Rabbatul Bayt

Rabbatul Bayt "একজন Rabbatul Bayt ঘরের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, বরং তিনিই হলেন একটি ঘরের শান্তির ছায়া ও বরকতের উৎস।"

06/06/2025
উক্তি~আরিফ আজাদ❤️🫶
28/05/2025

উক্তি~আরিফ আজাদ❤️🫶

🙂🙂🙂
25/05/2025

🙂🙂🙂

22/05/2025

এক বুড়ি মা মসজিদের সামনে বসে ভিক্ষা করতো। এক ব্যাক্তি বুড়িকে জিজ্ঞেস করল, আপনার কি উপার্জন করার মত কোনো ছেলে নেই?

বুড়ি: এক ছেলে আছে।

ব্যাক্তি: তাহলে আপনি ভিক্ষা করছেন কী জন্যে?

বুড়ি: আমার স্বামী ইন্তেকাল করেছেন। ছেলে চাকরির জন্য বিদেশে গেছে। যাওয়ার সময় আমাকে কিছু টাকা-পয়সা দিয়ে গেছিল, তা এখন শেষ হয়ে গেছে। এজন্য আমি ভিক্ষা করছি।

ব্যাক্তি: আপনার ছেলে আপনার জন্য বিদেশ থেকে কিছু পাঠায় না?

বুড়ি: পাঠায় তো। প্রতিমাসে রঙ্গিন রঙ্গিন কাগজ পাঠায়। তা আমি যত্নে ঘরের দেয়ালে আটকিয়ে রাখি।

ওই ব্যাক্তি বুড়ির সাথে তার বাড়ি গেল। দেখল দেয়ালে ৬০টি ব্যাংক ড্রাফ্ট আটকানো। প্রতিটি ৫০হাজার টাকার ড্রাফ্ট। পড়তে না জানার কারণে বুড়ি জানতো না, তার কাছে কী পরিমাণ টাকা জমা হয়ে আছে। ওই ব্যাক্তি বুড়িকে ড্রাফ্ট সম্পর্কে জানালো, আরো জানালো এখন কী পরিমাণ টাকা তার জমা আছে।

বুড়ি অত্যন্ত খুশি হলো এবং সাথে সাথে আশ্চর্য হলো যে, এ পরিমাণ টাকা থাকার পরও সে মানুষের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছিল!

★★

আমাদের অবস্থাও ঠিক বুড়ির মত! আমার কাছে কুরআনের মত সম্পদ আছে, আমরা সেটা চুমু খাই, মাথায় রাখি, বাড়িতে শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখি। কিন্তু কুরআন থেকে আমরা উপকৃত হতে পারি না।

আমরা কুরআন থেকে তখনই উপকৃত হতে পারব যদি কুরআনের গুরুত্ব অনুধাবন করে আমরা কুরআন তিলাওয়াত করি, তার অর্থ শিখার চেষ্টা করি এবং তার উপর আমল করি।
বরং যদি কুরআনকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে ইহকাল ও পরকালে সফলকাম হতে পারব।

© post

15/05/2025

দোয়া কবুলের গল্প | দরুদের বরকত

এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা, যিনি একসময় নামাজহীন, গাফেল জীবনে ডুবে ছিলেন।
তিনি বলেন—
"আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম না, দ্বীন নিয়ে ভাবনাও ছিল না। জীবনে শুধু হতাশাই ছিল। চাকরি নেই, সংসারে টানাপোড়েন, আত্মীয়দের কাছে অপমান—সবমিলিয়ে হতাশার অতল গহ্বরে ডুবে যাচ্ছিলাম।
একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি। ফজিলত দেখে নিয়ত করলাম, একবার চেষ্টা করে দেখি।
আমি ঠিক করলাম—প্রতিদিন ১০০০ বার দুরুদ পড়ব, ৪০ দিন পর্যন্ত।
প্রথম কয়েকদিনেই মনে হচ্ছিল, ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে। অজানা এক প্রশান্তি পেতাম।
দিন যেতে লাগলো। ঠিক ৩৪তম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে। যেই চাকরির জন্য আমি আগেও অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম—এবার একেবারে ডিরেক্ট রিক্রুট!
সেদিন শুধু সেজদায় পড়ে কেঁদেছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করে কেঁদেছিলাম। দুরুদের বরকতে আল্লাহ তায়ালা আমার জন্য অসম্ভব কে সম্ভব করে দিয়েছেন।

আল্লাহ দরুদকে আমার জন্য হিদায়াতের দরজা বানিয়ে দিয়েছেন।
এই দরুদই আমাকে নামাজে ফিরিয়েছে, হতাশা থেকে মুক্ত করেছে, আর প্রমাণ করেছে—দোয়া কবুল হয়, শুধু দরজা ঠিক রাখতে হয়।
আজও আমি ১০০০ দুরুদ পড়ি, তবে আর কোনো চাওয়ার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসার জন্য।
collected

😢😢😢
07/04/2025

😢😢😢


Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabbatul Bayt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share