Rubaiyat Rupa

Rubaiyat Rupa ⓒⓞⓝⓣⓔⓝⓣ ⓒⓡⓔⓐⓣⓞⓡ

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে। সবাই দেখলাম ভিডিও শেয়ার...
30/08/2025

সৌদি আরব থেকে স্বামী আসতেছে। মহিলা রিসিভ করতে গেছে এয়ারপোর্ট। আগেও ২ বার আসছে। মহিলা সেঁজে গেছে।
সবাই দেখলাম ভিডিও শেয়ার করে মহিলার সাঁজ কে ছোট করতেছে।

নিজেদের লিবারেল দাবী করে অন্যকে ছোট করা এখনকার সময়ে ফ্যাশন হয়ে গেছে। মহিলার স্বামীর জন্য সেঁজেছে। ক্ষ্যা 'ত হোক, অসুন্দর হোক তারপরেও সে তার স্বামীর জন্য সেঁজেছে। আপনাদের দেখাতে তো সাঁজেনি। তার স্বামী হয়তো এভাবে সাঁজ ই পছন্দ করে, তাকে এভাবেই দেখতে পছন্দ করে। আপনার সেভাবে ইচ্ছা সাঁজেন, আপনাদের কেউ মানা করেনি। কিন্তু উনাকে নেগেটিভ কথা বলতেছেন কেনো!!!

তার স্বামী আসতেছে এতোদিন পর, উনি সেঁজে এসেছে রিসিভ করতে ব্যাপার টা কত সুন্দর।

চীন সফরের নাম শুনলেই বুকটা কা-ই-প্পা উঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। জিয়াউর রহমানের শেষ বিদেশ সফর ...
28/08/2025

চীন সফরের নাম শুনলেই বুকটা কা-ই-প্পা উঠে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ বিদেশ সফর ছিল চীন। জিয়াউর রহমানের শেষ বিদেশ সফর ছিল চীন।
ক্ষ-ম-তা-চ্যু-ত হওয়ার আগে এরশাদের শেষ বিদেশ সফর ছিল চীন।
ক্ষ-ম-তা*চ্যু-ত হওয়ার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শেষ বিদেশ সফর ছিল চীন।
ক্ষ-ম-তা-চ্যু-ত হওয়ার আগে শ্রীলংকার রাজাঁপাক্শের শেষ বিদেশ সফর ছিল চীন।।
না এমনিই দিলাম আরকি।ঐতিহাসিক চীন সফর তার ঐতিহ্য ধরে রাখুক।🤌

সবাই দেখলাম তানভীর রাহিকে বন্ধু হিসেবে কুলাঙ্গার ট্যাগ দিয়ে দিচ্ছেন, না মানে আপনি তার জায়গায় থাকলে বা আমি তার জায়গায...
26/08/2025

সবাই দেখলাম তানভীর রাহিকে বন্ধু হিসেবে কুলাঙ্গার ট্যাগ দিয়ে দিচ্ছেন, না মানে আপনি তার জায়গায় থাকলে বা আমি তার জায়গায় থাকলে ঠিক একই কাজ করতাম..!

কারণ আমার কিংবা আপনার বন্ধু যখন ক্ষমতায় থাকাকালীন দিনের পর দিন আপনার পিছনে বাঁশ দিবে, তার গোলাম বানায়া রাখবে আপনাকে, তার বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার গায়ে হাত তুলবে, আপনাকে রীতিমতো মানুষ মনে করবে না সামান্য একটা গোলাম ছাড়া, সবার সামনে অপমান অপদস্থ করবে আর আপনার কি ধারনা আপনি কিংবা আমি যখন একটা সুযোগ পাবো আমার উপর যে অমানবিক আচরণ করেছে তার জন্য তাকে কিছুটা শাস্তি দেয়ার তখন সেই এই সুযোগ ছেড়ে দিব...??? সত্যি কি ছেড়ে দিতেন...?

রাহি কোন বেইমান বন্ধু বলে আমার মনে হয় না, সে আপনার আমার মতই একটা বন্ধু ছিল যার সাথে ক্ষমতা থাকাকালিন অমানবিক আচরণ করতে করতে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে যার ফলশ্রুতি এখন তাওহিদ আফ্রিকা বেইমানি পেয়েছে..!
😊
তাই যারা বন্ধুত্বের বড় বড় লেকচার দিচ্ছেন একটু সোজা হয়ে নড়েচড়ে বসেন আপনার পেছনে বাঁশ দিতে থাকা বন্ধুকে আপনি যদি সুযোগ পেতেন আপনিও ছাড়তেন না..! আর আল্লাহতালা ও ছাড়দেন ছেড়ে দেন না...!

যে যাই বলেন ভিডিও টা দেখে তৌহিদ আফ্রিদির বউয়ের জন্য আমার অনেক খারাপ লাগতাছে!  তৌহিদ আফ্রিদি কে যখন গ্রেফ'তার করে নিয়ে ...
25/08/2025

যে যাই বলেন ভিডিও টা দেখে তৌহিদ আফ্রিদির বউয়ের জন্য আমার অনেক খারাপ লাগতাছে! তৌহিদ আফ্রিদি কে যখন গ্রেফ'তার করে নিয়ে যাচ্ছিল তখন তার বউ কা'ন্না করছে আর বলতাছে যে ওকে টানবেন না, ওর সাথে আমি যাবো! পিছন থেকে কে যেন বলতেছে আমি যাচ্ছি তুমি বাসায় যাও, উত্তরে তৌফিক আফ্রিদির বউ বলছে না আমি যাবো! বলতে বলতে বাসার নিচে চলে আসে!

আসলে নিজের স্বা'মীকে পু'লিশ ধরে নিয়ে যাবে এটা কোনো মেয়েই হয়তো চাইবে না! আর এটা হয়তো স'হ্য করার মতো ও না!

তৌহিদ আফ্রিদির কিন্তু জনপ্রিয়তা কম ছিলো না, তার কর্মফল তাকে আজকে এখানে নিয়ে আসছে! কথায় আছে না? মানুষ তার কর্মফল পাবেই, আজকে না হয় কাল, কাল না হয় দুইদিন পর, দুইদিন পর না হয় একযুগ পর!🥹

সবশেষে একটা কথা টাকা, পরিচিতি আর প্রিয়জন সবসময় আপনাকে র'ক্ষা করতে পারবেনা! এসব ক্ষণস্থায়ী! আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে!💔🥹

বন্ধু যখন শ'ত্রু তার জলজ্যা'ন্ত উদাহারন হলো তৌহিদ আফ্রিদির চা'মচা রাহি!আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে,ঠি...
25/08/2025

বন্ধু যখন শ'ত্রু তার জলজ্যা'ন্ত উদাহারন হলো তৌহিদ আফ্রিদির চা'মচা রাহি!

আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করে,ঠিক সেদিন রাতেই আফ্রিদি পা'লিয়ে নোয়াখালী চলে যায়।সেখানে গিয়ে উঠে তার এক কালের ঘনিষ্ঠ চা'মচা রাহির বাসায়।

কিন্তু মজার বিষয় এই রাহি গোপনে সব তথ্য বাহিরে পা'চার করতেছিলো তার অবস্থান তার পরবর্তী প্লানিং।

যখন তৌহিদ আফ্রিদি বিষয়টা আচ করতে পারে ঠিক তখন আবার নোয়াখালী থেকে পালিয়ে বরিশাল আসে।কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।রাহি দেশের একজন সুনামধন্য সাংবাদিককে সব ইনফো দিয়ে দেয় তার উদ্যোগ শেষ পর্যন্ত আফ্রিদিকে বরিশাল থেকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি।।

সবসময় এটাই মনে রাখবেন এই দুনিয়াতে কেউ কারো না আপনি যাকে ঘনিষ্ঠ বন্ধু ভেবে চলতেছেন দিন শেষে সেও আপনার পিছন মার'রতে এক সেকেন্ড টাইমও নিবে না...

23/08/2025

জানি না মানুষ কিভাবে রং বদলায়। আমি আগেও কালো ছিলাম, এখনো কালো ই আছি।

23/08/2025

সোফা কিনতে গেছি ১ দোকানে। দোকানদার ১টা সোফা দেখায়ে বললো, এই সোফায় কোনো সমস্যা ছাড়া ৩ জন আরামে বসতে পারবে।

ভালো prlm এ পড়লাম!

কোনো সমস্যা ছাড়া ৩ জন লোক দুনিয়ার কোথায় খুজে পাই বলেন তো!🙂

আমার এক চাচি (আপন না)ছেলে বিয়ে করানোর কয়দিন পর আবার মেয়ে ও বিয়ে দিছে, তো চাচির ছেলে ও সৌদি থাকে আবার মেয়ের জামাই ও সৌদি ...
22/08/2025

আমার এক চাচি (আপন না)
ছেলে বিয়ে করানোর কয়দিন পর আবার মেয়ে ও বিয়ে দিছে, তো চাচির ছেলে ও সৌদি থাকে আবার মেয়ের জামাই ও সৌদি থাকে।

তো বিষয় সেটা না, বিদেশ থাকতেই পারে। 🙂

তো কয়েকদিন আগে মেয়ের জামাই বিদেশ চলে গেছে, মেয়েকে নিজের হাতে মোবাইল এবং বিকাশ খুলে দিয়ে গেছে যেন বউয়ের কাছে খরচ পাটাতে পারে।
এদিকে চাচি মেয়েকে বলতেছে তোরে যে বিকাশ করে দিয়ে গেছে এই কথা তোর ভাবি কে বলিছ না, তাহলে তোর ভবিও তোর ভাই কে বলবে বিকাশ করে দিতে। 🫣

তো এই কথা আবার আমার আম্মার সাথে বলতেছে, তো আম্মা আবার বলতেছে তোমার মেয়ে যেমন তার জামাইয়ের থেকে হাতখরচ পাওয়ার অধিকার আছে তোমার ছেলের বউ কি তোমার ছেলের থেকে হাতখরচ পাওয়ার অধিকার নাই?
তোমার মেয়ে তোমার পেট থেকে হইছে তাই তোমার দরদ, তো তোমার ছেলের বউ কি কোনো মায়ের পেট থেকে হয় নি?

তো আবার চাচি বলে, কেন ছেলের থেকে নিবে, আমার কাছ থেকে নিবে, আমি হিসেব করে দিবো।
তো আম্মা আবার বলতেছে তো তোমার মেয়েকে ও বলো তার শাশুড়ীর থেকে নিতে।🫠
আবার চাচি বলে, আমার মেয়ের জামাই তো ইচ্ছে করে দিবে, আমার ছেলে কি দিবে নাকি, আম্মা বলতেছে তোমার ছেলে দিলে কি তুমি দেখবা নাকি? চাচি বলে আমি দেখবোই আগে ঘরে কত টাকা পাঠাইছে, আর এখন কত পাঠা।🙃 (আর ও অনেক কথা)
পরে আম্মা বলতেছে বড় ছেলের বউ ও যেমন আলাদা হয়ে গেছে এইডা ও বেশি দিন থাকবে না তোমার সাথে।।

আবার আম্মা কে জিজ্ঞেস করে তোর বউকে কি বিকাশ করে দিছোস নাকি?
আম্মা বলতেছে আমার বউ নিজের ইচ্ছে মতো কাপড় কিনে কাপড় বানা, আমার ছেলে কত পাঠালো সেটা আমি জানি ও না, যেমন করে আমার মেয়েকে তার জামাই দে,তেমন করে আমার ছেলেও তার বউরে দে।
এর পর থেকে আমার আম্মা ভালো না উনার কাছে, 😃

এতদিন গার্লস গ্রুপ গুলোতে অনেক আপুদের থেকে শুনতাম এসব কাহিনী আর আজ আমাদের বাড়িতেই ঘটছে।😆😆
নিজের চোখে দেখলাম।

©️©️©️

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, 😥তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অন...
22/08/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, 😥
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে!
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

বেঁচে থাকার জন্য আপন মানুষের, হাত অনেক দামী!! 😭😭😭😭😭

21/08/2025

গুলিস্তানে ভিড়ের মধ্যে হাটতেছি । হঠাৎ ফোনে কল আসলো । ধরতে গিয়ে খেয়াল করলাম আমার পকেটে আরেকজন এর হাত । অবাক হয়ে তাকিয়ে ছিলাম লোকটার দিকে । ১০ সেকেন্ড দুজন অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলাম । হঠাৎ লোকটা একটা মলিন হাসি দিলো দিয়ে বলল
-ভাই আপনার ফোন আসছিল ভাবলাম এত ভিড়ে ফোন বের করতে কষ্ট হবে তাই আরকি একটু সাহায্য করতেছিলাম ।
এই বলে ফোনটা আমার হাতে দিলো ।
আমার চোখে পানি চলে আসলো আমি কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরলাম বললাম
- আপনার মত সবাই ভাবে না আমার জন্য । চা খাবেন ?
- না ভাই সাহায্য এর বদলে কিছু নিলে পাপ হয় । আজ আসি অন্য একদিন দেখা হবে ।

তাকে বিদায় দিয়ে আসার সময় আকাশের দিকে তাকিয়ে ভাবলাম মানুষ শুধু শুধুই গুলিস্তান নিয়ে উল্টা পাল্টা কথা বলে । এদের কি তারা দেখে না । সমাজটাই খারাপ🙂

21/08/2025

'গল্পের নাইকারা হয় রুপবতী,
গুনবতী,সুন্দরী, কেশবতী.. 😊

গল্পের পাঠিকারা রাত জেগে
উপন্যাস পড়তে পড়তে হয়ে যায়
কালীবতী, টাকলাবতী,
'~ডার্কসার্কেলবতী ~'
😅😅

বাবা মা বলল,বৌ টা ম/রে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!ছেলের আর টাকা খরচ হবে না।কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের ...
21/08/2025

বাবা মা বলল,বৌ টা ম/রে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে!!
ছেলের আর টাকা খরচ হবে না।

কিন্তু বাবা মা এটা বুঝল না,ঐ বৌ টা ছাড়া ছেলের বেঁ'চে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে... !!
সে আমার সব ছিল, তাকে হা'রি'য়ে আমার পৃথিবীটা আজ সবকিছু থেকেও শূন্য হয়ে গেছে... !

এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি।

ভালোবেসে বিয়ে করেছিলেন বলে,বাবার একমাত্র ছেলে হওয়াতে কোনভাবেই এই বিয়ে মেনে নেন নি তার বাবা মা।

উপার্জনের তেমন মজবুত কোন পথ ছিল না বিধায়,ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনেটুনে সংসার করতেন তারা।

স্ত্রীকে প্রাণাধিক ভালোবাসতেন।

একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন,তার স্ত্রীর ক্যা'ন্সা'র হয়েছে...!!!!

মাথায় যেন আকাশ ভে'ঙে পরল,এই ভয়ংকর ব'জ্র'পা'তে'র মত কথাটা শুনে!!

একে তো প্রাণপ্রিয় স্ত্রী।
তার উপর নেই কোন উপার্জনের বাহুল্য।
এত ভি আই পি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি?
তবে, যত কষ্ট-ই হোক।স্ত্রী কে চিকিৎসা করতেই হবে!

কি করবেন তিনি??

পা'গ'লে'র মত ছুটেছেন সব আত্মীয়ের কাছে। কিন্তু কেউ তাকে সাহায্য করে নি।

ডাক্তার বললেন,তার স্ত্রী খুব জোর আড়াই বছর বাঁচতে পারেন,এ কথা জেনে ছেলের বাবা মা একটা পয়সাও দেন নি😭।

বরং ছেলেকে বলেছেন,ম'রে'ই তো যাবে।তাহলে এত পয়সা খরচ করে দরকার কি!!

নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছু'ড়ি'র মত বি'দ্ধ হয়েছে বু'কে😭😭!!

বলেছেন,আড়াইটা বছরও তো তাকে আমি কাছে পাব।এটাই আমার কাছে অনেক!
এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব।তার সাথে কাটানো একটা মুহুর্তও আমার কাছে অনেক দামী!!!

এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই!

অনেক পরিশ্রম করে, স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি।

স্ত্রী দূর্বল হয়ে দিনদিন হা'ড্ডি'সার হয়ে যেতে থাকেন😥!!

তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া, আয়ু ফুরিয়ে আসা স্ত্রী কে তিনি এতটুকু অযত্ন করেন নি।
বরং পূর্বের তুললাম আরও ভালোবেসেছেন।

খুব করে চেয়েছেন,এই পৃথিবীতে শুধু সে বেঁ'চে থাক।তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি।

কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই😭!!
হায়াতের উপর মানুষের কোন অধিকার নেই!!
তাই প্রিয়তমা স্ত্রী কে তিনি ধ'রে রাখতে পারলেন না।
তারই জন্মদিনের দিন, তার স্ত্রী তাকে ছে'ড়ে চিরদিনের জন্য চলে গেল!!😭😭

বহুদিন হল, স্ত্রী চলে গেছে। কিন্তু আজও হৃদয়ে তার সাথে ভালোবাসায় গেঁথে আছে সে।

Address

Sylhet

Telephone

+8801846832862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubaiyat Rupa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubaiyat Rupa:

Share