Ahmed Marjan 2.0

Ahmed Marjan 2.0 Welcome to my personal fb page. if u face any kind of social issue,dont be hesitate feelfree message me �

অহ আচ্ছাসবই মাওলার ইচ্ছা।
21/08/2025

অহ আচ্ছা
সবই মাওলার ইচ্ছা।

26/03/2023

অপমানিত স্থানে কখনো দ্বিতীয় বার ফিরবেন না, যোগাযোগের তৃষ্ণায় শেষ হয়ে যাবেন তবুও যোগাযোগ করবেন না।🥀

Afsus...
11/03/2023

Afsus...

প্রিয়সী,আমরা যে ভালোবাসাটা চেয়েছিলাম, সেটা কি পেয়েছি? আমরা যে-ভাবে একে অন্যকে ভালোবাসতে চেয়েছিলাম, সে-ভাবে কি ভালোবাসতে ...
07/01/2023

প্রিয়সী,
আমরা যে ভালোবাসাটা চেয়েছিলাম, সেটা কি পেয়েছি? আমরা যে-ভাবে একে অন্যকে ভালোবাসতে চেয়েছিলাম, সে-ভাবে কি ভালোবাসতে পেরেছি? আমরা কেবল হেরে গেছি বাস্তবতা নামক স্বার্থের নোংরা অজুহাতে কাছে, সমাজের কাছে, মানুষের কাছে, অতঃপর নিজের কাছে। হেরে যেতে যেতে নিজের ইচ্ছেটাকেই হারিয়ে ফেলি। নতুন কিছু করার ইচ্ছে। নতুন কিছুকে সৃষ্টি করার ইচ্ছে। আমাদের অদম্য ইচ্ছে ছিলো অনেক পথ যাওয়ার কিন্তু সময়ের স্রোতে শুধু সেটায় দিনকে দিন ধুলো পড়েছে। আমরা ভুলে গেছি। একে অন্যের কাছে পুরনো হয়ে গেছি। এটা কিন্তু হওয়ার কথা ছিলো না, প্রিয়সী!

রাত কেটে গেছে উদযাপন ও শেষ হবে, ক্লাব ফুটবল ফিরবে আবার ব্রাজিলিয়ান প্লেয়ার'রা রাজত্ব করবে! ৪ বছর পর ফেভারিট হিসেবে আসবে ...
19/12/2022

রাত কেটে গেছে উদযাপন ও শেষ হবে, ক্লাব ফুটবল ফিরবে আবার ব্রাজিলিয়ান প্লেয়ার'রা রাজত্ব করবে! ৪ বছর পর ফেভারিট হিসেবে আসবে সেই হাওয়ায় উড়তে উড়তে ডেডিকেশন ভুলে গিয়ে দেশীয় কোচের ভুলভাল ট্যাকটিসে হেরে বিদায় নিতে হবে!
আর আমরা বলবো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ..
অথচ সবচাইতে বেশিবার ভাগ্য খারাপ বলা টিমের ফ্যান্সরাও আজকে জীবনের শ্রেষ্ঠ রাত পেয়ে গেলো...✨

ঘুমাও সিবিএফ..
উড়ে যাও ব্রাজিলিয়ানরা ক্লাবেই,
ডেডিকেশন থাকলে কোচ লাগেনা ট্যাক্টিস লাগেনা
ভুল করেও ম্যাচ জেতা যায়! 👑

এরকম একটা রাত তো আমরাও ডিজার্ব করি!! 🙂🇧🇷

সাফল্যের জন্যচরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। ❤️❤️
17/12/2022

সাফল্যের জন্য
চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। ❤️❤️

Cristiano Ronaldo ছবি যখন কথা বলে😅১৮ বছর ধরে যে মানুষটা পর্তুগালকে পিঠে বয়ে বেড়ালো সেই মানুষটাই আজ পর্তুগালের বোঝা,বাছাই...
10/12/2022

Cristiano Ronaldo ছবি যখন কথা বলে😅
১৮ বছর ধরে যে মানুষটা পর্তুগালকে পিঠে বয়ে বেড়ালো সেই মানুষটাই আজ পর্তুগালের বোঝা,বাছাইপর্বে যে মানুষটা পর্তুগালকে টেনে বিশ্বকাপের মঞ্চে উঠালো সেই মানুষটি আজ বেঞ্চে বসা, রোনালদো কে অনেকেই ঘৃণা করতে পারে কিন্তু ব্যক্তি জীবনে সে একজন খুবই ভালো মানুষ,ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে কথা বলে ইসরায়েলকে ঘৃণা করে বলে মেসির মত এই মানুষটি পশ্চিমা বিশ্বের নিউজে হাইলাইট হয়না।মানবতার দিক দিয়ে সবার উর্ধ্বে সিরিয়া থেকে লিবিয়া ফিলিস্তিন ও নেপালের জন্যে তার মন কাঁদে,সাত জনমেও এমন একটা মানুষ হবে কিনা আমার জানা নেই।
ছবিটা প্রমাণ করে দেয় যে খারাপ সময় আসলে মানুষ তোমার উপকারের কথাও ভুলে যাবে।

কথা ছিল শিরোপা উঁচিয়ে বিদায় নেওয়ার।কিন্তু বিদায় নিতে হলো হাতজোড় করে ক্ষমা চেয়ে ফুটবলের নিপাট ভদ্রলোকের!🥺আন্ডাররেটেড হয়েই...
10/12/2022

কথা ছিল শিরোপা উঁচিয়ে বিদায় নেওয়ার।
কিন্তু বিদায় নিতে হলো হাতজোড় করে ক্ষমা চেয়ে ফুটবলের নিপাট ভদ্রলোকের!🥺
আন্ডাররেটেড হয়েই বিদায় নিতে হলো, গ্রেটেস্ট আর হওয়া হলোনা, ভাগ্যবিধাতাও হতে দিলোনা!🥺
শত বছরে এমন ডিফেন্ডার ফুটবল দুনিয়া আর দেখবেনা যিনি কার্ড হজম করা লাগেনা, রাফ ট্যাকেল ও করা লাগেনা অপনেন্টকে নিজের জাদুকরী প্রতিভায় আটকে রাখতেন।

বিদায় লিজেন্ড থিয়াগো সিলভা!❣️💔

এই হাসি যে কতোটা মুল্যবাদ তা শুধু উয়েভারটনই জানে। তিতের কাছ থেকে লাইফের সেরা ১০ টা মিনিট গিফট পেলো সে। 🥰💖অন্য দেশের ২য় গ...
06/12/2022

এই হাসি যে কতোটা মুল্যবাদ তা শুধু উয়েভারটনই জানে। তিতের কাছ থেকে লাইফের সেরা ১০ টা মিনিট গিফট পেলো সে। 🥰💖

অন্য দেশের ২য় গোলকিপারই সুযোগ পায় না সেখানে তিতে তৃতীয় গোলকিপারকেই মাঠে নামিয়ে দিলো। 💝

Address

Sylhet
Sylhet

Telephone

+966577283060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Marjan 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Marjan 2.0:

Share