M. A. Motin Pharmacy

M. A. Motin Pharmacy Proprietor : Ziaur Rahman
DMS Dhaka Registration : 0358
pharmacist C Registration : 79000/16
CHCP,HIRS ID No : 85715
পাতন কমিউনিটি ক্লিনিক

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)---🔥 জ্বর হলে🔹 Drop Napa / Ace ...
21/09/2025

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺
(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)

---

🔥 জ্বর হলে
🔹 Drop Napa / Ace / Renova
📌 ওজন × ০.২ = মিলি → প্রতি ৬ ঘণ্টা পর পর (জ্বর ১০০°F/+ হলে)

🔹 Syp Napa / Ace / Renova
📌 প্রতি ৮ কেজির জন্য ১ চামচ, ৪ কেজির জন্য ½ চামচ → প্রতি ৬ ঘণ্টা পর পর

---

🤧 সর্দি / ঠান্ডা / এলার্জি হলে
🔹 Syp Tofen / Fenat / Toti
👶 ৬মাস - ৩বছর: ½ চামচ × ২ বেলা
👧 ৩বছর+: ১ চামচ × ২ বেলা

---

👃 নাক বন্ধ বা সর্দির জন্য ড্রপ
🔹 Drop Solo / Norsol / Nosomist
👶 ০-২ বছর: ২ ফোঁটা করে উভয় নাসিকায়, ২-৬ ঘণ্টা পর পর (প্রয়োজনে)

🔹 Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
👧 ২ বছর+: ২ ফোঁটা করে দিনে ২-৩ বার (সর্বোচ্চ ৫ দিন)

---

🗣️ কফযুক্ত কাশি
🔹 Drop Ambrox / Ambolyt / Mucosol
👶 ০-৬ মাস: ০.৫ মিলি × ২ বেলা
👶 ৬-১২ মাস: ১ মিলি × ২ বেলা
👧 ১-২ বছর: ১.২৫ মিলি × ২ বেলা

🔹 Syp Ambrox / Ambolyt / Boxol
👧 ২-৫ বছর: ½ - ১ চামচ × ৩ বেলা
👧 ৫-১০ বছর: ১ - ১.৫ চামচ × ৩ বেলা

---

😮‍💨 শুকনো কাশি
🔹 Drop Mirakof / Miraten / Bukof
👶 ২-১২ মাস: ০.৫ মিলি × ৩-৪ বেলা
👧 ১-৩ বছর: ১ মিলি × ৩-৪ বেলা

🔹 Syp Mirakof / Miraten / Bukof
👧 ৩-৬ বছর: ১ চামচ × ৩ বেলা
👧 ৬-১২ বছর: ২ চামচ × ৩ বেলা

---

🪱 কৃমি হলে
🔹 Syp Alben / Almex
👶 ১-২ বছর: ১ চামচ (রাতে) → ১ম দিন ও ৭ দিন পর
👧 ২ বছর+: ২ চামচ (রাতে) → প্রতি ৪-৬ মাস পর পর
⚠️ লক্ষণ ছাড়া না খাওয়ানোই ভালো

---

💩 ডায়রিয়া হলে
🔹 Syp Zinc / Ziton / Zesup
📌 প্রতি ১০ কেজিতে ১ চামচ, ৫ কেজিতে ½ চামচ → ২ বেলা × ১৪ দিন

🔹 ORS স্যালাইন
📌 যত কেজি, তত চামচ পানির সাথে → প্রতিবার পাতলা পায়খানা বা বমি হলে

---

😔 অরুচি হলে
🔹 Syp Bicozin I
👶 ১ বছরের কম: ½ চামচ × ১ বেলা (১ মাস)
👧 ১ বছরের বেশি: ১-২ চামচ × ১ বেলা (১ মাস)

🔸 বিকল্প: Syp Zinc / Ziton / Zesup → পূর্বের নিয়মে ১ মাস পর্যন্ত

---

📌 বি. দ্রঃ
এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। প্রয়োজনে আপনার হাতের কাছেই থাকবে! 🧾

🟦 Collected

---

৭৫ হাজার টাকা মাত্র ! সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং...
13/09/2025

৭৫ হাজার টাকা মাত্র !
সারা জীবন তো হার্টের রিং বসানোর কথা শুনেছেন, এবার বাস্তবে দেখুন। তার চেয়েও দামি লাখ টাকার উপর রিং আছে। তেল চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, অ্যালকোহল, সিগারেট, অনিয়ন্ত্রিত জীবন যাপন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি হার্টের ছোট ছোট রক্তনালী ব্লকের জন্য দায়ী। আমাদের লাইফ স্টাইল এবং ভেজাল যুক্ত খাবারের কারণে বর্তমানে এত পরিমাণ হার্টের রোগী বেড়েছে।

শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক আমাদের এখনো সুস্থ রাখছে।

✅ কপি পোস্ট

কাউকে ব্লা-ডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্র...
30/08/2025

কাউকে ব্লা-ডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহটা আরো বাড়বে!
প্লিজ

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লা-ড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লা-ড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লা-ড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লা-ড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লা-ড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লা-ড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লা-ড দেয়।

আবার, যারা ব্লা-ড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লা-ড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই র*ক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

আমরা কেন এমন করি 🥺🥺🥺৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হা...
30/08/2025

আমরা কেন এমন করি 🥺🥺🥺
৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।
আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হাসপাতালে ১টার সময় গিয়েছি।
ব্লাড নিয়েছে ২টার সময়,
দুপুরে না খেয়ে ব্লাড দিলাম।
ব্লাড নিয়ে রোগীর লোক হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে ভাই ভালো থাকবেন।
ঐ ২ ঘন্টার রাস্তায় রুগির লোক কম করে হলেও ৫০ বার ফোন দিয়েছে,
ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন।
যেখানে আমার ১৮০ টাকা গাড়ি ভাড়া গিয়েছিল।
পরে রাতে জানতে পারলাম,
তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা তাই এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করেছে।
ঐরাত থেকে আমার জ্বর শুরু, ৭দিন জ্বর ছিলো, ৩দিন ডিউটিতে যেতে পারি নাই, ৩ দিনে আমার ১৫০০ টাকা কেটে রেখেছিল।
এখন কথা হলো
রোগীর পরিবার এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করলো
আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিলো না?
আচ্ছা মিষ্টি না খেলাম,
গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো?
আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম,,
ব্লাড নেওয়ার আগে তো ৫০ বার ফোন করেছে,
ব্লাড নেওয়ার পড়ে বাড়িতে ঠিক মতো আসলাম কি না ১মিনিট ফোন করে তো খবর নিতে পারতো তাই না???
৪০ কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেলো
ঐ ৪০ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না???
--- রোগীর লোক দের উদ্দেশ্যে বলি -ব্লাড দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজেটিভ রাখার চেস্টা করুন❣️
#লেখাটি_একজন_রক্তদাতার😔
জনস্বার্থে:- #অসহায়দের-বন্ধু ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালী।

28/08/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-

থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার। এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা। মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥


#মুসাফফা_মিম

25/08/2025

অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু! 😭

সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগী সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ (৩০)।

রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার।

আজ সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি।

পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ব্রাশ। সাথে পেয়ে যাবেন বাচ্চাদের বেবি পেস্ট। তাই...
25/08/2025

আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ব্রাশ। সাথে পেয়ে যাবেন বাচ্চাদের বেবি পেস্ট। তাই নিজেদের বাচ্চাদের দাঁতকে সুন্দর এবং মজবুত করতে মেটাডোর স্মাইল এ ধরনের ব্রাশ ইউজ করেন ।

আসসালামু আলাইকুম, এখন থেকে M. A. Motin Pharmacy তে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য Meril Baby Oil এবং বড়দের জন্য পেয়ে যাবেন Me...
21/08/2025

আসসালামু আলাইকুম, এখন থেকে M. A. Motin Pharmacy তে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য Meril Baby Oil এবং বড়দের জন্য পেয়ে যাবেন Meril Olive Oil,

আরও অনেক প্রডাক্ট আমরা Stok করবো সব আপডেট আমাদের এই পেইজে দেওয়া হবে তাই আপনারা আমাদের Follow করে রাখতে পারে।

20/08/2025

আসসালামু আলাইকুম

আমাদের ফার্মেসীতে খৎনা সহ্য ছুটো ছুটো সার্জারি গুলো ও করা হয়। এবং অনেক অল্প টাকায় এই কাজ গুলো করা হয় তাই আপনরা যেকোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রাখুন

আজকের সার্জারি এক ১২/১৩ বছরের বাচ্চা বাড়িতে রোমের মধ্যে খেলতে গিয়ে পরে যায়। মাথায় সে আগাত পায় অনেক টুকু ফেটে যাওয়ার কারণে বাচ্চাকে সেলাই দিতে হয়। আলহামদুলিল্লাহ বাচ্চা টিক আছে এখন 🤲

Hemofix FZ এতে রয়েছে আয়রন ফলিক এসিড জিংক এর মত গুরুত্বপূর্ণ উপাদান। √√ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে।√√ খাবারের র...
16/08/2025

Hemofix FZ
এতে রয়েছে আয়রন ফলিক এসিড জিংক এর মত গুরুত্বপূর্ণ উপাদান।
√√ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে।
√√ খাবারের রুচি বৃদ্ধিতে ।
√√ শারীরিক দুর্বলতা দূর করতে।
√√ শরীরে রক্তের পরিমাণ বাড়াতে।
√√ গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায়।
√√ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খাওয়ার নিয়ম দৈনিক একবার।
আর্টিকেলটি শুধুমাত্র তথ্যমূলক। যেকোন ঔষধ গ্রহনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন।

13/08/2025

🛑আয়রন ট্যাবলেট এতদিন (২-৩ মাস) খেতে হয় কেন?

রোগীর হিমোগ্লোবিন (Hb) কম থাকলে অনেক সময় রোগীরা কয়েকদিন আয়রন খেয়ে বন্ধ করে দেন। কিন্তু বাস্তবে Hb স্বাভাবিক করতে এবং আয়রন স্টোর ফিলাপ করতে অনেক সময় লাগে।

▪️ম্যালঅ্যাবসর্পশন না থাকলে কমপক্ষে ২ মাস নিয়মিত আয়রন খেলে Hb ৮ থেকে ১২ গ্রামে যাবে এবং স্টোরও (ফেরিটিন) ফিলাপ হবে।

▪️হিমোগ্লোবিন আরও কম হলে প্রায় তিন মাস খেতে হবে।

✳️✳️মাঝপথে ছেড়ে দিলে Hb সামান্য বাড়লেও স্টোর ফাঁকা থেকে যাবে, ফলে রিল্যাপ্সের ঝুঁকি থাকবে।

যাদের দাঁ'ত ব্য'থা কোন কিছু খেতে পারেন না ঘুমাতে পারেন না। মাত্র ৫ মিনিটে দাঁত ব্যথা দূর করে দিবে। ০+০+১
04/08/2025

যাদের দাঁ'ত ব্য'থা কোন কিছু খেতে পারেন না ঘুমাতে পারেন না। মাত্র ৫ মিনিটে দাঁত ব্যথা দূর করে দিবে। ০+০+১

Address

Beanibazar
Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when M. A. Motin Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M. A. Motin Pharmacy:

Share