
17/12/2024
নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম । পড়াশুনার
ধরনটা বলি । কলেজ থেকে এসে সে ঘুমাতো । এরপর
রাতের ডিনার করে পড়তে বসতো । ড্রয়ারে থাকতো ৩০/
৩৫ বিভিন্ন ধরনের কলম । বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল
। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল । কলেজ
লেভেলের সবগুলা বই সুন্দর করে বাধাই করে নতুন মলাট
করা । প্যাকেট ভর্তি দামী ইরেজার ।
এই মানুষটা পড়ত আর লিখতো । লিখতো আর পড়তো ।
বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসতো ।
এভাবে চলতো সারা রাত । খালি কলমগুলো পড়ে থাকতো
টেবিলের পাশে । দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে
জমতো ।
এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত
কারনে সে বুয়েট ,ঢাবি , জাবি ,রাবি ,চবি থেকে শুরু করে
কোথাও চান্স পায় নি । আমি আজও হিসাব মেলাতে পারি
না কেন সে চান্স পায় নি । কি এমন বাকি ছিল যা সে করে
নি ? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো ?
এখন সে কি করে জানেন ?
সে কোন পড়াশুনাই করে না । একটা বেসরকারী ভার্সিটি
থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোন রকমে আছে । আগের
সেই তেজ নাই । নটরডেমিয়ান বলে আলাদা কোন ভাবও
নাই ।
আরেকটা ছেলে ।
SSC তে এভারেজ রেজাল্ট ।
ইন্টারে এ মাইনাস ।
কোন রকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে ।
এরপরেরটা ইতিহাস । ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট ।
অনার্সে ফাস্ট । মাস্টার্সে ফাস্ট । বাইরের কোন নামী দামী
ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোন ইস্যু না ।
চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ভাই ছিল ।
কোন রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে
এসে এপ্লাইডে ভর্তি হয়েছে । বাকিটা ইতিহাস । ডিপার্টমেন্টে
রেজাল্ট 3.89 !!!
( নামটা ভুলে গেছি । কেউ চিনলে আমাকে বলে দিয়েন )
আবার এরকমও আছে ।
ক্যাম্পাসে সুপার রেজাল্ট । চাকুরীর পরীক্ষায় কোন
সফলতা নাই । তিন বছর ধরে বেকার । লোকে এখন সন্দেহ
করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক ?
দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে । অথচ
মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে না ।
অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে । এক
চান্সেই MBBS পাশ করে ফেলেছে ।
এর নাম জীবন ।
একবার গ্রাফটা থাকে উপরে । আবার কখনো থাকে
তলানীতে । একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব
কম মানুষই । কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা
ডায়মন্ড । একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে
। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন
আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন ।
ধৈর্য রাখুন ।