Voice of Pathantula Jameya

Voice of Pathantula Jameya সাবেক এবং বর্তমান পিটিজে-ইয়ানদের দ্বারা পরিচালিত।

অধ্যক্ষের কার্যালয়জরুরী বিজ্ঞপ্তি১৪/১/২০২৫ ইং-------------------------   এতদ্বারা শহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা,...
14/01/2025

অধ্যক্ষের কার্যালয়
জরুরী বিজ্ঞপ্তি
১৪/১/২০২৫ ইং
-------------------------
এতদ্বারা শহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট এর সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: শামসুল আলম এবং উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম।
অতএব জামেয়ার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সকল ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। কোন শিক্ষার্থী যাতে ঐ দিন অনুপস্থিত না থাকে এজন্য সবাইকে আন্তরিক থাকার জন্য বিশেষভাবে আহবান জানানো হলো।

মো. লুৎফুর রহমান
অধ্যক্ষ

14/01/2025

অধ্যক্ষের কার্যালয়
জরুরী বিজ্ঞপ্তি
১৪/১/২০২৫ ইং
-------------------------
এতদ্বারা শহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট এর সকল ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণ বশত: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৫ তারিখ পর্যন্ত চলবে এবং ১৬ তারিখ বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অতএব আগামী ১৯ জানুয়ারী রবিবার থেকে নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
মো. লুৎফুর রহমান
অধ্যক্ষ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট।

আল- বুনইয়ান (البنيان) আরবী ভাষা শিক্ষা কোর্স****************************প্রাণের প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামি...
04/11/2024

আল- বুনইয়ান (البنيان)
আরবী ভাষা শিক্ষা কোর্স
****************************
প্রাণের প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল ( স্নাতকোত্তর) মাদরাসা, পাঠানটুলা, সিলেট এর ফাজিল, কামিলের ছাত্রদের/ সাবেক ছাত্রদের মধ্যে যাদের আরবী ভাষায় অধিকতর দক্ষতা অর্জনের আগ্রহ রয়েছে, বিশেষ করে নাহু-ছরফের ফাউন্ডেশন মজবুত করতে যারা দৃঢ় প্রত্যয়ী এবং একজন মুয়াল্লিম বা আলেমে দ্বীন হিসেবে কাজ করতে চান তাদেরকে নিয়ে সীমিত আকারে শুরু হতে যাচ্ছে আল-বুনইয়ান আরবী ভাষা শিক্ষা কোর্স।
# ক্লাস নিবেন জামেয়ার অধ্যক্ষ মাও মো. লুৎফুর রহমান
# প্রতি সপ্তাহে একদিন শনিবার বাদ মাগরিব জামেয়াতে ক্লাস হবে ইনশাআল্লাহ।
# আগামী ৯/১১/২০২৪ ইং শনিবার প্রথম ক্লাস আরম্ভ হবে।
# প্রথম দিন আগ্রহীদের মধ্যে একটি সংক্ষিপ্ত বাছাই টেস্টের মাধ্যমে কোর্সের শিক্ষার্থী নির্বাচন করা হবে।
# কোর্সের প্রতিটি ক্লাস দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত চলবে।
# প্রতিটি ক্লাসে ছরফ, নাহু, মুফরাদাত, মাসাদির, তাহকীক, তারকীব, কুরআন-হাদীস-তাফসীর থেকে অনুশীলন আরবী লিখা রীতি, ইত্যাদি বিষয়ে আলাদা আলাদা টাচ দেয়া হবে।
# অজানা বা জরুরী বিষয়ে ক্লাসেই অনুশীলন ও মশকের মাধ্যমে শিখিয়ে দেয়ার চেস্টা করা হবে।
# শিক্ষার্থীদের একটা হোয়াটস আপ গ্রুপ থাকবে। মাঝে মধ্যে হোয়াটস আপের মাধ্যমে জরুরী বাড়ীর কাজ ও নির্দেশনা প্রদান করা হবে।
# একান্ত জরুরী হলে হোয়াটস গ্রুপেও ক্লাস নেয়া যেতে পারে।
# কোন শিক্ষার্থী ক্লাস শুরু করার পর বাদ দিতে পারবেনা।
# কোর্স শুরু হওয়ার পর মাঝখান থেকে কেউ শুরু করতে পারবে না।
# মহান আল্লাহ যদি সহায় হোন, সফলভাবে কোর্স সম্পন্ন হলে সমাপনী পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
وتعاونوا علي البر والتقوي
মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। দ্বীনের একনিষ্ঠ খাদিম হিসেবে কবুল করুন। আমীন!!
মো. লুৎফুর রহমান
অধ্যক্ষ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা
পাঠানটুলা, সিলেট

আলিম পরীক্ষায় জামেয়ার সাফল্য অব্যাহতপাশের হার শত ভাগ, জিপিএ ৫ -- ৪৭ ------------------------------------------------আলহা...
15/10/2024

আলিম পরীক্ষায় জামেয়ার সাফল্য অব্যাহত
পাশের হার শত ভাগ, জিপিএ ৫ -- ৪৭
------------------------------------------------
আলহামদুলিল্লাহ, সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা,পাঠানটুলা, ২০২৪ সালের আলিম পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯৫ জন এবং ছাত্রী ছিল ৫৭ জন।
জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন
জিপিএ ৪ পেয়েছে ৭৮ জন
জিপিএ ৩ পেয়েছে ২৫ জন
জিপিএ ২ পেয়েছে ২ জন।

জিপিএ ৫
বিজ্ঞান বিভাগ থেকে ৩৬ জন
সাধারণ বিভাগ থেকে ১১ জন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
অধ্যক্ষ, মুহতারাম মাও. লুৎফুর রহমান হুমায়দী হাফিজাহুল্লাহ।

14/05/2024

انا لله وانا اليه راجعون
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট এর সম্মানিত উস্তাজ মাও আব্দুন নূর সাহেবের সহধর্মিণী আজ রাত ১১.০০ টায় ইবনে সীনা হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল ১৫/৫/২০২৪ ইং বুধবার সকাল ১০.৪৫ ঘটিকায় জামেয়া প্রাংগনে অনুষ্ঠিত হবে। এতে জামেয়ার ছাত্র- শিক্ষক, অভিভাবকবৃন্দ,শুভাকাংখীবৃন্দ সহ সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها
মো. লুৎফুর রহমান
অধ্যক্ষ

দাখিল পরীক্ষায় জামেয়ার সাফল্যের ধারা অব্যাহতউত্তীর্ণ ২৭০,  জিপিএ-৫  ৫৮,  পাশের হার ৮৯.৪০********************************...
12/05/2024

দাখিল পরীক্ষায় জামেয়ার সাফল্যের ধারা অব্যাহত
উত্তীর্ণ ২৭০, জিপিএ-৫ ৫৮, পাশের হার ৮৯.৪০
*********************************************
আলহামদুলিল্লাহ, ধারাবাহিক সাফল্যের অভিযাত্রায় ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা, সিলেট এবারের দাখিল পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাধারণ ও বিজ্ঞান বিভাগে মোট ৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭০ জন।
এর মধ্যে A+ (জিপিএ-৫) পেয়েছে ৫৮ জন। এ ছাড়াও A ১২৫ জন, A- ৫৩ জন, B ২৭ জন এবং C গ্ৰেড পেয়েছে ৭ জন। পাশের হার ৮৯.৪০%।
জিপিএ-৫ ৫৮ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন, সাধারণ বিভাগ থেকে পেয়েছে ৭ জন।
এর মধ্যে ছাত্র রয়েছে ৩৯ জন এবং ছাত্রী রয়েছে ১৯ জন।
শিক্ষার্থীদের এ কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সাথে সাথে এ সাফল্যের পিছনে জামেয়ার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, গভর্ণিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সংশ্লিষ্ট যাদের সহযোগিতা এবং অবদান রয়েছে, সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুকরীয়া। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
মো.লুৎফুর রহমান
অধ্যক্ষ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা
পাঠানটুলা, সিলেট।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুমারগাঁও নিবাসী নুরুল ইসলাম জনাব আজ বুধবার ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেছেন। জানা...
17/04/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুমারগাঁও নিবাসী নুরুল ইসলাম জনাব আজ বুধবার ভোর সাড়ে চারটায় ইন্তেকাল করেছেন।
জানাযার নামাজ বাদ জোহর কুমারগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

জামেয়ার প্রত্যেক ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধী- শুভাকাংখীবৃন্দ যাদের আত্মীয়- পরিজনদের মধ্যে জামেয়ার সাবেক ছাত্রী আছে, তাদে...
21/03/2024

জামেয়ার প্রত্যেক ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধী- শুভাকাংখীবৃন্দ যাদের আত্মীয়- পরিজনদের মধ্যে জামেয়ার সাবেক ছাত্রী আছে, তাদের কাছে অনুগ্রহ করে এই দাওয়াতনামা পৌঁছিয়ে দিবেন।

17/07/2023
14/06/2023

অধ্যক্ষের কার্যালয়
জরুরী বিজ্ঞপ্তি
১৪/৬/২০২৩ ইং
-------------------------------
অনিবার্য কারণ বশত: হিফজুল হাদীস প্রতিযোগিতা ঈদুল আযহার ছুটির পর আগামী ২০ জুলাই, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ছাত্র-ছাত্রীদেরকে ছুটির সময় বেশী করে প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মো লুৎফুর রহমান হুমায়দী হাফিজাহুল্লাহ।
অধ্যক্ষ, অত্র জামেয়া।

27/12/2022

জামেয়া-১ থেকে জামেয়া-৯ পর্যন্ত ভর্তি পরীক্ষা ২০২৩ অনিবার্য কারণ বশত:
৩১ ডিসেম্বর ২০২২, সকাল ১০.৩০ টার পরিবর্তে, দুপুর ১২.০০ টা থেকে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

Address

Sunamganj Road
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Pathantula Jameya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category