03/09/2025
আপনার কখনো মনে হয়েছে, এর চেয়ে মরে গেলে ভালো হতো?
কখনো মনে হয়েছে, মরে গেলেই এই সমস্যা থেকে বেঁচে যাবো?
কিন্তু সত্যি কথাটা কি জানেন?
দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচে বড় বিপদ মৃত্যুর সামনে কিছুই না।
মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের ভুল গুলো শোধরানোর সুযোগ থাকে। গুনাহগুলোর জন্য মাফ চাওয়ার পথ থাকে। যে পরীক্ষা দেখে মরে যেতে মন চাইছে, সেই পরীক্ষা আমাদের মজবুত করতে এসেছে, ভেংগে দিতে নয়।
মরে গেলে কি হবে?
যাদের কথা ভেবে মরে যাচ্ছি, তাদের কেউ খুব কাঁদবে এরপর ভুলে যাবে, কেউ কাঁদবেও না, ভুলে যাবে, কেউ মনে রাখবে, কিন্তু সেই মনে রাখায় মৃত আমার কিছু আসবে যাবে না।
কিন্তু মৃত্যুর পরে যে জীবন, যে প্রশ্ন আর জবাব, যে হিসাবের সামনে আমাকে পরতে হবে, তার মত বড় পরীক্ষার জন্য কি আমি প্রস্তুত?
এই পৃথিবীতে যে পরীক্ষাগুলো আসে, সেগুলোর সমাধান এমন ভাবে হওয়া সম্ভব যেন কোন পরীক্ষাই ছিলো না।
অথবা এমন ভাবে সমাধান হওয়া সম্ভব যা পরীক্ষার আগের অবস্থার চেয়ে উত্তম।
আবার এমনও হতে পারে যে এই দুনিয়ায় সেই পরীক্ষার হিকমাহ বুঝলাম না, কিন্তু রব্বের সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে আখিরাতে অসাধারণ নিয়ামত পেলাম।
আল্লাহ সুবহানা তা'লা আল মু'মিন। আমরা তাঁর সম্পর্কে যে ধারণা পোষণ করবো তিনি তা সত্য প্রমাণ করবেন।
তাই তো আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহ সুবহানা তা'লা সম্পর্কে সুধারণা রাখার বিষয়ে জোর দিয়েছেন।
হিন্দি মুভিতে সুইসাইড খুব সাধারণ ভাবে দেখানো হয়। ইন্ডিয়ায় সুইসাইডের মাত্রাও অনেক বেশি। এর একটা বড় কারণ ওরা পরজন্মে বিশ্বাস করে। ভাবে মরে আবার নতুন জীবন নিয়ে এই পৃথিবীতে ফিরে আসবে।
কিন্তু একজন মুসলিম মৃত্যুর পরের জীবন সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বিশ্বাস ধারণ করে। মুসলিম হিসেবে আমরা জানি, মৃত্যুর পরে আর এই দুনিয়ার জীবনে ফিরে আসা সম্ভব নয়। মৃত্যুর পর থেকেই আখিরাতের জীবন। সেই জীবনটা অনেক বেশি কঠিন, যদি না আমরা এই জীবন থেকেই সেখানের জন্য সঞ্চয় না করে থাকি।
( সংগৃহীত )