
04/08/2025
দারুণ খবর!
বাংলাদেশী ভ্যালিড পাসপোর্টধারীদের জন্য নিম্নলিখিত দেশ সমূহের ভিসা (ভ্যালিড অথবা ব্যবহৃত) থাকলেই মিশর এয়ারপোর্টে "ভিসা অনএরাইভাল" সার্ভিস গ্রহণ করতে পারবেন:
১. আমেরিকা ভিসা
২. সেঞ্জেন ভিসা
৩. কানাডা ভিসা
৪. অস্ট্রেলিয়া ভিসা
৫. জাপান ভিসা
৬. নিউজিল্যান্ড ভিসা
৭. ইংল্যান্ড ভিসা
এছাড়াও গালফ কান্ট্রিতে যারা ভ্যালিড রেসিডেন্সি নিয়ে আছেন (ন্যুনতম ০৬ মাসের ভ্যালিড) এবং অবশ্যই #হোয়াই_কলার_জব করেন তাদের জন্যও মিশর রেখেছে ভিসা অন এরাইভল সুযোগ!