M.tv Bagha

M.tv Bagha ✍️ সংবাদকর্মী ✍️
মানুষ ও প্রকৃতি ভালবাসি। অন্যায়, অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে লিখি এবং কথা বলি।✊

🌨️ তুষারঝড়ের প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক পোস্ট *  M.tv Bagha  *❄️শীত নিঃসন্দেহে সুন্দর একটি ঋতু, কিন্তু আমরা যদি প্রস্ত...
24/10/2025

🌨️ তুষারঝড়ের প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক পোস্ট * M.tv Bagha *❄️
শীত নিঃসন্দেহে সুন্দর একটি ঋতু, কিন্তু আমরা যদি প্রস্তুত না থাকি তবে এটি বিপদজনকও হতে পারে।
একটি তুষারঝড় (Snowstorm) বিদ্যুৎ বিভ্রাট, সরক দুর্ঘটনা এবং জরুরি সাহায্যে বিলম্ব ঘটাতে পারে।
তাই আসুন আমরা সবাই প্রস্তুত হই — নিরাপদে, উষ্ণভাবে এবং সংযুক্ত থাকি এই শীত পার করার জন্য।

⚠️ তুষার সতর্কতার ধরনসমূহ:
🌬️ Winter Weather Advisory: হালকা তুষারপাত বা বরফ — ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে।
🌨️ Winter Storm Watch: বড় ধরনের ঝড়ের সম্ভাবনা — সতর্ক থাকুন ও প্রস্তুতি নিন।
❄️ Winter Storm Warning: গুরুতর তুষারপাত, বরফ বা প্রবল বাতাস চলছে বা আসন্ন — ঘরে থাকুন ও নিরাপদে থাকুন।

🧊 তুষারঝড়ের করণীয় তালিকা (Snowstorm To-Do List):

🏠 বাড়ির প্রস্তুতি:
✅ বাড়ির ইনস্যুরেন্স কভারেজ চেক করুন ও প্রয়োজন হলে আপডেট করুন।
✅ বাড়ির নাম্বারটি যেন জরুরি সেবাদানকারীদের কাছে দৃশ্যমান থাকে তা নিশ্চিত করুন।
✅ খাদ্যসামগ্রী মজুত রাখুন (বিশেষ করে যেগুলো নষ্ট হয় না)।
✅ মোমবাতি, লাইটার, টর্চলাইট প্রস্তুত রাখুন।
✅ লবণ ও স্নো সাভল হাতের কাছে রাখুন।
✅ জরুরি ওষুধ ও ফার্স্ট এইড কিট ঘরে রাখুন।
✅ কিছু নগদ টাকা রাখুন — বিদ্যুৎ গেলে এটিএম নাও কাজ করতে পারে।
✅ ক্যানজাত খাবার ও ক্যান ওপেনার রাখুন।
✅ জেনারেটর চালানোর নিয়ম শিখুন এবং পরিবারের সবাইকে শেখান।
✅ জানালা-দরজা সিল করে রাখুন; এক ঘর উষ্ণ রাখুন ও সবাইকে একত্রে রাখুন।
✅ পোর্টএবল হিটার ও পর্যাপ্ত গ্যাস বা প্রোপেন রাখুন।
✅ মোবাইল সম্পূর্ণ চার্জ রাখুন এবং পাওয়ার ব্যাংক মজুত রাখুন।
✅ কম্বল, দস্তানা, বুট, স্কার্ফ ও হ্যান্ড গ্লভস প্রস্তুত রাখুন।
✅ প্রয়োজনে জানালায় আলো বা সাইন দিন সাহায্যের সংকেত হিসেবে।
✅ বাড়ির কাছের ফায়ার হাইড্রেন্টের চারপাশের বরফ সরিয়ে দিন।

🚗 গাড়ির প্রস্তুতি:
🚘 ঝড়ের আগে ট্যাংক ভর্তি করে নিন।
🚘 গাড়ি শীতের উপযোগী কিনা চেক করুন — অ্যান্টিফ্রিজ, টায়ার, ব্রেক, হিটার ইত্যাদি।
🚘 জাম্পার কেবল, টর্চলাইট, বরফ স্ক্র্যাপার ও স্নো সাভল রাখুন।
🚘 কম্বল, দস্তানা, ভারি বুট ও গ্লভস রাখুন।
🚘 এনার্জি ফুড ও পানির বোতল রাখুন।
🚘 মোবাইল চার্জ রাখুন ও পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।
🚘 গাড়ি আটকে গেলে এক্সহস্ট পাইপের বরফ পরিষ্কার করুন — কার্বন মনোক্সাইডের ঝুঁকি এড়াতে।
🚘 রোডসাইড সহায়তার জন্য AAA মেম্বারশিপ রাখুন।
🚘 উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড মজুত রাখুন।

📞 যোগাযোগ ও সামাজিক সহায়তা:
💬 প্রতিবেশিদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করুন দ্রুত আপডেটের জন্য।
📞 স্থানীয় জরুরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখুন — কোথায় আশ্রয়কেন্দ্র বা উষ্ণ কেন্দ্র আছে জেনে নিন।
🪪 সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখুন।
📍 দীর্ঘ সময়ের জন্য কোথাও গেলে প্রতিবেশী বা আত্মীয়কে জানান।

🙏 শেষ কথা:
মনে রাখুন, আজকের প্রস্তুতি আগামীকাল জীবন বাঁচাতে পারে।
নিরাপদে থাকুন, সচেতন থাকুন, একে অপরের পাশে থাকুন।
মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ও হেফাজতে রাখুন। 🤲


🌨️ Snowstorm Preparedness Awareness Post ❄️

Winter is undoubtedly a beautiful season, but if we’re not prepared, it can also become dangerous.
A snowstorm can cause power outages, road accidents, and delays in emergency services.
So let’s all get ready — to stay safe, warm, and connected throughout this winter.

⚠️ Types of Winter Weather Alerts:
🌬️ Winter Weather Advisory: Light snow or ice — travel may be risky.
🌨️ Winter Storm Watch: Possibility of a major storm — stay alert and prepare.
❄️ Winter Storm Warning: Heavy snow, ice, or strong winds occurring or imminent — stay indoors and stay safe.

🧊 Snowstorm To-Do List:

🏠 Home Preparation:
✅ Check your home insurance coverage and update if needed.
✅ Ensure your house number is visible for emergency responders.
✅ Stock up on non-perishable food items.
✅ Keep candles, lighters, and flashlights ready.
✅ Have salt and a snow shovel handy.
✅ Store emergency medicines and a first-aid kit.
✅ Keep some cash — ATMs may not work during power outages.
✅ Have canned food and a can opener.
✅ Learn how to operate your generator and teach your family as well.
✅ Seal windows and doors; keep one room warm and everyone together.
✅ Keep a portable heater and enough gas or propane.
✅ Keep your phone fully charged and store extra power banks.
✅ Prepare blankets, gloves, boots, scarves, and hand warmers.
✅ If needed, place a light or signal by the window as a sign for help.
✅ Clear snow around nearby fire hydrants.

🚗 Vehicle Preparation:
🚘 Fill up your gas tank before the storm.
🚘 Check if your car is winter-ready — antifreeze, tires, brakes, heater, etc.
🚘 Keep jumper cables, flashlight, ice scraper, and snow shovel.
🚘 Carry blankets, gloves, boots, and warm clothing.
🚘 Keep energy snacks and bottled water.
🚘 Keep your phone charged and carry a power bank.
🚘 If your car gets stuck, clear the exhaust pipe to prevent carbon monoxide buildup.
🚘 Have a AAA or roadside assistance membership.
🚘 Refill your windshield washer fluid.

📞 Communication & Community Support:
💬 Create a WhatsApp group with neighbors for quick updates.
📞 Stay in touch with local emergency officials — know the locations of shelters or warming centers.
🪪 Always carry identification with you.
📍 If leaving home for a long time, inform a neighbor or relative.

🙏 Final Note:
Remember — today’s preparation can save a life tomorrow.
Stay safe, stay aware, and support each other.
May Almighty Allah keep everyone safe and protected. 🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপর এখলাছপুর নিবাসী জনাব,মৃত দলা মিয়া সাহেবের বড় ছেলে হাছির মিয়া সাহেব আজ দুপুর ...
19/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উপর এখলাছপুর নিবাসী জনাব,মৃত দলা মিয়া সাহেবের বড় ছেলে হাছির মিয়া সাহেব আজ দুপুর ২:৪০ মিনিটের সময় ইন্তেকাল হইয়াছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা বাঘা এখলাছপুর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সুসম্পন্ন করা হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
আল্লাহ পাক যেন মরহুম কে জান্নাতুল ফেরদাউস্ এর উচ্চ মাকাম দান করেন আমিন।

আলহামদুলিল্লাহ আগামী কাল প্রাণ প্রিয় প্রতিষ্ঠান এর দোয়ায়ী জলসা আল্লাহ পাক যেন জলসাকে ভরপুর সফলতা দান করেন আমীন 🤲
14/10/2025

আলহামদুলিল্লাহ আগামী কাল প্রাণ প্রিয় প্রতিষ্ঠান এর দোয়ায়ী জলসা আল্লাহ পাক যেন জলসাকে ভরপুর সফলতা দান করেন আমীন 🤲

05/10/2025

তুমি মুসলমান হয়ে হিন্দুদের দুর্গাপূজায় কিভাবে গেলা।🥺

23/09/2025

যাদের জন্ম সাল ২০০০ থেকে ২০০৮ আমরাই শেষ জেনারেশন যাদের সাইকেল একটা সখ ছিল।❤️

17/09/2025

একটা বয়সের পর ছেলেদেরকে আর সুস্থতার কথা জিজ্ঞেস করা হয় না! তাদের জিজ্ঞেস করা হয় কি চাকরি করেন, আর মাসে কত কামান!🙂

08/09/2025

রিজিক শুধু টাকা না, সঠিক মানুষ, হালাল সম্পর্ক, মানসিক শান্তি এই সব ও আল্লাহর দেয়া রিজিক।❤️

06/09/2025

এ সমাজে শিক্ষা নয় টাকাই আসল পরিচয়! ডিগ্রি থাকে কাগজে, কিন্তু আসল পাওয়ার থাকে ব্যাংকের ব্যালেন্সে।❤️

যেখানে মা*দ*ক সেখানেই প্রতিবাদ ✊আসছে আগামী ২৮/০৮/২০২৫ইং বৃহস্পতিবার বাঘা পরগনা বাজারে মা'দ'ক সেবনকারীদের বিরুদ্ধে এক প্র...
24/08/2025

যেখানে মা*দ*ক সেখানেই প্রতিবাদ ✊
আসছে আগামী ২৮/০৮/২০২৫ইং বৃহস্পতিবার বাঘা পরগনা বাজারে মা'দ'ক সেবনকারীদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

20/08/2025

"অর্থ আর স্বার্থ, পৃথিবী জুড়ে এখন এদের'ই রাজত্ব....! টাকা থাকলে দুনিয়া কেনা যায়। আর টাকা না থাকলে মানুষ চেনা যায়।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when M.tv Bagha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share