Zakigonj Sa Tv

Zakigonj Sa Tv (দেশ ও মানুষের কথা বলে) নিউজ পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করি আমরা

30/08/2025

হিষ ইন্ডিয়া তেকে আনতে গিয়ে, পুলিশের গু/লিতে মৃত্যুবরণ এক যুবকের,
🥲🥲 #বাংলাদেশেরখবর

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।বরিশাল কোতায়াল...
24/08/2025

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশাল কোতায়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

#তৌহিদ আফ্রীদি #newsupdate #বাংলাদেশেরখবর #তাজা #newsupdate 🥲🥲

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি সাদিক আহমেদের  এক এর যুবক মৃত্যু ! করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) ...
21/08/2025

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি সাদিক আহমেদের এক এর যুবক মৃত্যু !

করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। নিহত সাদিক উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের মেস্তরী মোহাম্মদ সেলিম আহমেদের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি পাশের হাতিডহর গ্রামে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসময় একটি বাড়ির অন্ধকার কক্ষে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদিক আহমেদের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার রাত ১০টায় ইছামতি রকিফিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

17/08/2025

জকিগঞ্জের ইউনিয়নঅফিস বাজার জামাত-শিবিরের বিরুদ্ধে বিএনপি ও যুবদল মিছিল করে।পরবর্তীতে খবর পাওয়া যায় একটি ফার্মেসী ভাঙচুর।
বিষয় :বিএনপি এবং ছাত্রদল যুবদলের অভিযোগ
জামাত শিবিরের কর্মী নতুনভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ে উল্লেখিত করেছে হাফিজ মজুমদার বিদ্যানিকেতন এই বিষয়টিকে কেন্দ্র করে

স্টাফ রিপোর্টার:ফাহিম আহমদ

Following
Following

Shawn Yue
VRT NWS
সিলেট জকিগঞ্জ মনোবার্তা


#newsupdate



জকিগঞ্জে সিএনজি চালক রুবেলের ঝু/ল/ন্ত লা/শ!জকিগঞ্জর বারহাল ইউনিয়নের মাইজগ্রামের (মিস্ত্রী বাড়ী) হাজী আজিজুর রহমান এর ছেল...
11/08/2025

জকিগঞ্জে সিএনজি চালক রুবেলের ঝু/ল/ন্ত লা/শ!

জকিগঞ্জর বারহাল ইউনিয়নের মাইজগ্রামের (মিস্ত্রী বাড়ী) হাজী আজিজুর রহমান এর ছেলে সিএনজি চালক রুবেল আহমদ অদ্য রাত ৮ ঘটিকায় নিজ ঘরে গলায় #ফা #স লাগিয়ে আ #ত্ম #হ #ত্যা করেন।
পরিবারের লোকজন জকিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। আ/ত্ম/হ/ত্যা/র কারণ জানা যায় নি।

#সিলেট #জকিগ #পুলিশ

05/08/2025

জকিগঞ্জে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার করা হলো লুটের মালামাল।

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন লুটপাট করা মালামাল।পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জকিগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। পরবর্তীতে ৩ ও ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মহানগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন—১. ছোয়াবির আহমেদ ওরফে ছব্বির , ওসমানীনগর, সিলেট, সোহেল মিয়া ,জগন্নাথপুর, সুনামগঞ্জ৩. রুহুল আমিন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ৪. সুমন মিয়া, গোলাপগঞ্জ, সিলেটআটকের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, নেপালি মুদ্রা, ৩৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, শাড়ি, ছাতা, ল্যাগেজ, ব্যাগ, খেলনা পিস্তল, লোহার সাবল, হাতুড়ি, সুইস চাকু ও স্ক্রুড্রাইভারসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে এই ঘটনায় আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল।এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।



#newsupdate




Following

21/07/2025

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা

dhaka Bangladesh

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১ Description জকিগঞ্জের শরিফগঞ্জ পিল্লাকান্দী গ্রামের মৎস্য  ব্যবসায়ী জামুল মিয়া (৫০) শুক্...
18/07/2025

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত -১
Description
জকিগঞ্জের শরিফগঞ্জ পিল্লাকান্দী গ্রামের মৎস্য ব্যবসায়ী জামুল মিয়া (৫০) শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ... রাজিউন।
জানা যায়, বাঘপাড়ার একটি পিসারী থেকে মাছ কিনে বাবুর বাজার বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় ৬ নং সুলতানপুর ইউনিয়ন এর সম্মুখে টমটম গাড়ির সামনে হঠাৎ একটি মহিষ পড়ে যায়। মহিষটিকে রক্ষা করতে গিয়ে টমটম গাড়িটি উলটে যায়। এতে ঘটনাস্থলে গাড়িতে থাকা ৩ জন আহত হন। আহতদেরকে তাৎক্ষনিক হাসপাতালে নিলে গুরুতর আহত জগলু হাসপাতালে ইন্তেকাল করেন।

#সিলেটের_জকিগঞ্জ #জকিগঞ্জ ূর্ঘটনা #সিলেট
Following

জকিগঞ্জ রোডে বর-কনে বহনকারী টয়োটা হায়েস গাড়ি-ও টমটম এর মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত,বর-কনে সহ ৬ জন গুরুতর আহত।নিহত...
18/06/2025

জকিগঞ্জ রোডে বর-কনে বহনকারী টয়োটা হায়েস গাড়ি-ও টমটম এর মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত,বর-কনে সহ ৬ জন গুরুতর আহত।
নিহত শাহাউদ্দিন সাবু রাড়িগ্রাম প্রকাশিত ইসলামাবাদ নিবাসী বলে জানাগেছে।

Km/00000078

Zakigonj Sa Tv
U.S. Air Force F-35A Lightning II Demonstration Team
Following




পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!
06/06/2025

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!

জকিগঞ্জ বৃহত্তর পল্লীশ্রী এলাকায় মানসিক রোগী উপর সন্ত্রাসী  হামলা সাবেক মেম্বার সুমিত ও তার সাঙ্গোপাঙ্গ দল নিয়ে ।তাদের ...
24/05/2025

জকিগঞ্জ বৃহত্তর পল্লীশ্রী এলাকায় মানসিক রোগী উপর সন্ত্রাসী হামলা সাবেক মেম্বার সুমিত ও তার সাঙ্গোপাঙ্গ দল নিয়ে ।

তাদের কে দ্রুত আইনের আওতায় আনা হউক।
এমন অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লোকটি আমাদের তিরাশী গ্রামের রফিক

ঘটনাটি ঘটিয়েছেন খলাছড়া ইউনিয়ন এর বনগ্রাম গ্রামে।

#




Zakigonj Sa Tv

সড়ক দুর্ঘ/ট/নায় যুবকের মৃ/ত্যু, বাড়িতে নেমে এলো শোকের ছায়াবিয়ের মাত্র দুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হ...
06/05/2025

সড়ক দুর্ঘ/ট/নায় যুবকের মৃ/ত্যু, বাড়িতে নেমে এলো শোকের ছায়া

বিয়ের মাত্র দুদিন আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হুসাইন আহমদ (২৫) নামের এক যুবক। সোমবার (৬ মে) বিকাল ৩টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত হুসাইন আহমদ জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৯ মে (শুক্রবার) কালিগঞ্জের ফারহানা অ্যান্ড আয়েশা কমিউনিটি সেন্টারে হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে।

বিয়ের ঘর সাজানো, অতিথিরা আগত, বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই ফিরবে তার নিথর দেহ। এমন হৃদয়বিদারক দৃশ্যে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা, প্রতিবেশীরা।

হুসাইন আহমদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের চোখে এখন শুধুই হতবাক ও বেদনার ছাপ। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকাবহ পরিবেশে।

Zakigonj Sa Tv






(সংরক্ষিত -M-K-S)

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Zakigonj Sa Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakigonj Sa Tv:

Share

Category