আলো মিডিয়া

আলো মিডিয়া সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ব আমরা সর্বদা..

08/06/2025

সিলেট কাজির বাজার ব্রিজ সংলগ্ন জিতু মিয়ার পয়েন্টে বেপরোয়া ট্রাক চাপায় একজন নি*হ*ত।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বখতিয়ারঘাট এলাকার টিলাধসে রাত আনুনানিক ২ঘটিকার সময় একই পরিবারের ৪ জন...
01/06/2025

গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বখতিয়ারঘাট এলাকার টিলাধসে রাত আনুনানিক ২ঘটিকার সময় একই পরিবারের ৪ জন নিহত হয়েছে।
১) রিয়াজ উদ্দিন (৫৫)
২) রহিমা বেগম (৩৫)
৩) সামিয়া বেগম (১২)
৪)আলী আব্বাস (১০)।

সম্মানিত বিয়ানীবাজারবাসী  প্রবল বর্ষণের বা অতিবৃষ্টির কারণে  যদি কারো বাড়িতে পানি উঠে যায় তবে, উল্লেখিত আশ্রয় কেন্দ্র...
31/05/2025

সম্মানিত বিয়ানীবাজারবাসী প্রবল বর্ষণের বা অতিবৃষ্টির কারণে যদি কারো বাড়িতে পানি উঠে যায় তবে, উল্লেখিত আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিতে পারবেন। যে কেন্দ্রে আশ্রয় নিবেন ওই কেন্দ্রের দায়িত্বরত মেম্বার সাহেবকে অবগত করবেন। আমরা আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসব ইনশাআল্লাহ।

31/05/2025

আজ বিকাল অনুমানিক ৪টা ৫ মিনিটের দিকে বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহানা বেগম (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। তিনি বড়লেখা উপজেলার আলিমপুর, কুমারশাইল উত্তর শাহবাজপুর গ্রামের আবুল হোসাইনের মেয়ে।

জানা যায়, সোহানা বেগম আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে সিলেট গিয়েছিলেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দক্ষিণ বাজারে রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি নম্বরবিহীন জিক্সার মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে একটি কভারভ্যানের (ঢাকা মেট্রো-উ-১১-১৫৩৮) পিছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার পা ও হাতে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘাতক কভারভ্যান ও জিক্সার মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সোহানার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সানশাইন কিন্ডারগার্টেন এর ১ম সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্য...
27/05/2025

আজ সানশাইন কিন্ডারগার্টেন এর ১ম সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, ডি,এম হাইস্কুলের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব মামুন আহমদ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব নজরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান মিজু।

22/05/2025

টিকরপাড়া শাহজালাল স্টোর এ আজ রাত আনুমানিক ৮ টার দিকে ভয়াবহ চুরির ঘটনা গঠেছে। মেসার্স শাহজালাল স্টোর এর মালিক খাইরুল ইসলাম এর নগদ সাড়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ক্যাশ বাক্স ভেঙে নিয়ে পালিয়া গেছে।

22/05/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
শেওলা সেতু উটার একটু আগে একটি ট্রাকের সাথে বাইক এক্সিডেন্ট করে ঘটনাস্থলে সায়েম নামের এক যুবক মা*রা যায় এবং গুরতর আহত হন তোফায়েল নামের আরেকজন।

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডে...
15/05/2025

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা-মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কো*পাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মা*রা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না।

এর দুইদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা-মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় নিয়ে আসে।

তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁ*সি দিতে বলে।

বাবা-মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে। কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে।

একপর্যায়ে যখন জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লু গুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মে*রেছে।

বাবা-মা তখনও স্বীকার করেনি। কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা-মা ও বুঝে যায় বাঁচার আর কোন পথ নেই।

তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মে*রেছে।

তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায়- প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মে*রেছে।

প্রতিবেশীদের সাথে তাদের একটা ৩২ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে।

তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে।

এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই ৩২ বিঘা জমিটা দখল দিয়ে নিজেদের করে নিতে পারবে।

এজন্যেই তারা ২৭ জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়।

এ স্বীকারোক্তি গুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন।

তাছাড়া মেয়েটাকে কিভাবে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা-মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে।

জান্নাতী মেয়েটার বয়স খুব বেশি না, ১৫ বছর বয়স মাত্র। পড়াশোনা করত ক্লাস নাইনে।

গ্রামের সবাই এ ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্যে শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল- মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল।

মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে- মেয়টা পড়াশোনায় অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিতো। হয়তো ভালো একটা রেজাল্টও করতো।

আমাদের চারপাশে কতশত দম্পতির সন্তান হয়না বিধায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন পার করে। একটা সন্তানের জন্যে কত হাহাকার করে।

অথচ সামান্য কিছু জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসিখুশি মেয়ে জান্নাতির 💔

11/05/2025

বায়তুস শরফ জামে মসজিদ আলীনগর (পূর্ব মহল্লার)পূর্ণ নির্মান এর কাজ চলিতেছে.....

আ'হারে'বাড়িতে বিয়ের গেট,সড়কে গেলো বরের প্রা-ণ! বিয়ের কেনাকাটা করে ফিরছিলেন বাড়িতে। পথে মোটরসাইকেল দু*র্ঘটনায় মা*রা গে...
06/05/2025

আ'হারে'বাড়িতে বিয়ের গেট,সড়কে গেলো বরের প্রা-ণ!
বিয়ের কেনাকাটা করে ফিরছিলেন বাড়িতে।
পথে মোটরসাইকেল দু*র্ঘটনায় মা*রা গেলেন বর।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

ঘট*নাটি সিলেটের জকিগঞ্জে। বিয়ের দুই দিন আগে সড়ক দুর্ঘ*টনায় হোসাইন আহমদ বাবলু (২৫) নামে এক যুবকের মৃ/ত্যু হয়েছে। এ ঘট*নায় শোকের মা*তন চলছে নি/হত দুই পরিবারের মধ্যে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা/রা যান তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের ধা/ক্কায় গুরুতর আ*হত হন বাবলু ও কাওসার আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী।

পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর হুসাইন আহমদ মা*রা যান।

20/04/2025

আজ সকাল ১২ টার দিকে সিলেট জকিগঞ্জ রোড এর চকরিয়া এলাকায় দুটি ট্রাকের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে।

নিখোজ সংবাদফাহমিদা বেগম এস এস সি পরিক্ষার্থী লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুর এর শিক্ষার্থী। পরিক্ষা কেন্দ্র আজাদ চৌধ...
15/04/2025

নিখোজ সংবাদ
ফাহমিদা বেগম
এস এস সি পরিক্ষার্থী
লুৎফুর নেহার মেমোরিয়াল গার্লস স্কুর এর শিক্ষার্থী।
পরিক্ষা কেন্দ্র আজাদ চৌধুরী একাডেমি তে যাওয়ার পথে নিখোঁজ,
যদি কেও কোন ও খোজ পান নিম্নের নাম্বারে যোগাযোগের করার অনুরোধ রইলো

01715195528
ইফতাদ চৌধুরী 01749136525
Habibur Rahman 01722925752
01728521471

Address

Sylhet
Sylhet

Telephone

+8801752525072

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলো মিডিয়া:

Share