Baha Uddin

Baha Uddin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baha Uddin, Digital creator, Sylhet.
(83)

জামায়াত তার দীর্ঘ পথচলায় উলামায়ে দেওবন্দকে কখনো আপন অথবা বন্ধু মনে করে নি। তাদের একটা চলমান প্রক্রিয়া হলো, উলামায়ে দেওবন...
17/10/2025

জামায়াত তার দীর্ঘ পথচলায় উলামায়ে দেওবন্দকে কখনো আপন অথবা বন্ধু মনে করে নি। তাদের একটা চলমান প্রক্রিয়া হলো, উলামায়ে দেওবন্দকে বদনাম করা, তাদের সমালোচনা করা, ঘায়েল করা।

ব্যক্তি মাওলানা নাজমুল হাসান কাসেমি মুদ্দা:-এর সাথে আপনার দ্বিমত থাকতে পারে। কিন্তু একজন বরেণ্য আলেম ও খতিব হিসেবে তাকে নোটিশ পাঠানো হাস্যকর ও ভয়ংকর। জামায়াতের উচিত, এই ঘৃণ্য মানসিকতা পরিত্যাগ করা।

গত জুমায় তিনি শরিয়াহসম্মত আলোচনা করেছেন। কিন্তু তা সইতে পারে নি তারা। আজ তিনি ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছেন। সবার সামনে সেই চিঠিকে অপাংক্তেয় ও অবাঞ্চিত ঘোষণা করেছেন, এবং মিম্বরে বসেই সবার সামনে তা ছিড়ে ফেলেছেন।

আল্লাহ তাআলা হজরতকে উত্তম বদলা দান করুন।

দুই কোটি টাকার চুক্তিতে অন্যের কনটেন্ট বানাবেন রিপন মিয়া! 😱
17/10/2025

দুই কোটি টাকার চুক্তিতে অন্যের কনটেন্ট বানাবেন রিপন মিয়া! 😱

🌳 "নিঃশব্দ প্রকৃতির কোলে, শান্তির ছায়া দেয় এই একাকী বৃক্ষ।" 🍃
12/10/2025

🌳 "নিঃশব্দ প্রকৃতির কোলে, শান্তির ছায়া দেয় এই একাকী বৃক্ষ।" 🍃

03/08/2025

*❝ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) এর শক্তিকে কখনো হালকাভাবে নিও না। কারণ এটি এমন একটি অস্ত্র যা তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং তুমি যে কষ্ট বা সমস্যা অনুভব করছো, তা হালকা করে দিতে পারে।❞*

📖 অনলাইনে কুরআন শিক্ষা "তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।" — (সহিহ বুখারি)আপনি কি সুন্দরভ...
03/08/2025

📖 অনলাইনে কুরআন শিক্ষা

"তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।" — (সহিহ বুখারি)

আপনি কি সুন্দরভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান?

আপনি কি তাজবিদ ও সঠিক উচ্চারণে কুরআন পড়তে চান?

সময় ও স্থানের বাধা ছাড়াই — এখন ঘরে বসেই অনলাইনে শিখুন পবিত্র কুরআন।

📌 আমাদের সেবাসমূহ:

✅ সঠিক তাজবিদ সহ কুরআন শিক্ষা

✅ শুদ্ধ উচ্চারণ ও তিলাওয়াত

✅ ছোট ও বড় সুরা মুখস্থ করানো

✅ নামাজ ও দৈনন্দিন দোয়া শিক্ষা

🌸 কে শিখতে পারবে?

🌼শিশু

🌼প্রাপ্তবয়স্ক পুরুষ

🕒 সময়: রাত ৯ থেকে ১০ পর্যন্ত

📍 স্থান: অনলাইন (WhatsApp)

📞 যোগাযোগ করুন এখনই

📲 মোবা: 01716556382]

আসুন, কুরআনের আলোয় আলোকিত করি আমাদের জীবন। 🌙

🛑 ত্রিমুখী নদীর মোহনায়—জীবন থমকে আছে!দিরাই, জগন্নাথপুর, শান্তিগঞ্জ –তিনটা উপজেলা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে একে অপরের দিকে।ক...
19/06/2025

🛑 ত্রিমুখী নদীর মোহনায়—জীবন থমকে আছে!

দিরাই, জগন্নাথপুর, শান্তিগঞ্জ –
তিনটা উপজেলা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে একে অপরের দিকে।
কিন্তু মাঝখানে আছে এক নির্মম বাধা –
একটা নদী, যে নদী বয়ে চলেছে প্রতিদিনের শত বেদনার কাহিনী।

🚫 যেখানে সেতু থাকার কথা ছিল জীবনের জন্য,
সেখানে আছে শুধুই অনিশ্চয়তা, ভয় আর হাহাকার।

👧 শিশুরা স্কুলে যেতে ভয় পায়।
👵 বৃদ্ধা মা হাসপাতালে পৌঁছাতে পারেন না।
🚶‍♂️ কৃষক-শ্রমিক পায়ে হেঁটে পার হতে গিয়ে প্রতিদিন বাজি রাখেন নিজের জীবন।
🚑 অসুস্থ কেউ সময়মতো চিকিৎসা না পেয়ে হারিয়ে যায়!

প্রশ্ন জাগে—
এই কি আমাদের প্রাপ্য?
এই কি স্বাধীনতার ৫০ বছর পরের বাস্তবতা?

---

💔 এই নদী শুধু পানি বয়ে নেয় না,

এই নদী বয়ে নেয় চোখের পানি...
বয়ে নেয় সম্ভাবনার মৃত্যু, সময়ের অপচয়, এবং অবহেলার নির্মমতা।

---

🗣️ আমাদের দাবি একটাই:

> 🔊 ত্রি-উপজেলার এই মিলনস্থলে অবিলম্বে একটি সংযোগ সেতু চাই!
এটা কোনো বিলাসিতা নয়, এটা জীবনের অপরিহার্য দাবি!

---

🔥 এখনই সময় সোচ্চার হওয়ার:

✅ স্কুলের শিক্ষার্থী, ✅ বাজারের ব্যবসায়ী, ✅ দিনমজুর, ✅ শিক্ষক, ✅ ইমাম সাহেব—
এই দাবি সবার। এই আন্দোলন আমাদের বাঁচার লড়াই।

---

✊ মানববন্ধন গড়ুন—একসাথে দাবির ঝড় তুলুন!

📍 নদীর মোহনায় দাঁড়িয়ে বলুন— "আমরা সেতু চাই—জীবনের জন্য, ভাঙা স্বপ্ন জোড়ার জন্য!"

📢 হাতে প্ল্যাকার্ড নিন, হৃদয়ে জ্বলুক আলো—
"সেতু নয়, মরছি আমরা!"
"ত্রিমুখী সেতু চাই—এটাই বাঁচার শেষ দাবি!"

---

📝 করণীয়:

অনলাইনে পোস্ট করুন, ভিডিও বানান, সচেতনতা ছড়ান।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন।

ইউনিয়ন-ওয়ার্ড লেভেলে স্বাক্ষর সংগ্রহ করুন।

সাংবাদিক ও মিডিয়াকে যুক্ত করুন এই দাবিতে।

---

📌 মনে রাখুন:

🔴 আজ যদি আমরা চুপ থাকি, কাল হয়তো কারো প্রিয়জন এই নদীতে নিখোঁজ হবে!
🔴 আজ যদি সোচ্চার না হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না!

---

✨ এখনই সময় আওয়াজ তোলার:

"ত্রিমুখী নদীর মোহনায় – অবিলম্বে একটি সেতু চাই!"
"এই দাবি জীবন বাঁচানোর দাবি!"

02/04/2025

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

শায়খুল হাদীস পরিষদের সেমিনারের আলোচ্য বিষয় ছিলো,  দাওরা সনদের কার্যকর মূল্যায়ন ও সমকালীন ভাবনা৷ বক্তব্য রাখেন শায়খুল হাদ...
22/03/2025

শায়খুল হাদীস পরিষদের সেমিনারের আলোচ্য বিষয় ছিলো, দাওরা সনদের কার্যকর মূল্যায়ন ও সমকালীন ভাবনা৷ বক্তব্য রাখেন শায়খুল হাদীসের দুই সুযোগ্য সন্তান সহ অন্যান্য উলামায়ে কেরাম। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজীজ।

কথা একটাই, সনদের কার্যকারিতা দেখতে চাই। অসংগতি দূর করতে চাই। এটাই আমাদের দাবী।

উত্তম প্রস্তাব। আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস...
22/03/2025

উত্তম প্রস্তাব।
আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট'স ওকে। চাইতেই পারে। তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।

তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে।

জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে।

শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।

৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।

২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে।

গুম খুন হত্যা হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে,

আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপরে চিন্তা ভাবনা করে দেখা যাবে দেশে ফিরবে কি ফিরবে না!😐

26/02/2025

রমজানের ঘ্রান আসছে আলহামদুলিল্লাহ।

Address

Sylhet
3002

Alerts

Be the first to know and let us send you an email when Baha Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baha Uddin:

Share