Sabr

Sabr লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)🤍

আমার দুঃখ কখন লাগে জানো? যখন তুমি আমার রাগ-অভিমানের মধ্যে পার্থক্য করতে পারো না। আমি অভিমান করে থাকি অথচ তুমি ভাবো আমি র...
28/09/2025

আমার দুঃখ কখন লাগে জানো?
যখন তুমি আমার রাগ-অভিমানের মধ্যে পার্থক্য করতে পারো না।
আমি অভিমান করে থাকি অথচ তুমি ভাবো আমি রেগে আছি। এখন কথা বাড়লেই তোমার বুকের ভেতরটা তছনছ করে দেবো।
অথচ আমি অপেক্ষায় থাকি আমার থুতনিতে তোমার আঙুলের ছোঁয়া পাওয়ার। শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চুপচাপ বসে থাকার।

কিন্তু তুমি তো অন্য ধাচের মানুষ। তুমি ভেবে নাও সবকিছুই আমার রাগ। সবকিছুই আমার জেদ।
যার দরুন আমাদের মধ্যে এখন দূরত্বটাই বাড়ছে। ছিটেফোঁটা ভালোবাসাটুকুনও নেই।
এক সময় আমরা হয়তো বলবো, ‘তুমি আমার কাছে ছিলে আপন ছিলে; অথচ এখন আমাদের মাঝে যোজন যোজন দূরত্ব!’

• দূরত্বের ভুল
_ Collected

28/09/2025

মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, ক্ষুদ্র থেকে বৃহৎ, দৃশ্যমান বা অদৃশ্য, সবকিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ।
সৃষ্টির পর শুধু ছেড়ে দেননি; বরং সব কিছুর হেফাজত, নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানও তাঁর হাতে।
তাই মানুষকে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে, অন্য কোনো মাবুদ বা মাধ্যমের উপর নয়।
©️

28/09/2025

মানুষ তার ইচ্ছেমতো জীবন গড়তে চায়, নিজের পরিকল্পনা ও স্বপ্ন অনুসারে চলতে চায়। কিন্তু বাস্তবতা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা বলেন:

"وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ"

"আর তোমরা ইচ্ছাও করতে পারবে না, যদি না আল্লাহ্, জগতসমূহের প্রতিপালক ইচ্ছা করেন।"

(সূরা তাকভীর: ২৯)

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা যতই পরিকল্পনা করি, সফলতা তখনই আসবে যখন তা আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলবে। তাই আমাদের উচিত সব কাজে আল্লাহর ওপর ভরসা করা, তাঁর সন্তুষ্টি কামনা করা, এবং তাঁর সিদ্ধান্তকে মেনে নেওয়া।

©️

আমি ৫০ বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্ত ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি, যতক্ষণ না ৩ টি জিনিস পরিত্যাগ করেছি— ১) আমি মা...
27/09/2025

আমি ৫০ বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্ত ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি, যতক্ষণ না ৩ টি জিনিস পরিত্যাগ করেছি—

১) আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি; তাই (নির্দ্বিধায়) সত্য বলতে পেরেছি।

২) আমি পাপীদের সঙ্গ পরিত্যাগ করেছি; তাই নেককারদের সঙ্গ লাভ করতে পেরেছি।

৩) আমি এই দুনিয়ার স্বাদ ত্যাগ করেছি; তাই আখেরাতের মিষ্টতা লাভে সক্ষম হয়েছি।

—আহমাদ বিন হারব (রাহিমাহুল্লাহ)
[সিয়ারু আ’লামিন নুবালা: ৯/৯৯]
ভালো লাগলে পেইজ টি ঘুরে আসুন ❤️

শুনলে অবাক হবেন, পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই। ...
27/09/2025

শুনলে অবাক হবেন, পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই।

বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা।

নেপোলিয়ান যে মেয়েরে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চাইসিলো, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লেখে নাই।

নেপোলিয়ান এই মেয়ের জন্য বিরাট বিরাট চিঠি লিখতো। এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিতো পকেটে। সময়ে অসময়ে চুমু খাইতো সেই ছবিতে।

এতো ক্ষমতাধর একজন মানুষ, অথচ বৌ এর কাছে যাইয়া অসহায়ের মতো বলতো, আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এতো দ্রুত শেষ হয়ে না যায়।

বাট জোসেফাইন বোনাপার্ট কোনদিনও সেই বড় চিঠি লেখে নাই। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গেসে। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং দুই বাচ্চার মারে সে বিয়ে করসিলো, পাগলের মতো ভালোবাসছিলো।

অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে। সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়াইয়া পড়ে।

ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার চে কষ্টেরও সম্ভবত কিছু নাই।

ভালোবাসার সবচে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জাইনাও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।

ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জাইনাও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেইলা যাইতে ইচ্ছা করে।

আফ্রিকান একটা প্রোভার্ব বলতেসে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।

ভালোবাসা নিয়ে এরচে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই, বিশ্বাস করেন।

©️

হযরত আলী(রঃ) বলেছেনতুমি যদি তোমার স্ত্রী কেসারাজীবনের জন্য কাছে পেতে চাও,,,তাহলে তুমি তোমার মনের মধ্যে একটা কবর খুঁড়ে রা...
26/09/2025

হযরত আলী(রঃ) বলেছেন

তুমি যদি তোমার স্ত্রী কে
সারাজীবনের জন্য কাছে পেতে চাও,,,
তাহলে তুমি তোমার মনের মধ্যে একটা কবর খুঁড়ে রাখো,।

,যেন তোমার স্ত্রীর সকল দোষ ত্রুটি গুলো সেখানে দাফন করতে পারো।।

ভালোবাসা হতে হবে নব্বই দশকের মতো
আধুনিকতার কোনো প্রয়োজন নেই।✅✅



নিশ্চয়ই প্রত্যাবর্তন তো তার কাছেই!
26/09/2025

নিশ্চয়ই প্রত্যাবর্তন তো তার কাছেই!

কথাটা মিলিয়ে নিয়েন ❤️‍🩹©️
25/09/2025

কথাটা মিলিয়ে নিয়েন ❤️‍🩹
©️

তবে সফলতা যেমনই হোক তার পেছনে একজন মানুষের শ্রম, সময়, মেধা সবকিছু বিনিয়োগ করতে হয়। কিন্তু কেবল এই উপাদানগুলো বিনিয়োগ করল...
24/09/2025

তবে সফলতা যেমনই হোক তার পেছনে একজন মানুষের শ্রম, সময়, মেধা সবকিছু বিনিয়োগ করতে হয়। কিন্তু কেবল এই উপাদানগুলো বিনিয়োগ করলেই হয় না। সফল হতে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি থাকা জরুরি। আর সেটা হলো আল্লাহর অনুগ্রহ, বারাকাহ। এসবই হলো সাকসেসফুল হওয়ার পেছনে মূল সিক্রেট। আল্লাহর অনুগ্রহ তথা বারাকাহ বিনা পরিকল্পনা, চেষ্টা, সময়, অর্থ, শ্রম কোনো ফায়দাজনক ফলাফল বয়ে আনবে না। আনতে পারে না!

বারাকাহ আমরা কীভাবে হারিয়ে ফেলি, কীভাবে অর্জন করতে পারি আর এটি কীভাবে আমাদের জীবনে সফলতা বয়ে আনে এসবই হলো 'বারাকাহ-দ্য সিক্রেট অব সাকসেস' বইটির মূল আলোচ্য।

ব‌ই: বারাকাহ দ্য সিক্রেটস

কন্যার দু‘আ!এক মহিয়সী আরব মহিলার জীবন থেকে নেয়া ঘটনা। ঘটনা খুব বেশিদিন আগের নয়। এই তো বছর দুয়েক আগের। তিনি বলেছেন:-আমার ...
24/09/2025

কন্যার দু‘আ!

এক মহিয়সী আরব মহিলার জীবন থেকে নেয়া ঘটনা। ঘটনা খুব বেশিদিন আগের নয়। এই তো বছর দুয়েক আগের। তিনি বলেছেন:
-আমার বিয়ে যখন হলো, আমার স্বামী ছিলেন একজন টগবগে তরুন। প্রাণোচ্ছল যুবাপুরুষ। সবকিছুতেই আনন্দ খুঁজে পান। মন খারাপ হওয়া বা বিষন্নতা বলতে কিছুই ছিল না তার জীবনে। তার সঙ্গ পেয়ে আমার মতো গম্ভীর মেয়েও কলকলে তরুনীতে পরিণত হলাম। দু’জনের সংসার সব সময় আনন্দে কলকল করতো।
আমরা থাকতাম শহরের ছোট্ট একটি বাসায়। দু’কামরার। ছিমছাম। নির্ঝঞ্ঝাট। নিরুপদ্রব। তার চাকরিক্ষেত্র থেকে আমাদের বাসার দূরত্ব খুব বেশি ছিল না। অফিসের গাড়ি এসে তুলে নিয়ে যেতো। সেজন্যই এখানে থাকা। তার বাবা মা থাকতেন উল্টো দিকের এক গ্রামে। প্রতি সপ্তাহে দু’তিনদিন বাবা-মায়ের কাছেও রাতে থাকতে যেতো। তার মতো বাবা-মা অন্তপ্রাণ ছেলে এ-যুগে বিরল। তাদের প্রতি শ্রদ্ধা আর আন্তরিকতা দেখে অবাক হয়ে যেতাম।

বুড়ো-বুড়ির যাতে কোনও প্রকারের কষ্ট না হয় সেদিকে তার প্রখর দৃষ্টি। না পারতেই সে আমাদের নিয়ে আলাদা বাসায় থাকছে। যাতায়াত সুবিধের কারনে। আল্লাহ তা‘আলা আমাদেরকে একটা কন্যা দান করলেন। এবার একটা বড় বাসা নিয়ে বাবা-মাকেও এখানে নিয়ে এল। এভাবে বিয়ের পর চার বছর কোন ফাঁকে কেটে গেলো, টেরটিও পেলাম না। বিয়ের পঞ্চম বছরের মাথায়, অফিসে যাওয়ার পথে, তাদের গাড়ি দুর্ঘটনায় পড়লো। অনেক হতাহত হলো। আমার স্বামীর অবস্থা ভীষন গুরুতরো! আমার বৃদ্ধ শ্বশুর দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে দিলেন। দৌড়ঝাঁপ করে যথাসম্ভব চিকিৎসার ব্যবস্থা করলেন। অফিস থেকেও প্রয়োজনীয় সাহায্য দেয়া হলো। কিন্তু আঘাতটা মাথায় লাগাতে তার চেতনা ঠিকমতো ফিরে আসছিল না। সে প্রায় অর্ধমৃত। হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলো। বাড়িতে নিয়ে এলাম।
শুরু হলো জীবনের কঠিনতম অধ্যায়। সংসারের খরচ জোগাড় করা, স্বামীর সেবা করা, বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করা। এদিকে মেয়েটাও বড় হয়েছে। ডাক্তাররা কোনও আশাই দিলো না। আমার বাড়ি থেকে চাপ দেয়া হলো, স্বামীর ঘর ছেড়ে দিয়ে চলে যেতে। আমার বয়েস কম, আবার বিয়ের ব্যবস্থা করা হবে। পাত্রও তৈরী আছে।
আমার বিবেকে বাধা দিল। এভাবেই দিন গিয়ে মাস হলো। মাস পার হয়ে বছর ঘুরল। স্বামীর কোনও উন্নতি নেই। সেই আগের মতোই আছে নির্জীব! নিস্পন্দ! নিথর! বাবা মা আর কতোদিন অপেক্ষা করবেন? তারা আমার অবস্থা বুঝতে পারছিলেন। এখানে যে কোনও ভবিষ্যত নেই সেটা একটা বালকও বুঝতে পারবে। এভাবে কেটে গেলো পাঁচটি বছর।
আব্বা একদিন মুফতির ফতোয়া নিয়ে এলেন। স্বামীকে ছেড়ে যেতে শরীয়তে কোনও বাধা নেই। বেশ জোরাজুরি করলেন। রাগারাগি করলেন। আমি কেন যেন সায় দিতে পারলাম না। মেয়ে হেফযখানায় পড়ে। হেফয প্রায় শেষ হয়ে এসেছে!

আমরা পালাক্রমে রুগীর সেবা করি। একদিন আমি রাত জাগি, আরেকদিন মেয়েটা। তার বয়েস অল্প হলেও সময়ের ফেরে অনেক কিছু শিখে ফেলেছে। বুঝতেও শিখেছে। আমরা মা মেয়ে দু’জনেই আল্লাহর কাছে হরওয়াক্ত দু‘আ করে যাচ্ছি। মানুষটাকে যেন আল্লাহ সুস্থ করে দেন। সাধ্যমতো সাদাকা করছি। শাশুড়ী তো জায়নামায থেকেই নড়েন না বলতে গেলে। শ্বশুর বুড়ো হলেও সংসারের টুকিটাকি কাজ করতে পারেন। তিনিও ছেলের জন্যে কিছু করতে মুখিয়ে থাকেন।

মেয়েটার হেফয শেষ হলো। ছোটখাট একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমরা-আমরাই। ঘরের মানুষেরা মিলে। বাইরের মানুষ বলতে মেয়ের হেফযখানার শিক্ষক। তিনি এসে দু‘আ করে গেলেন। আল্লাহর কাছে দু‘আ করতে বললেন। সদাকা চালিয়ে যেতে বললেন। বাবা মাকে দু‘আ করতে বললেন। তাদের দু‘আ অনেক কাজে লাগবে!

সেদিন রাত জাগার পালা ছিল মেয়ের। বাবাকে ওষুধ খাইয়ে খাটের বাজুতে মাথা রেখে ঘুমুচ্ছিল। মধ্যরাতে আবার ওষুধ খাওয়াবে! কী মনে করে, মাধা ঝাড়া দিয়ে উঠলো। সূরা বাকারা তিলাওয়াত শুরু করে দিল। শেষ করতে করতে আবার চোখে ঘুম নেমে এল। ঘুমন্ত অবস্থাতেই তার মনে হলো, কে একজন তার নাম ধরে ডেকে বলছে:
-ওঠো ওঠো! ঘুমিও না! তোমার দয়ালু রব জেগে আছেন, তুমি কেন ঘুমিয়ে আছো? এখন দু‘আ কবুলের সময়! ওজু করে নামায পড়ো। আল্লাহর কাছে দু‘আ করো! তুমি যা চাইবে তিনি দিয়ে দেবেন!
মেয়ে ধড়মর করে উঠে বসলো। তাড়াতাড়ি ওজু সেরে নামাযে দাঁড়াল! আল্লাহর কাছে দু’হাত তুলে দু‘আ করলো। আকুল কান্নায় ভেসে বাবার সুস্থ্যতা কামনা করলো। আবার আগের মতো বাবার খাটের পাশটিতে এসে বসলো। এক সময় ঘুম এসে গেলো। ফজরের নামাযের সময় একটা আওয়াজে ঘুম ভেঙে গেলো:
-এই মেয়ে তুমি কে? এখানে কেন ঘুমিয়ে আছো?
চোখ মেলে দেখে বাবা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখে প্রশ্ন। আবার প্রশ্ন করলেন: তুমি কে?
উত্তর দিবে কী, মেয়েটা আনন্দে আত্মহারা হয়ে গেলো। চেঁচিয়ে আমাকে ডাকল। দাদা-দাদুকে ডাকল! আব্বু আব্বু কথা বলছেন! আব্বু কথা বলছেন! সবাই ঘুম চোখে ছুটে এল। হাসি-কান্নায় একাকার! আল্লাহর আজীব কারিশমা! তার কুদরত বোঝা বান্দাহর সাধ্যে কুলোবে না! আমাদের সংসারটা আবার আগের মতো হয়ে গেলো। আনন্দ আর সুখ ফিরে এল! আল্লাহ কেন পরীক্ষা দিয়েছিলেন, কেন মাফ করে দিলেন, সেটা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই! তিনি খুশি হলেই আমরা খুশি।

— লেখা: সংগৃহীত।

Madinah 🇸🇦
23/09/2025

Madinah 🇸🇦

কিছু কিছু মেয়েদের দেখে বেশ অবাক লাগে। এরা বড়লোক স্বামীও চায়না, বয়ফ্রেন্ডের টাকায় ফ্রিতে রেস্টুরেন্টে খেতে চায় না, কা...
23/09/2025

কিছু কিছু মেয়েদের দেখে বেশ অবাক লাগে। এরা বড়লোক স্বামীও চায়না, বয়ফ্রেন্ডের টাকায় ফ্রিতে রেস্টুরেন্টে খেতে চায় না, কারোর কাছ থেকে দামি গিফট আশা করে না,নিজের জন্য বড় চাকরির লোভও করেনা। এরা লড়াই করে শুধুমাত্র নিজেকে financially independent করতে। নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে। বাবা মায়ের দেখাশুনা করতে আর নিজের চাওয়া পাওয়া শখ আহ্লাদ গুলো নিজেই পূরণ করতে ,,,

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sabr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share