22/08/2025
আমার এক চাচি (আপন না)
ছেলে বিয়ে করানোর কয়দিন পর আবার মেয়ে ও বিয়ে দিছে, তো চাচির ছেলে ও সৌদি থাকে আবার মেয়ের জামাই ও সৌদি থাকে।
তো বিষয় সেটা না, বিদেশ থাকতেই পারে। 🙂
তো কয়েকদিন আগে মেয়ের জামাই বিদেশ চলে গেছে, মেয়েকে নিজের হাতে মোবাইল এবং বিকাশ খুলে দিয়ে গেছে যেন বউয়ের কাছে খরচ পাটাতে পারে।
এদিকে চাচি মেয়েকে বলতেছে তোরে যে বিকাশ করে দিয়ে গেছে এই কথা তোর ভাবি কে বলিছ না, তাহলে তোর ভবিও তোর ভাই কে বলবে বিকাশ করে দিতে। 🫣
তো এই কথা আবার আমার আম্মার সাথে বলতেছে, তো আম্মা আবার বলতেছে তোমার মেয়ে যেমন তার জামাইয়ের থেকে হাতখরচ পাওয়ার অধিকার আছে তোমার ছেলের বউ কি তোমার ছেলের থেকে হাতখরচ পাওয়ার অধিকার নাই?
তোমার মেয়ে তোমার পেট থেকে হইছে তাই তোমার দরদ, তো তোমার ছেলের বউ কি কোনো মায়ের পেট থেকে হয় নি?
তো আবার চাচি বলে, কেন ছেলের থেকে নিবে, আমার কাছ থেকে নিবে, আমি হিসেব করে দিবো।
তো আম্মা আবার বলতেছে তো তোমার মেয়েকে ও বলো তার শাশুড়ীর থেকে নিতে।🫠
আবার চাচি বলে, আমার মেয়ের জামাই তো ইচ্ছে করে দিবে, আমার ছেলে কি দিবে নাকি, আম্মা বলতেছে তোমার ছেলে দিলে কি তুমি দেখবা নাকি? চাচি বলে আমি দেখবোই আগে ঘরে কত টাকা পাঠাইছে, আর এখন কত পাঠা।🙃 (আর ও অনেক কথা)
পরে আম্মা বলতেছে বড় ছেলের বউ ও যেমন আলাদা হয়ে গেছে এইডা ও বেশি দিন থাকবে না তোমার সাথে।।
আবার আম্মা কে জিজ্ঞেস করে তোর বউকে কি বিকাশ করে দিছোস নাকি?
আম্মা বলতেছে আমার বউ নিজের ইচ্ছে মতো কাপড় কিনে কাপড় বানা, আমার ছেলে কত পাঠালো সেটা আমি জানি ও না, যেমন করে আমার মেয়েকে তার জামাই দে,তেমন করে আমার ছেলেও তার বউরে দে।
এর পর থেকে আমার আম্মা ভালো না উনার কাছে, 😃
এতদিন গার্লস গ্রুপ গুলোতে অনেক আপুদের থেকে শুনতাম এসব কাহিনী আর আজ আমাদের বাড়িতেই ঘটছে।😆😆
নিজের চোখে দেখলাম।
©️©️©️