ভালবাসার অন্তরালে

ভালবাসার অন্তরালে ভাল লাগার গল্প কবিতা আর আড্ডা

24/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

তোর সারে তিন হাত দেহ কল্কিমন কল্কি চিনলি নাকল্কির উপরে আছে সিদ্ধিতাহা খাইলি না🙏🙏🙏🙏🙏বিষয় বাসনা বস্তুর মাঝেকল্কির উপরে থা...
24/09/2025

তোর সারে তিন হাত দেহ কল্কি
মন কল্কি চিনলি না
কল্কির উপরে আছে সিদ্ধি
তাহা খাইলি না🙏🙏🙏🙏🙏

বিষয় বাসনা বস্তুর মাঝে
কল্কির উপরে থাকে সেজে
জ্ঞান সিদ্ধি চিনে খুঁজে
ধ্যান করে তা টানলে না 🌺🌺🌺🌺🌺

ব্রক্ষাণ্ড মাঝে যাহা আছে
তাহা আছে মানব দেহে
তবে বাইরে কেনো সিদ্ধি খুঁজে
করলি নেশার আস্তানা🙏🙏🙏🙏🙏🙏

ইসা মুসা নুর মোহাম্মাদ
তাদের হল সিদ্ধি খোরাক
নেশার থেকে রয়েছে ফারাক
সিদ্ধির গুনে পেয়েছে রাব্বানা💘💘💘💘💘

যারা থাকে জ্ঞান পিপাসায়
তারা সিদ্ধ পুরুষ এই ধরায়
পাগল খোজে গাঁজার নেশায়
করে ভণ্ডামির সাধনা💘💘💘💘💘

বৃষ্টি ও প্রেমনেমেছে বৃষ্টি, নীরব বিকেলে,তোমার চোখে যেন স্বপ্নের মেঘ খেলে।ফোঁটার মতো নরম, কথা না বলা,তোমার সাথে হেঁটে যা...
20/09/2025

বৃষ্টি ও প্রেম

নেমেছে বৃষ্টি, নীরব বিকেলে,
তোমার চোখে যেন স্বপ্নের মেঘ খেলে।
ফোঁটার মতো নরম, কথা না বলা,
তোমার সাথে হেঁটে যায় মনের পথচলা।

চুপচাপ শহর, কেবল তুমি আমি,
বৃষ্টির ছায়ায় গড়ে নিই গল্প স্বপ্নকামী।
ভেজা চুলে জড়ানো কাঁচের গন্ধ,
তোমার হাসিতে আজ প্রেমের একান্ত ছন্দ।

ছাতার নিচে লুকিয়ে থাকা দুই হৃদয়,
স্পর্শে বলে যায়, “তুমি ছাড়া কিছু নয়।”
আকাশ কাঁদে, আর মন হাসে নীরবে,
তুমি পাশে থাকলে, বৃষ্টিও রূপ ধরে কবিতার মত করে।

কবিতা : বৃষ্টি ও প্রেম
লেখক : সুফিয়ান ইসলাম
তারিখ: ২০-০৯-২৫

20/09/2025

ভালবাসার অন্তরালে অস্থির....

দুপুর বেলা ঘুরতে আসলাম
20/09/2025

দুপুর বেলা ঘুরতে আসলাম

Hi
18/09/2025

Hi

18/09/2025

শুভ দুপুর

18/09/2025

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!ম্যাজিস্ট্রেট: তার মানে?চোর: গতকাল ম...
18/10/2024

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!

ম্যাজিস্ট্রেট: তার মানে?

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল..."আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"।
ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!

ম্যাজিস্ট্রেট: তারপর?

চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল..."এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।
মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!

চোর: ঘরে ঢুকেই শুনলাম..."ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।
বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম..."এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।
রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল..."আজি দখিন দুয়ার খোলা"।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।"

ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?

চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?"

#সুমি

17/10/2024
 #সন্ধ্যান_দিয়ে_সহযোগিতা_করুন #মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড থেকে গিয়াসনগর বাজার পর্যন্ত ডিউটি করে অলটাইম কোম্পানির এসআর অশোক...
10/09/2024

#সন্ধ্যান_দিয়ে_সহযোগিতা_করুন

#মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড থেকে গিয়াসনগর বাজার পর্যন্ত ডিউটি করে অলটাইম কোম্পানির এসআর অশোক ঘোষ আজ ১০ সেপ্টেম্বর বিকেলের দিকে কোম্পানির ৯০ হাজার টাকা উত্তোলন করার পর থেকে যোগাযোগ বিচ্চিন্ন ।

ছেলেটি হালকা পাতলা একটু পরিস্কার চেহারা নিচে তার ছবি দেয়া হলো যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে দেখতে পান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মোঃ মাহমুদুল হাসান
টিএসএম, মৌলভীবাজার।
মোবাইল - 01990-807050 / 01704-141426

#শেয়ার_করে_ছড়িয়ে_দিন_যাতে_পালাতে_না_পারে
#কোথাও পাওয়া গেলে আমার নাম্বার 01759-095025 নাম্বারেও জানানোর অনুরোধ করছি।

আমার স্বামী যখন সকালবেলা না খেয়ে অফিস চলে যাচ্ছিলো তখন আমি মেজাজ দেখিয়ে বললাম,-- " আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখ...
23/04/2024

আমার স্বামী যখন সকালবেলা না খেয়ে অফিস চলে যাচ্ছিলো তখন আমি মেজাজ দেখিয়ে বললাম,

-- " আমার হাতের রান্না তো এখন আর তোমার মুখে রোচে না।না খেয়েই চলে যাচ্ছো।কেউ কি অমৃত রান্না করে নিয়ে দাঁড়িয়ে আছে নাকি?যে বাড়ি থেকে আমার হাতের বি'ষ মুখে তোলা যায় না? "

আমার কথায় সেও মেজাজ দেখিয়ে বললো,

-- " সকালের রান্না শেষ করতে যদি দুপুর বানিয়ে দেও তাহলে কি আর খেয়ে যাওয়ার উপায় থাকে? নবাবজাদির তো সকাল আটটা না হলে ঘুম ভাঙে না। "

আমিও তেঁতো গলায় বললাম,

-- " দুইটা ছেলে মেয়ে আছে সেদিকে কি নজর আছে?তাদের সবকিছু তো আমাকে দেখতে হয়। একটু খাবারও কি বেড়ে খেতে পারো না তুমি? "

সে মুখ বেঁকিয়ে বললো,

-- " তোমার ঘ্যানঘ্যান শুনে অফিস যেতে আর ভালো লাগে না। "

আমি পিছন পিছন দৌড়ে বললাম,

-- " আরে টিফিন তো নিয়ে যাও। "

সে গাড়িতে উঠতে উঠতে বললো,

-- " আমার জন্য অমৃত নিয়ে বসে আছে।তোমার হাতের বিষ খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই।"

চোখের কোণের পানিটা মুছে বাড়ি ফিরে ছেলেমেয়েদের খেতে দিলাম।খাবারের গামলাতে দেখলাম তিন পিচ মাছ আর খানিকটা সবজি কম।তার টিফিনবাক্সটাও ঘরে কোথাও নেই।পাশে একটা প্লেটে আমার খাবারটাও ঢাকা দেওয়া। মুচকি হেসে নিজের কাজে চলে গেলাম। মানুষটা পারেও বটে। যাওয়ার আগে রোজ আমাকে রাগাতেই হবে।
সন্ধ্যা গড়িয়ে রাত হতে গেলো এখনো তার খোঁজ নেই৷কোথায় কি করে সৃষ্টিকর্তা ভালো জানে। এতো কিসের কাজ যে রাত ১১টা বেজে যাবে৷মেজাজটা আর ধরে রাখতে না পেরে কল দিয়ে বললাম,

-- " কোথায় এতো কাজ থাকে তোমার? "

সে হাসতে হাসতে বললো,

-- " দরজা খুলে দেও বউ। "

দরজা খুলতেই একটা মেয়েলি সুবাস নাকে এলো৷নাহ আর তো সহ্য হচ্ছে না আমার।রাগে ফুলতে ফুলতে বললাম,

-- " এতো রাতে গায়ে মেয়েদের পারফিউম লাগিয়ে বাড়ি কেন আসতে হয়েছে? সেখানেই থেকে যেতে। "

তিনিও আমার নাকের কাছে তার হাতটা এনে বললো,

-- " গা থেকে নয় হাত থেকে গন্ধটা আসছে। পারফিউম ভালো না হলে তো মহারাণীর পছন্দ হয় না। "

কথা বলে আমার হাতে একটা পারফিউম,একটা গোলাপ, কয়েকটা চকলেট আর একটা আইসক্রিম ধরিয়ে দিয়ে কানে কানে বললো,

-- " আজ কিন্তু আমি প্রথম কারাগারে বন্দি হয়ে ছিলাম।"

বলে আমাকে চোখ মেরে চলে যেতে যেতে বললো,

-- " খেতে দেন মেডাম ক্ষুধা লাগছে আমার৷ "

তার প্লেটে ভাপা ইলিশ দিলে বললো,

-- " বউ একটু খাইয়ে দিবে আমাকে? আমি জানতাম আজ তুমি ভাপা ইলিশ রান্না করবে।আমার পছন্দ বলে কথা। আমার বউ কি রান্না না করে পারে। "

আমি রাগী চোখে তাকালে হেসে বললো,

-- " কাজল দেওয়া চোখে মায়াটাই বেশি মানায়। আমি হাজারবার ওই চোখের প্রেমে পড়তে রাজি। "

আমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে এলাম।সে হেসে গড়াগড়ি দিচ্ছে আর বলছে,

-- " এতে এতো লজ্জা পেলে দুইটা ছেলে মেয়ে কোথা থেকে আসলো বউ? কি নির্লজ্জ রে বাবা।"

দিন শেষে এই নির্লজ্জটাই আমার সবকিছু।আমি আইসক্রিম চকলেট পছন্দ করি বলে ছেলে মেয়ে ঘুমালে বাড়ি আসতে হবে!মাঝে মাঝে আমাকে গোলাপফুল এনে দিবে।আসলেই আমি সুখী।😊
(সমাপ্ত)

Collected

Address

Sylhet
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার অন্তরালে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category