20/10/2025
*ফেঞ্চুগঞ্জ কামরুজ্জামান ডাক্তার — মানবিকতা কোথায় হারালেন?*
গত সন্ধ্যায় হাতের কনুইয়ের উপরে মারাত্মক ব্যাথা নিয়ে এই বয়োজ্যেষ্ঠ ডাক্তার সাহেবের কাছে যাই।
যাবার পর রুগীর শরীরে হাত দেওয়ার আগে আমি নিজেই অনুরোধ করি — "দয়া করে আস্তে হাত দিবেন, অনেক ব্যথা"।
দুপুর থেকে কষ্টে আছেন।
কিন্তু দুই মিনিট পরই তিনি বলে উঠলেন — “রুগীকে সিলেটে নিয়ে যান।”
জিজ্ঞেস করলাম “কেন?”
উত্তরে বলেন — “দুইবার আপনি আমাকে কাজ করতে বাধা দিয়েছেন।”
আমি তো অবাক!
তিনি আরও বলেন — “আমার সাদা দাঁড়ি এমনি এমনি পাকেনি।” কি বুজালেন,!? বা**ল পাকনা ডাক্তার সাহেব এ।
আমি তখন বললাম রাগে অপমানে — “শুধু আপনার না, আমারও অনেক জায়গার চুল পেকে গেছে।”
এই বয়সে অনেক বড় বড় ডাক্তার দেশে বিদেশে এগিয়েছে,, অনেক ই জানে,,।
আমার প্রশ্ন রুগীর সাথে যারা যাবে তারাতো অনেক কথা বলবে, তার মানে ডাক্তার কি এই কথা বলতে পারেন,,?
কথা তে বুজাযায় কেমন বেয়াদব সে😡
বাবা-মা, চাচা-চাচি, ভাই-বোন, সম্পর্ক না জিজ্ঞেস করে এমন আপত্তিকর বাসা ব্যবহার করা উচিৎ নয়,
একটা ডাক্তার, যার কাছে মানুষ যায় সান্ত্বনার আশায় — তার আচরণে মনে হলো যেন রুগী নয়, অপরাধী আমি!
চরম কষ্ট আর অপমান নিয়ে চলে এলাম সিলেটে।
এখন অনেক ডাক্তার আছেন, যাদের কাছে চিকিৎসা শুধু একটি ব্যবসা।
সবাই অবশ্য নয় — তবে কিছু চিকিৎসকের কাছে মানুষ আর মানুষ থাকে না।
**ইস! এই একটা গুরুত্বপূর্ণ পেশা — অথচ কোনো তদারকি নেই।
সঠিক চিকিৎসার অভাবে প্রতিদিন কত মানুষ মারা যায় — আমি আজ তার জীবন্ত সাক্ষী।**
বিচার সচেতন মানুষের কাছে দিলাম আপনারা বলুন,,,?
* #মানবিকতা_কোথায় #ডাক্তারের_অসচেতনতা #সচেতনতা_প্রয়োজন #ভবিষ্যতের_জন্য_শিখুন*