08/09/2024
শ’হীদ ফারহান ফাইয়াজের বাবা৷ আজকে দেখা হইল। তার সাথে কথা বলতেছিলাম। কিন্তু কথা আগাইতে পারতেছিলাম না। কী কথা বলব, কী জিজ্ঞাসা করব?
তরতাজা একটা ছেলে, একমাত্র ছেলেকে হারাইছেন উনি। একটা মেয়ে আছে। হুট করে জিজ্ঞাসা করে ফেললাম, ফারহান তো দেখতে আপনার মতোই হইছে। পরে আফসোস করতেছিলাম কেন এই প্রসঙ্গ তুললাম।
আহা, বাবার মন। বললেন, ছেলেটা ঠিকমতো খাইত না। শরীর স্বাস্থ্য ঠিক ছিল না। খাওয়াদাওয়া নিয়ে অবহেলা ছিল।
বললেন, এক বছর পর যুক্তরাজ্যে পড়তে যাবে ফাইয়াজ। সব কিছুই মোটামুটি প্রিপারেশন হয়ে গেছিল। কিন্তু আর যাওয়া হলো না।
লিফটের সামনে দাঁড়িয়ে আরও বললেন, 'অসম্ভব মেধাবী ছিল সে, বাবা হিসেবে বলছি না, আসলেই সে খুব মেধাবী ছেলে ছিল। আমরাই শুধু ওকে হারাইনি, দেশও একটা মেধাবী ছেলে হারাইল।'
রাস্তা পর্যন্ত আগায় দিলাম। উনি বিদায় নিলেন। দাঁড়াইয়া পেছন থেকে দেখলাম, কী বিষন্ন ধীরপায়ে হেঁটে যাইতেছেন সন্তানহারা একজন বাবা।
১৭ জুলাই বৃহস্পতিবার ধানমন্ডিতে গু*লি করে মা*রা হয়েছিল ফাইয়াজকে। তার খালার পোস্ট বিদ্যুৎগতিতে ভাইরাল হইছিল। এরপর রাতেই ইন্টারনেট বন্ধ।
‘একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে।’ নিজের ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রো হিসেবে ইংরেজিতে এটা লিখেছিল রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র ফাইয়াজ।
মানুষ কি আসলে এত এত শ'হীদদের কথা আদৌ মনে রাখবে? আমরা যে বড্ড ভুলোমনা জাতি! 💔
[ লিখা: Society - Uncensored এর টেলিগ্রাম চ্যানেল থেকে ]