20/05/2025
A2Z ESPORTS stands for fairness, not favoritism.
We back every mobile player grinding hard to earn their spot in Free Fire esports—no shortcuts, no special treatment. Rising squads and underdogs deserve just as much of a chance as the big names.
Invited slots and PC players in mobile tournaments? That’s not competition—it’s compromise. We demand a level playing field where skill decides the outcome, not setup.
Let esports grow—with integrity. Let Bangladesh rise—with pride.
A2Z ESPORTS পক্ষপাত নয়, চায় ন্যায্যতা।
আমরা প্রতিটি মোবাইল প্লেয়ারকে সমর্থন করি যারা কঠোর পরিশ্রম করে Free Fire ইস্পোর্টসে নিজের জায়গা করে নিতে চায়—কোনো শর্টকাট নয়, কোনো বিশেষ সুবিধাও নয়। রাইজিং স্কোয়াড আর আন্ডারডগরাও বড় দলের মতোই সুযোগ পাওয়ার অধিকার রাখে।
মোবাইল টুর্নামেন্টে ইনভাইটেড স্লট আর পিসি প্লেয়ার? এটা প্রতিযোগিতা নয়, এটা অন্যায় সুবিধা। আমরা চাই এমন একটা মাঠ, যেখানে জয় নির্ধারিত হবে দক্ষতায়, না যে কার সেটআপ কত ভালো।
ই-স্পোর্টস এগিয়ে যাক নীতির সঙ্গে, আর বাংলাদেশ এগিয়ে যাক গর্বের সঙ্গে।