18/02/2025
ওস্তাদ নিয়ে জরানীতি!
আগামী কাল ওসমানী মেডিকেল হাসপাতালে আব্বাজানের পায়ে বড় ধরনের অপারেশন হবে। তিনি এবং পরিবারের পক্ষ থেকে শাগরেদ ভক্ত ও মুহিব্বীন দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।
কয়েকদিনে জমা হল কিছু কথাঃ
#একদল আছেন ভাইরাল মৌলুভী! ওরা আসে, গায়ে হাত লাগিয়ে বা কিছু টাকা হাতে দিয়ে ছবি/চেলফি উঠায়, ভিডিও করে। অমত থাকা স্বত্বেও মানা করতে পারিনা। ভাইরাল হওয়া শেষ, এখন আর আসেনা, কল দিয়ে খবরাখবর ও নেয়না। ওদের মতলব পুরা হয়ে গেছে।
#মনে পড়ে গেল কবির সেই পংক্তি - "শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো একফুটো দিলেম শিশির" একজন মাওলানা বাচাল এলেন! ভক্তদের দেওয়া টাকা থেকে কিছু টাকা আমার হাতে দিয়ে অহংকার করে বলেন, "আপনারা হুজুরের ছেলেরা হুজুরের হক আদায় করতে পারছেননা, সারা জীবন শুধু হুজুরের খাইলেন"। আরে বেদুরুছ, বাবা তাঁর সন্তানদের খাওয়াতেই তো স্বচ্ছন্দবোধ করেন, বাবা সন্তানকে খাওয়াবেন নাকি বিড়াল কুকুরকে খাওয়াবেন? এতেও কি হিংসা কাজ করে?
আর খেদমতের কথা বলছো! খেদমত কাকে বলে জানো, আজ তিন তিনটা মাস রাতদিন ২৪ ঘন্টার মধ্যে দেড়/দু'ঘন্টা ঘুমিয়ে খেদমত করছি। আলহামদুলিল্লাহ রায়গড়ীর সন্তানরা একটুও বিরক্তবোধ করছিনা। প্রয়োজনে হাজার বছর খেদমত করা লাগলেও বিরক্ত হবোনা ইনশাআল্লাহ।
#আরেক সাড়ে সৌখিন মৌলুভী একদিনই এলেন! আব্বাজানের মাথায় হাত দেওয়ার আগে হেন্ড রাব লাগালেন, হাত দেওয়ার পরেও লাগালেন। আনাড়িপনা দেখে বরদাশত করতে পারিনি, বল্লাম আজ দুইমাস থেকে বিনা হেন্ড রাবে বিনা হেন্ড গেলাবে পেশাব পায়খানা সাফ করছি, আমাদের কিছুই হয়নি, হলেও হোক তবুও এভাবেই খেদমত করেই যাবো ইনশাআল্লাহ। তিনি জ্ঞান দিলেন, এভাবে হেন্ড ওয়াশ ব্যবহার করা উচিৎ। আর কথা বাড়ানো বেহুদা মনে করে জবাব দেইনি।
#একজন আগু আগু মওলবী এসে বলেন, হুজুরকে এই কথা জিজ্ঞেস করেন, যে তিনি মরলে কবর কোথায় হবে? বল্লাম, আমরা জীবিত রায়গড়ীর খেদমত করছি, মৃত রায়গড়ী নিয়ে রাজনীতি করতে চাইনা। আমরা একজন মুমূর্ষু রোগিকে মরার পর কবর কোথায় হবে জিঙ্গাসা করে উনার মনে কষ্ট দেওয়া সমীচীন মনে করিনা। আজ প্রায় একমাস হলো, কেউ এসে খবর নেওয়া দুরের কথা একটা কল দিয়েও খবর নেয়নি। ভাবছি, রোগ বা রোগি নিয়ে ওদের কোন টেনশন নেই। ওরা প্রতীক্ষার প্রহর গুনছে কখন মরবেন আর কখন লাশ গাড়বে! হায় মদন! তোরা আর বদলবে না৷ যেই সে-ই রয়ে গেলি!!
#আব্বাজানের অনেক ভক্তের সহযোগিতা ও আন্তরিকতা দোয়া কখনও ভুলার নয়। জাযাকুমুল্লাহু খাইরান।