Sabr

Sabr লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)🤍

আপনার কখনো মনে হয়েছে, এর চেয়ে মরে গেলে ভালো হতো?কখনো মনে হয়েছে, মরে গেলেই এই সমস্যা থেকে বেঁচে যাবো?কিন্তু সত্যি কথাটা ক...
03/09/2025

আপনার কখনো মনে হয়েছে, এর চেয়ে মরে গেলে ভালো হতো?

কখনো মনে হয়েছে, মরে গেলেই এই সমস্যা থেকে বেঁচে যাবো?

কিন্তু সত্যি কথাটা কি জানেন?

দুনিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচে বড় বিপদ মৃত্যুর সামনে কিছুই না।

মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের ভুল গুলো শোধরানোর সুযোগ থাকে। গুনাহগুলোর জন্য মাফ চাওয়ার পথ থাকে। যে পরীক্ষা দেখে মরে যেতে মন চাইছে, সেই পরীক্ষা আমাদের মজবুত করতে এসেছে, ভেংগে দিতে নয়।

মরে গেলে কি হবে?

যাদের কথা ভেবে মরে যাচ্ছি, তাদের কেউ খুব কাঁদবে এরপর ভুলে যাবে, কেউ কাঁদবেও না, ভুলে যাবে, কেউ মনে রাখবে, কিন্তু সেই মনে রাখায় মৃত আমার কিছু আসবে যাবে না।

কিন্তু মৃত্যুর পরে যে জীবন, যে প্রশ্ন আর জবাব, যে হিসাবের সামনে আমাকে পরতে হবে, তার মত বড় পরীক্ষার জন্য কি আমি প্রস্তুত?

এই পৃথিবীতে যে পরীক্ষাগুলো আসে, সেগুলোর সমাধান এমন ভাবে হওয়া সম্ভব যেন কোন পরীক্ষাই ছিলো না।

অথবা এমন ভাবে সমাধান হওয়া সম্ভব যা পরীক্ষার আগের অবস্থার চেয়ে উত্তম।

আবার এমনও হতে পারে যে এই দুনিয়ায় সেই পরীক্ষার হিকমাহ বুঝলাম না, কিন্তু রব্বের সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে আখিরাতে অসাধারণ নিয়ামত পেলাম।

আল্লাহ সুবহানা তা'লা আল মু'মিন। আমরা তাঁর সম্পর্কে যে ধারণা পোষণ করবো তিনি তা সত্য প্রমাণ করবেন।

তাই তো আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহ সুবহানা তা'লা সম্পর্কে সুধারণা রাখার বিষয়ে জোর দিয়েছেন।

হিন্দি মুভিতে সুইসাইড খুব সাধারণ ভাবে দেখানো হয়। ইন্ডিয়ায় সুইসাইডের মাত্রাও অনেক বেশি। এর একটা বড় কারণ ওরা পরজন্মে বিশ্বাস করে। ভাবে মরে আবার নতুন জীবন নিয়ে এই পৃথিবীতে ফিরে আসবে।

কিন্তু একজন মুসলিম মৃত্যুর পরের জীবন সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন বিশ্বাস ধারণ করে। মুসলিম হিসেবে আমরা জানি, মৃত্যুর পরে আর এই দুনিয়ার জীবনে ফিরে আসা সম্ভব নয়। মৃত্যুর পর থেকেই আখিরাতের জীবন। সেই জীবনটা অনেক বেশি কঠিন, যদি না আমরা এই জীবন থেকেই সেখানের জন্য সঞ্চয় না করে থাকি।

( সংগৃহীত )

26/08/2025

তুমি একজন বিশ্বস্ত বান্ধবী হও!
তোমার মৃত্যুর পরে যেন তোমার বান্ধবী কাতর কণ্ঠে বলে: হে আল্লাহ! সে আমার জন্য তোমার পক্ষ থেকে এক নেয়ামত ছিল।

বই: তুমিও হতে পারো নারী সাহাবির মতো।

23/08/2025

এক দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের : কর্মসংস্থান, বিয়ে, আবাসন ও নবুয়ত লাভ হয়েছিল।

রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বির!"

আল্লাহ তোমার পক্ষে থেকে আমার জন্য যতো নেয়ামত আছে আমাকে দাও আমি নেয়ামত গুলা পাবার জন্য ফকির হয়ে বসে আছি

সূরা কাসাস এর ২৪ নম্বর আয়াত

22/08/2025

Today's Friday
দোয়া কবুলের দিন।
সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

22/08/2025

What is love?
হযরত ফাতেমা (রাঃ) কোরআন তেলাওয়াত করার সময় ৪টি বিয়ে করা সুন্নাত এই আয়াতটি আসে, তখন ফাতেমা (রাঃ) আস্তে আস্তে পড়া শুরু করলেন যাতে আলী (রাঃ) শুনতে না পান। তখন আলী (রাঃ) মুচকি হেসে বললেন – তুমি একাই ৪ জনের সমান..! ☺️💖

21/08/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“এই উম্মতের একদল মানুষকে শেষ যুগে বানর ও শূকরে রূপান্তরিত করা হবে।”

সাহাবারা বললেন:
“হে আল্লাহর রাসূল ﷺ! তারা কি শাহাদাহ দেবে না যে, ‘আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল’?!”

তিনি ﷺ বললেন:
“অবশ্যই, তারা শাহাদাহ দেবে, রোজা রাখবে, নামাজ পড়বে এবং হজ করবে।”

সাহাবারা বললেন:
“তাহলে তাদের কী হলো (কেন এমন শাস্তি)?”

তিনি ﷺ বললেন:
“তারা বাদ্যযন্ত্র, ঢোল ও গানবাজনার মহিলাদেরকে গ্রহণ করেছিল। তারা রাত কাটাত গান-বাজনা ও পানাহারে মত্ত থেকে। আর সকালে তাদেরকে বানর ও শূকরে রূপান্তরিত করা হতো।”

📚 হাদিস নম্বর: ৫৫৯০ উল্লেখ করেছেন ইমাম আল-বুখারী আত-তারীখুল কাবীর-এ।

18/08/2025

-Allah knows best 🤍

Best friend left you? Family problems? Issues in a relationship? Breakup? People’s harsh words about failure? Don’t give...
17/08/2025

Best friend left you? Family problems? Issues in a relationship? Breakup? People’s harsh words about failure? Don’t give up. Take a deep breath.

Cry your heart out for a while and let all the pain flow away. Whatever happened a second ago is already the past. You must stay well — life is beautiful. You, me, all of us are beautiful. ❤️🫶🏻

Wait and keep patient, Sabar, Allah is a better plan for you.... 💝
-Never regret what you did in your past.
ALLAH KNOWS BEST🤍

16/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ḿoħẫḿḿẫȡ Ẫňoňȡo, Subarna Shajadi, Fatema Islam Sony, Aim DU, Mohammad Shahi Ahmad, Oliullah Mahmud, হলুদ কবি, Md. Jubayel Ahmed, Aktar Farin, Md Islam Uddin, SB Sagor, Prince Raja, Umme Jainab, Nupur Craft, 'প্র্- হ্- র্-, It'z Rafat, Naime Hasan Hasan, মোঃ মাসুদ মিয়া, Rani Hin Raja, Bukul Ahmed, Foysal Khan, Rater Tara

16/08/2025

Don't Overthink, just say:
'Husbunaallahu wa nimaal wakeel'
and let it go.!🤍

16/08/2025

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ (স.) বলেছেন
কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, যে পর্যন্ত না মানুষ মৃ-ত্যু নিয়ে হাসি-ঠাট্টা করবে।

"রাত একটা ফি-ত-না!"রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যা...
15/08/2025

"রাত একটা ফি-ত-না!"

রাতে মানুষ একা হয়, মন দুর্বল হয়, অনেক নিষিদ্ধ কাজ সহজ হয়ে যায়, গুনাহ করার পরিবেশ বেশি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায়, চ্যাটে, ভিডিও কনটেন্টে, এমনকি নিজের চিন্তা-ভাবনাতেও রাত ফি-ত-না-র দরজা খুলে দেয়।

নি-ফাক, শয়_তানি কু-মন্ত্রণা ও কু-প্রবৃত্তির শক্তি বাড়ে রাতে। রাতের নীরবতা আর একাকিত্ব মানুষকে এমন সব পথে নিয়ে যেতে পারে, যেখান থেকে ফেরত আসা কঠিন।

বেশিরভাগ হা-রাম সম্পর্ক, চ্যাট, ভিডিও দেখা, গি-বত — রাতেই হয়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "ফি-ত_নার সময় রাতে ঘুমিয়ে থাকা, দিনের ইবাদতের চেয়ে উত্তম।" (আবু দাউদ, হাদীস : ৪৩১১)

রাতের নিঃশব্দতা অনেক সময় গুনাহকে সহজ করে দেয়, কারণ মানুষ ভাবে— কেউ দেখছে না।

অথচ আল্লাহ!

জমসেদ মজুমদারের একটা কথা ভাল লাগে- "হে যুবক ! যদি তুমি শিউর থাকো যে আল্লাহ তোমাকে দেখছেনা, তবে যা খুশি তা করো, সমস্যা নেই!"

~ শাহ মুহাম্মদ তন্ময়!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sabr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share