M.tv Bagha

M.tv Bagha একটি মানবিক পাঠশালা এবং নিউজ এজেন্সি...🖊️

21/07/2025

হে মহান রব
তুমি উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটে যাওয়া দুর্ঘটনার সমস্ত অসহায় মানুষদের হেফাজত করুন এবং তাদের ফ্যামিলির সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন 🥹🫡❤️

17/07/2025

ইসলাম শিখিয়েছে, খারাপ সময় চিরকাল থাকে না, আল্লাহ চাইলে সুদিন ফিরে আসবে। (ইনশাআল্লাহ)🤍

17/07/2025

তাকদিরে যা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে; আর যা লেখা আছে, তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে।😊

আজব বাংলাদেশ, দুর্বল ভাবে যাদেরকে দোষ চাপায় তাদেরকে। প্রিয় দেশ এবং বিদেশী বন্ধুরা আসল ঘটনা বের হয়ে আসছে। ""ময়নার মা ...
10/07/2025

আজব বাংলাদেশ, দুর্বল ভাবে যাদেরকে দোষ চাপায় তাদেরকে। প্রিয় দেশ এবং বিদেশী বন্ধুরা আসল ঘটনা বের হয়ে আসছে।
""ময়নার মা পরকিয়ায় জড়িত"" ময়নার চাচার সাথে গত ৩দিন আগে"" যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল" ঐদিন দুপুর বেলা মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না """ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য" ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে জুরে জুরে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন" দেখা গেল ময়না মরে না "'তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে লট ঢুকিয়ে দেই ""তখন ময়না মুহূর্তে মারা যান "তারপর তার চাচা মসজিদের হুজুরকে পাশানুর জন্য মসজিদে ময়না লাশ রেখে আসেন """জানতে পারলাম শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে
তাদের কি পরিমান বিচার হওয়া উচিত আওয়াজ তুলুন কমেন্টে লিখে প্রচার করুন ধন্যবাদ

সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার দরখাস্ত!  গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং সিলেট পুরান জেলখানা মসজিদের ...
10/07/2025

সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার দরখাস্ত!

গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের সাবেক ইমাম ও খতিব এবং সিলেট পুরান জেলখানা মসজিদের বর্তমান ইমাম ও খতিব শেখ সাব হুজুরের সাহেবজাদা মাওলানা আব্দুল মালিক সাহেব অসুস্থ। বর্তমানে তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, আপনাদের সবার নিকট দোয়া চেয়েছেন।

আল্লাহ তায়া’লা হযরতকে অসুস্থ নামক নেয়ামত থেকে সুস্থতা নামক নেয়ামত দান করুন, আমীন।

07/07/2025

ছেলে "বাবাকে" বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। নোটিশ এসেছে বাড়ি ছাড়ার।

তোমার রব কে..?🫵
06/07/2025

তোমার রব কে..?🫵

এই ভাইয়ের বয়স ১৯ বছর। এই বয়সেই তিনি সন্তানের জনক। অপারেশন থিয়েটারে নবজাতক সন্তানকে কোলে নিয়ে তিনি ছবি পোস্ট করেছেন। ভাই ...
05/07/2025

এই ভাইয়ের বয়স ১৯ বছর। এই বয়সেই তিনি সন্তানের জনক। অপারেশন থিয়েটারে নবজাতক সন্তানকে কোলে নিয়ে তিনি ছবি পোস্ট করেছেন। ভাই সম্ভব পটিয়া মাদরাসার ছাত্র।
গতবছর আরবের একটি ছবি ভাইরাল হয়েছিল। মাত্র ১৬ বছরের এক কিশোর বাবা হয়েছিলেন। নবজাতক সন্তানকে কোলে নিয়ে উঠানো ছবিটা সোশ্যালমিডিয়াসহ পুরো বিশ্বে খবরের শিরোনাম হয়েছিল।

জি হ্যাঁ, এটাই বিয়ের প্রকৃত বয়স। ইসলাম এই বয়সেই বিয়ে করতে বলে। এই বয়সে বিয়ে করলে যৌবন সেইভ থাকে। জীবন ফুলেফলে সুশোভিত হয়ে ওঠে।

শাইখ আলি তানতাবিকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের বয়স কখন? তিনি জবাবে উল্টা প্রশ্ন করেছিলেন, মানুষ খায় কখন? মানুষ তো তখনই খায়, যখন তার ক্ষুধা লাগে।

এমনিভাবে মানুষ তখনই বিয়ে করবে, যখন তার মাঝে যৌনক্ষুধা দেখা দেয়। ক্ষুধা মিটে যাওয়ার পরে খাওয়ার তো কোনো মানে হয় না।

— আইনুল হক কাসিমী (হাফি.)

05/07/2025

_𝐅𝐚𝐧 𝐎𝐟 হযরত মুহাম্মদ (সাঃ)🩷

একটি দোয়ার দরখাস্তবাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদীস মাদ্রাসা'র উস্তায, বাঘা ইউনিয়নের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়...
04/07/2025

একটি দোয়ার দরখাস্ত

বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদীস মাদ্রাসা'র উস্তায, বাঘা ইউনিয়নের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ, দুনিয়া বিমুখ এক একজন আলীম,আত্নশোদ্ধির সাধক, আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা ক্বারী এমদাদুর রহমান হাফি: বেশ কয়েক দিন যাবৎ অসুস্থ। আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত শিফায়ে কামেলা দান করুন। আমীন

03/07/2025

পুরুষ মানুষ! জমিনের মতো, যতদিন ফসল দিবে, ততদিন মূল্য থাকবে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when M.tv Bagha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share