08/05/2025
প্রিয় সিলেটবাসীর সাথে প্রতিটি জেলার দৃষ্টি আকর্ষণ করছি
প্লিজ সবাই শেয়ার করে মানুষের হক্ব টিকিয়ে রাখতে সাহায্য করুন।
"তিয়ানশি" নামে একটি প্রতারক চক্র থেকে সবাই সাবধান থাকুন। তারা এজিদের বংশধর। যেমন এজিদ হোসাইন (রাঃ)-কে দাওয়াত দিয়ে এনে বিশ্বাসভঙ্গ করেছিল, ঠিক তেমনি আমাদের সমাজে এজিদের রূহানী সন্তানরূপে মানুষরূপী বেশ ধরে "তিয়ানশি" নামক একটি কোম্পানি খুলে আমাদের যুবসমাজ ও বেকার মানুষদের মধুর কথায় মিথ্যা আশার ফাঁদে ফেলে প্রতারণা করছে।
তারা বলে গাড়ি-বাড়ি, লন্ডন-কানাডা ভ্রমণ সুযোগ দামি পোশাক, কোট ও লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ—এসব দেখিয়ে মানুষকে ঠকাচ্ছে। আমিও এই মুনাফিক তিয়ানশি চক্রের প্রতারণার শিকার হয়েছি।
আমার এক ঘনিষ্ঠ বন্ধুর পরিচিত ভাই এই তিয়ানশি কোম্পানির সঙ্গে যুক্ত হয় এবং আমাকেও যুক্ত হওয়ার জন্য অনুরোধ করে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কারণ জানি, এইসব প্রতারক চক্র নতুন নতুন রূপে ফিরে আসে। তারপরও সে আমাকে দক্ষিণ বাজার, মুরাদ ভবনের তাদের অফিসে নিয়ে যায়। আমি তাদের একটি মিটিং-এ অংশগ্রহণ করি। সেখানে তারা খুব মধুর ভাষায় কথা বলে—এটাই তাদের প্রধান অ,স্ত্র। মানুষকে ব্রেইন ওয়াশ করে ফাঁদে ফেলে।
তাদের মিটিং-এ বলা হয়, কাজ না করলে টাকা ফেরত দেওয়া হবে। পরবর্তী মিটিং শেষে এক সহকর্মী আমাদের সাথে আলোচনা করে এবং জানায়, তিন দিনের জন্য কুমিল্লায় ট্রেনিং-এ যেতে হবে। আমি বলি, পরিবারের অনুমতি ছাড়া অপরিচিত স্থানে যেতে পারবো না। তখন আমি তাদের আমার বাসায় দাওয়াত দেই। তারা আমার বাড়িতে এসে চা-নাস্তা করে, পরিবারের সাথে কথা বলে। পরে ট্রেনিং-এর জন্য সম্মতি দিলে তারা বলে, ট্রেনিং ফি ৬,০০০ টাকা লাগবে। অথচ শুরুতে এ বিষয়ে কিছু বলা হয়নি।আমি তাদের কে বলেছি পরে জানাবো তারা একটু জোরজবরদস্তি করছে যত তাড়াতাড়ি করবা ততই ভালো হবে রাতারাতি ধনী এমনভাবে বুঝাচ্ছে,পরবর্তী
আমি তাদের বলি, আমি ছাত্র, এত টাকা আমার কাছে নেই। আপনারা যেহেতু কোটি কোটি টাকা ইনকাম করেন, আমাকে সুযোগ করে দিন, আমি ইনকাম করে মাসে মাসে শোধ করে দেবো। কিন্তু তারা বললো কিছু টাকা দিতে হবে অগ্রিম, বাধ্য হয়ে এক পরিচিতজনের কাছ থেকে ধার নিয়ে ৫০০ টাকা দিয়ে ফর্ম পূরণ করি।
তবে যেদিন ট্রেনিং হওয়ার কথা ছিল, তারা আমার সাথে যোগাযোগ করে না। আমি যোগাযোগ করলে বলে, পুরো টাকা না দিলে যাওয়া যাবে না। আমি বলি, আমাদের তো এমন কথা হয়নি। তারা তখন কথা অস্বীকার করে এবং বলে গরু কা,মু,ড় দিছে না কি তাকে আমাকে এইভাবে বলবে। আমি টাকা ফেরত চাই, তারা বলে দেবে, কিন্তু ঘুরাতে থাকে। এখনো টাকা ফেরত দেয়নি।আমি মনে মনে ভাবছি এই সামান্য টাকার লোভ সামলাতে পাররো না, বেশি টাকা দিলে তো আর চিনতো না ! যারা মাধ্যমে আমি এসেছি, তাকে আমি কল দিলে ধর না যোগাযোগ নাই,পরে আমাকে Whatsapp ভয়েস বলছে লজ্জায় কথা বলতে পারছে না,এইরকম হবে ভাবি নাই।
আমি তখন কিছু বলিনি। আল্লাহর ওপর ভরসা রেখেছি। আজ মিডিয়ায় দেখলাম তিয়ানশির প্রতারণার মুখোশ উন্মোচিত হচ্ছে। তাই আজ চুপ থাকতে পারলাম না।
আমি তীব্র নিন্দা জানাই এই মুখোশধারী বে,ই,মা,নদের। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
তাদের কারণে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছে না।
সোজাসাপ্টা ও সহজ-সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা প্রতিদিন মানুষ ঠকাচ্ছে।
আমি সবাইকে অনুরোধ করবো—সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে সোচ্চার হই, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। না হলে এই সমাজ আর কখনোই এগোতে পারবে না।
লিখা: একজন ভুক্তভোগীর টাইমলাইন থেকে নেয়া
Viral 24 Facebook