্লাহ! সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সুষ্ঠুভাবে সম্প...
02/08/2025

সম্মানিত আমীরে জামায়াতের অপারশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে

আলহামদুলিল্লাহ! সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে আমীরে জামায়াতের অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন।

বিশিষ্ট কার্ডিওলজিস্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ সময় মিডিয়াকে বলেন, “আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।” তিনি আরো বলেন, “আর উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানিকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।”

আমরা দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি—আপনারা যারা আমাদের সম্মানিত আমীরে জামায়াতের সুস্থতার জন্য সার্বক্ষণিক মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর একান্ত মেহেরবানি ও আপনাদের একান্ত দোয়ার বরকতেই সম্মানিত আমীরে জামায়াতের এ পর্যন্ত চিকিৎসা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আশাবাদ—আপনারা সুস্থ থেকে আমীরে জামায়াতের পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এ দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন।

মহান আল্লাহ আমাদের প্রিয় রাহবারকে যেন অতি দ্রুত দ্বীনের কাজের জন্য ভূমিকা রাখার তাওফিক দান করেন, সেই দোয়াই করছি। আমিন।

-Mia Golam Porwar
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

হে বিশাল আকাশের মালিক আপনি আমীরে জামায়াতের প্রতি রহম করুন। আমীন।🤲
02/08/2025

হে বিশাল আকাশের মালিক আপনি আমীরে জামায়াতের প্রতি রহম করুন। আমীন।🤲

29/07/2025
জামায়াতের দোয়া অনুষ্ঠান
22/07/2025

জামায়াতের দোয়া অনুষ্ঠান

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ’র সফর চলছে। একেকটি জনসভা/সমাবেশ যেন একেকটি বার্তা। নতুন এক গণজোয়ার...
22/07/2025

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ’র সফর চলছে। একেকটি জনসভা/সমাবেশ যেন একেকটি বার্তা। নতুন এক গণজোয়ার লক্ষ্য করছি। তাঁর প্রতিটি বক্তব্যে যেন একেকটি রাজনৈতিক বয়ান তৈরি হচ্ছে। যুব-সমাজের আকাঙ্খার দলে পরিণত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণমানুষ ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমোনাইর রাজনৈতিক চমকে রোমাঞ্চিত।

সবচে বড় ব্যাপার হলো— পীর সাহেব চরমোনাইকে রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এখনও পর্যন্ত সাহু সেজদা দিতে হয়নি এবং শায়খে চরমোনাইর রাজনৈতিক বক্তব্য পাঞ্চ করতে হয়নি। যদিও কখনও কখনও মনে হয়েছে ঐ পরিস্থিতিতে অমন কথা না বললেও পারতেন কিংবা শ্রুতিকটু হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো— কিছুদিন যেতে না যেতেই সেই বক্তব্য রাজনৈতিক দলীল হয়ে সামনে আসে! সেই শ্রুতিকটু বক্তব্য তখন না দিলে সময়ের সঙ্গে পেরে উঠতো না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আমি যখন হযরত পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ’র দিকে তাকাই, তখন ভাবি— কী সাধারণ ব্যক্তিটি অসাধারণ সব সিদ্ধান্তে গোটা জাতিকে চমকে দেন! কী তাঁর প্রজ্ঞা মাশাআল্লাহ। আবার যখন শায়খে চরমোনাইকে দেখি, তখন মনে হয়— গ্রামগঞ্জের বাবা-চাচা বড় ভাইদের মতো মিশুক একজন ফয়জুল করীমের হুঙ্কারে কীভাবে কেঁপে ওঠে বাতিলের মসনদ! আসলে বিনা কারণেই মুক্তিকামী বিপ্লবী গণমানুষের মন জয় করেননি তাঁরা!

দু’জনকেই কখনও কখনও মনে হয় হযরক সিদ্দীকে আকবরের প্রতিচ্ছবি (আচরণগত), আবার কখনও মনে হয় হযরত ওমরের তরবারী (বাতিলের মোকাবেলায় কঠোরতায়)!

আল্লাহর দরবারে শোকরিয়া হাজার কোটিবার।।।।।।

আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা🤲 Daily Amardesh - দৈনিক আমার দেশ
21/07/2025

আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
🤲 Daily Amardesh - দৈনিক আমার দেশ

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Daily Amardesh - দৈনিক আমার দেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share