11/08/2025
এ সমাজে মানুষ—
তুমি ভালো হলে বলে ছল,
আর খারাপ হলে বলে বিকল।
তোমার নীরবতা হয় ‘অভিনয়’,
আর প্রতিবাদ হয় ‘অপমান’।
তাই নিজের মতো বাঁচাই শ্রেয়,
কারণ এই সমাজ তো ব্যাখ্যাও প্রশ্নবিদ্ধ করে।