Nijam Saikat

Nijam Saikat Assalamu Alaikum

06/05/2025

এই উপমহাদেশে যতগুলো ইসলামী আন্দোলন হয়েছে, হচ্ছে, আর হবে, সবগুলোই মহান বালাকোট আন্দোলনের প্রতিধ্বনি।

সেই তথাকথিত 'পরাজিত যুদ্ধ' বালাকোট আজও আমাদের ঈমানের অনুপ্রেরণা হয়ে আছে। আমাদের কাছে বালাকোট পরাজয় নয়; বরং হাজারো বিজয়ের সূচনা।

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/05/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/11/2024

Saudi Disgraced Islam with This

This is the opening of Riyadh's entertainment season in Saudi Arabia this year.

They had a model of the Holy Kaaba where they displayed images of singers and dancers.

👉নিজে নিজে ইউরোপের জন্য আবেদন ও প্রস্তুতি👈আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।ইউরোপের ভিসার জন্য আপনাক...
14/10/2024

👉নিজে নিজে ইউরোপের জন্য আবেদন ও প্রস্তুতি👈

আপনার যদি উদ্দেশ্য হয় ইউরোপ তাহলে এই পোস্ট আপনার জন্য।

ইউরোপের ভিসার জন্য আপনাকে কি কি করতে হবে তা বলে দিচ্ছি
১/ দালাল থেকে দূরে থাকতে হবে।
২/ নিজেকে মানষিক ভাবে প্রস্তুত করতে হবে
৩/ কে কি বলছে বা বলবে তা পরিহার করতে হবে।

নিম্নে আবেদনের প্রক্রিয়ার একটা সিম্পল দিলাম

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

শেঞ্জেন টুরিস্ট ভিসা পেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয়, তার সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো। এই নির্দেশিকাটি আপনাকে সহজে এবং সঠিকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা:

১. পাসপোর্ট
- মেয়াদ: আবেদন করার সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- খালি পাতা: পাসপোর্টে কমপক্ষে দুটি খালি পাতা থাকতে হবে।
- পূর্বের ভিসা কপি: পূর্বের শেঞ্জেন বা অন্য দেশের ভিসা থাকলে তার কপি সংযুক্ত করতে হবে।

২.সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
- ডাউনলোড: পর্তুগিজ MFA ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। অথবা যে দেশের জন্য জমা দিবেন ঐদেশের ওয়েবসাইটে পাবেন।
- পূরণ ও সাইন: ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হয়, তবে গার্ডিয়ানের সাইন প্রয়োজন।

৩. ছবি
- সাইজ: ভালো কোয়ালিটির ছবি, ৩৫x৪৫ মিমি সাইজ।
- ব্যাকগ্রাউন্ড: সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা।

৪. ট্রাভেল হেলথ ইন্সুরেন্স
- কভারেজ: কমপক্ষে ৩০,০০০ ইউরো সমপরিমাণ মেডিকেল এবং ইমারজেন্সি সিচুয়েশন কাভার করবে।
- ভ্যালিডিটি: শেঞ্জেনভুক্ত সব দেশে কাভার হবে এবং ভ্রমণের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময়ের জন্য ভ্যালিড থাকবে।

৫. পেমেন্ট
- ফি: আশি ইউরো (প্রায় ১০,৪০০ টাকা)।
- পেমেন্ট মেথড: ভিসা আবেদন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট করতে হবে।

৬. রিটার্ন এয়ার টিকেট
- বুকিং প্রমাণ: রিটার্ন এয়ার টিকেটের কপি সংযুক্ত করতে হবে।

৭. সেনজেন টুরিস্ট ভিসা কাভার লেটার
- ব্যক্তিগত তথ্য: আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- ভ্রমণের কারণ: সেনজেন ভ্রমণের কারণ উল্লেখ করতে হবে।
- ভ্রমণের সময়সূচি: কোন তারিখে ভ্রমণ করবেন এবং কত তারিখে ফিরে আসবেন তা উল্লেখ করতে হবে।
- অন্য দেশ ভ্রমণ: পর্তুগাল ছাড়াও শেঞ্জেনের অন্য কোন দেশ ভ্রমণ করবেন কিনা তা উল্লেখ করতে হবে।
- পর্যটন পরিকল্পনা: কোন কোন দেশ ভ্রমণ করবেন তার তথ্য প্রদান করতে হবে।

৮. ব্যাংক স্টেটমেন্ট
- সাধারণত ৩-৬ মাসের: সাম্প্রতিক ৩-৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

৯. হোটেল রিজার্ভেশন বা টুরিস্ট অ্যাপার্টমেন্ট বুকিং কপি
- বুকিং প্রমাণ: থাকার ব্যবস্থা প্রমাণ করার জন্য হোটেল বা অ্যাপার্টমেন্ট বুকিংয়ের কপি সংযুক্ত করতে হবে।

১০. প্রোফেশন সম্পর্কিত তথ্য
- পেশাগত প্রমাণ: আপনার বর্তমান পেশা সম্পর্কিত সকল তথ্য প্রদান করতে হবে। যেমনঃ চাকরির সার্টিফিকেট, ব্যবসা হলে ব্যবসার লাইসেন্স।

ডকুমেন্টসের ভাষা

সবগুলো ডকুমেন্ট অবশ্যই ইংরেজিতে সাবমিট করতে হবে। যে ডকুমেন্টগুলো বাংলায় রয়েছে সেগুলো ট্রান্সলেট করে ইংরেজিতে করতে হবে।

শেঞ্জেন ভিসার সুবিধা

একটি মাত্র শেঞ্জেন ভিসা দিয়ে ইউরোপের ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। এটি আপনাকে ইউরোপীয় দেশগুলোতে অবাধে ঘুরতে এবং উপভোগ করতে সহায়তা করবে।

সেনজেন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এই ডকুমেন্টগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ সতর্কতার সাথে অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সঠিকভাবে জমা দিন। এতে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং সফল হবে।

কারো যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় কমেন্টস করবেন ইনশাআল্লাহ যতটুকু জানি সহযোগিতা করবো।

08/10/2024
১৬.০৯.২০২৪
05/10/2024

১৬.০৯.২০২৪

05/10/2024

Uk মহিলা ছাত্রশিবির

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটব...
30/05/2024

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলার জানতে পারেন, এতদিন যে তিন সন্তানকে নিজের মনে করে বড় করেছেন, তাদের একজনের বাবাও তিনি নন!

কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্রাক্ট শেষ হলে তার স্ত্রীর আচরণ বদলে যায়। তার স্ত্রীর পরকীয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে। কায়োদের টাকায় কেনা দুটো মার্সিডিজ এসইউভি গিফট করে টবিকে। এ ধরণের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে।

ডরি এত বছরের সংসার জীবনে স্বামী কায়োদের কোনো সন্তানকে দুনিয়ায় আসতে দেয়নি। বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে। কিন্তু কায়োদেকে বলেছে এগুলো তারই সন্তান।

আপনি ভাবতে পারেন, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি! তারপর একটু একটু করে তাকে বড় করা। কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয়! তারচেয়েও বড় ব্যাপার, জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এতবছর ধরে গোপনে ধোঁকা দিয়েছে। অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হবার মিথ্যা ফিলিংস দিয়েছে। তাও একবার নয়, পরপর তিনবার!

কায়োদের ইন্সটাগ্রামে সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিলো! আধমরা লোকটা একে একে সব ছবি ডিলেট করে দিয়েছেন।

এবার আসে সবচেয়ে দুঃখজনক পার্ট। নির্লজ্ব ডোরা এক ডিভোর্স উকিল হায়ার করেছে। কায়োদের সম্পত্বির অর্ধেক সে পাবে। সাথে কায়োদে যে তুর্কি ক্লাবে খেলছে, সেখানকার চলমান চুক্তির টাকা পাবে।

এই না হলে পশ্চিমা আইন! যেই নারী একজন নির্দোষ পুরুষের সংসার-সন্তান-সম্পত্ত্বি সব কেড়ে নিলো তাকেই গিফট করা হলো সন্তান আর টাকা, যাতে সে প্রেমিকের সাথে এক সুখী জীবন কাটাতে পারে।

******
তবু পশ্চিমাদের জন্য সহানুভূতি আসতে চায় না। ইসলামী আইনে ডোরা নামের ওই নোংরা জীবটাকে পাথর দিয়ে খালাস করতে হবে। কিন্তু পশ্চিমা পুরুষেরাই যে এর বিরোধী!

পৃথিবীতে বর্তমানে চার জায়গায় এই ব্যাভিচারিকে পাথরে হত্যার আইন চালু আছে। সেখান থেকে আসা নিউজের নিচে পশ্চিমা পুরুষদের কমেন্ট দেখবেন - "কী বর্বর", "প্রস্তর যুগের বর্বরেরা" , "ইসলাম আসলে ডেথ কাল্ট" ইত্যাদি।

মানে নিজেরা কাকোল্ডারি, চিটিং আর এরকম ফ্রডের শিকার হয়ে ধ্বংস হয়ে যাক, তবু সমাধান ওরা মানবে না, ইসলামের বলে।

সিম্প্যাথি আসা তাই কষ্টকর।

“বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!" অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!...
20/05/2024

“বিয়ের দিনের স্মৃতি আজীবনের জন্য রাখতে চাই!"

অনেকেই বিয়ের দিনের ফটোগ্রাফিকে খুব হালকাভাবে নেন। মনে করেন- ‘আরে একদিনই তো!’

যেই মেয়ে বাইরে বের হবার সময় সবসময় নিকাব পরতো, যাকে তার কলেজ-ভার্সিটির কোনো ছেলে কখনো দেখেনি, সেই মেয়েও দেখা যায় বিয়ের দিন হাসিমুখে ছবি তুলে।

বিয়েতে কনের ছবি তোলা হবে কিনা, কনেকে অন্য পুরুষরা দেখতে পারবে কিনা সেটা সাধারণত সেই মেয়েটির হাতে থাকে না। মেয়ের পরিবার এবং পাত্রকেই উদ্যোগ নিতে হয়।

পাত্র যদি এসব ক্ষেত্রে শক্ত অবস্থান নিতে না পারে, তাহলে পাত্রী যতোই ইচ্ছে থাকুক না কেনো, সম্ভব হয় না।

একজন পুরুষ হিসেবে আপনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে- আমার স্ত্রী যেদিন থেকে আমার স্ত্রী, সেদিন থেকে কোনো পরপুরুষ তাকে দেখতে পারবে না।

একজন ফটোগ্রাফার ছবি তুলতে গিয়ে যেভাবে আপনার স্ত্রীকে দেখবে, বিয়ের আগে কোনো পুরুষ সেভাবে সেই মেয়েকে দেখেনি!

সবসময় মনে রাখবেন, ফটোগ্রাফার একজন পুরুষ, আপনার যেমন পুরুষত্ব আছে, তারও আছে। তাকে স্রেফ ফটোগ্রাফার ভেবে ‘খোজা’ মনে করবেন না।
- Need

07/05/2024

মসজিদ থেকে হারিয়ে যাওয়া মকতবগুলো আবার ফিরিয়ে আনতে না পারলে, টাইলস এসি ঝাড়বাতিতে ঝকমকে এসব মসজিদ একদিন স্পেনের মসজিদের পথেই হাঁটবে!
লিখেছেন: মুফতি মাসুম আহমেদ।

যে যাই বলেন, আমার মতে বর্তমানে জয় শ্রীরাম একটা জ'ঙ্গি'বাদের শ্লোগান হয়ে দাঁড়িয়েছে। জয় শ্রীরাম হত্যা, নিগ্রহ, মসজিদ ভাংচু...
28/04/2024

যে যাই বলেন, আমার মতে বর্তমানে জয় শ্রীরাম একটা জ'ঙ্গি'বাদের শ্লোগান হয়ে দাঁড়িয়েছে। জয় শ্রীরাম হত্যা, নিগ্রহ, মসজিদ ভাংচুর ইত্যাদি করা হচ্ছে
আপনারা কি আমার সাথে একমত?

Address

Sylhet
POSTCODE3162

Telephone

+8801303444626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nijam Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nijam Saikat:

Share