Ahemd Shipu

Ahemd Shipu মানুষ হয়ে মানুষকে ছিন্তে পারলাম না

08/11/2025
*ফেঞ্চুগঞ্জ কামরুজ্জামান ডাক্তার — মানবিকতা কোথায় হারালেন?*  গত সন্ধ্যায় হাতের কনুইয়ের উপরে মারাত্মক ব্যাথা নিয়ে এই বয়োজ...
20/10/2025

*ফেঞ্চুগঞ্জ কামরুজ্জামান ডাক্তার — মানবিকতা কোথায় হারালেন?*
গত সন্ধ্যায় হাতের কনুইয়ের উপরে মারাত্মক ব্যাথা নিয়ে এই বয়োজ্যেষ্ঠ ডাক্তার সাহেবের কাছে যাই।

যাবার পর রুগীর শরীরে হাত দেওয়ার আগে আমি নিজেই অনুরোধ করি — "দয়া করে আস্তে হাত দিবেন, অনেক ব্যথা"।
দুপুর থেকে কষ্টে আছেন।

কিন্তু দুই মিনিট পরই তিনি বলে উঠলেন — “রুগীকে সিলেটে নিয়ে যান।”
জিজ্ঞেস করলাম “কেন?”
উত্তরে বলেন — “দুইবার আপনি আমাকে কাজ করতে বাধা দিয়েছেন।”

আমি তো অবাক!
তিনি আরও বলেন — “আমার সাদা দাঁড়ি এমনি এমনি পাকেনি।” কি বুজালেন,!? বা**ল পাকনা ডাক্তার সাহেব এ।

আমি তখন বললাম রাগে অপমানে — “শুধু আপনার না, আমারও অনেক জায়গার চুল পেকে গেছে।”
এই বয়সে অনেক বড় বড় ডাক্তার দেশে বিদেশে এগিয়েছে,, অনেক ই জানে,,।

আমার প্রশ্ন রুগীর সাথে যারা যাবে তারাতো অনেক কথা বলবে, তার মানে ডাক্তার কি এই কথা বলতে পারেন,,?
কথা তে বুজাযায় কেমন বেয়াদব সে😡

বাবা-মা, চাচা-চাচি, ভাই-বোন, সম্পর্ক না জিজ্ঞেস করে এমন আপত্তিকর বাসা ব্যবহার করা উচিৎ নয়,

একটা ডাক্তার, যার কাছে মানুষ যায় সান্ত্বনার আশায় — তার আচরণে মনে হলো যেন রুগী নয়, অপরাধী আমি!
চরম কষ্ট আর অপমান নিয়ে চলে এলাম সিলেটে।

এখন অনেক ডাক্তার আছেন, যাদের কাছে চিকিৎসা শুধু একটি ব্যবসা।
সবাই অবশ্য নয় — তবে কিছু চিকিৎসকের কাছে মানুষ আর মানুষ থাকে না।

**ইস! এই একটা গুরুত্বপূর্ণ পেশা — অথচ কোনো তদারকি নেই।
সঠিক চিকিৎসার অভাবে প্রতিদিন কত মানুষ মারা যায় — আমি আজ তার জীবন্ত সাক্ষী।**
বিচার সচেতন মানুষের কাছে দিলাম আপনারা বলুন,,,?

* #মানবিকতা_কোথায় #ডাক্তারের_অসচেতনতা #সচেতনতা_প্রয়োজন #ভবিষ্যতের_জন্য_শিখুন*

29/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

27/09/2025

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন |
২৭ সেপ্টেম্বর ২০২৫*
*৮ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট*

বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি *৮ দফা দাবির* দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ কুলাউড়া রেলওয়ে জংশনে এক শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়।

রেলওয়ের উর্দ্ধতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত আশ্বাস এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে *জনদুর্ভোগ ও যাত্রী ভোগান্তির কথা বিবেচনা করে* আজকের কর্মসূচি *সাময়িকভাবে প্রত্যাহার* করা হয়।

*আশ্বাস অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।*

🎯 *আয়োজনে:*
*৮ দফা দাবির বাস্তবায়ন আন্দোলন কমিটি, কুলাউড়া*

✍️ *এ. আর. কে. শিপু*
২৭.০৯.২০২৫
#কুলাউড়া #৮দফা #সিলেটবাসীরদাবি #অবস্থানধর্মঘট #রেলসেবা #জনস্বার্থে

26/09/2025
05/06/2025

30/05/2025

আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও আজও মানুষ চিনতে পারলাম না😥

Address

BARAMCHAL, Kulaura
Sylhet
3236

Alerts

Be the first to know and let us send you an email when Ahemd Shipu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahemd Shipu:

Share