Badal krishna Banejee

Badal krishna Banejee Digital creator.

Im & my dear Wife.
21/10/2025

Im & my dear Wife.

With Reya Roy – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
21/10/2025

With Reya Roy – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

With Matchless Gift – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
21/10/2025

With Matchless Gift – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

আজমিরীগঞ্জে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও যুব কিশোর সংসদের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পরমেশ্বর ভগবা...
18/08/2025

আজমিরীগঞ্জে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ ও যুব কিশোর সংসদের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় পৌরসভাধীন রামকৃষ্ণ মিশন থেকে শুরু হয়ে র‍্যলিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনঃরায় রামকৃষ্ণ মিশনে এসে শেষ হয়। এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে,গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় এবারও সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করা হয়েছে, আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ ধরাধামে অবতীর্ণ হন। সনাতন ধমালম্বীদের বিশ্বাস, পাশবিক বা আসুরিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত্ত হয়েছিল-তখন সেই শক্তিকে দমন করে মানব কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠাতার জন্য মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে আর্বিভাব ঘটেছিল। আর সে কারণে যুগে যুগে তিনি পৃথিবীতে আর্বিভূত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছিলেন।" বর্ণাঢ্য র‍্যালি বা মঙ্গল শোভাযাত্রায়, পৌর বিএনপি'র সিনিয়র সহ,সভাপতি রাজু নাগ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা বাদলকৃষ্ণ ব্যানার্জী, সহ,সভাপতি, রোহিনী কান্ত ভট্টাচার্য্য, সা,সম্পাদক, মাধব চক্রবর্ত্তী, যুব কিশোর সংসদের সভাপতি, সুজন আচার্য্য, সা,সম্পাদন কনৌজ কান্তি ব্যানার্জী, সম্মানীত সদস্য, বিশ্ব চক্রবর্ত্তী, প্রশান্ত চক্রবর্ত্তী, বিমল চক্রবর্ত্তী, আকাশ চক্রবর্ত্তী, এ ছাড়া তাপস দাস, সুরঞ্জিত দাস, অমর দাস ও টিপু বণিক সহ এলাকার অসংখ্য কৃষ্ণ ভক্তগণ উপস্থিত ছিলেন।

অর্জুন শ্রীকৃষ্ণ কে জিজ্ঞেস করল, হে কেশব! মৃত্যু যখন সকলের নিশ্চিত।তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি?যারা সংসার ভো...
09/08/2025

অর্জুন শ্রীকৃষ্ণ কে জিজ্ঞেস করল, হে কেশব! মৃত্যু যখন সকলের নিশ্চিত।
তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি?
যারা সংসার ভোগ, কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেনঃ
হে পার্থ! বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে।
কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে
তখন বধ করে না। কোমল ভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে।

দাঁত একই, মুখ ও একই কিন্তু পরিনাম পৃথক পৃথক।ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুর ধামে অপরজন চুরাশি চক্রে।

মৃত্যু সকলেরই অনিবার্য। জন্মিলে মরিতে হবে এটাই বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমন ভাবে পরিচালনা করেছেন তার উপর নির্ভর করেই আপনার প্রাপ্তি ঘটবে।

জড় সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পন না করেন। তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানা ভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হবে।

কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভজনায় সমর্পন করেন। শুদ্ধ ভক্তি, পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করেন, সাধু সঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন। কৃষ্ণভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয় তো মৃত্যুর পর আর এই জড় জগতে আসতেই হবে না। স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাই পাবেন।

সুতরাং মনুষ্যের এই দুর্লভ জীবনে জড় জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধু সঙ্গ করুন। হরি নাম শ্রবন করুন। কৃষ্ণ নাম প্রচার করুন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

তিনটি কফিন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন। বিমান দুর্ঘটনার ভয়াল আগুন কে...
24/07/2025

তিনটি কফিন, তিনটি ফুলের মতো জীবন, একটাই পরিবার…একই পিতা-মাতার তিন সন্তান — দুই ভাই, এক বোন।

বিমান দুর্ঘটনার ভয়াল আগুন কেড়ে নিলো তাদের হাসিমুখ।
জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রার্থনা যেন ছাই হয়ে গেলো এক মুহূর্তে।

আজ এক বাবা নিজের হাতে দাফন করলেন তিনটি সন্তানের নিথর দেহ।
আজ এক মা স্তব্ধ, নিস্তব্ধ, শুন্য… তার কোলের আলো নিভে গেছে চিরতরে।
আর কখনো তারা "মা", "বাবা" ডাক শুনবেন না।

তারা শুধু সন্তান হারাননি, বাংলাদেশ তার ভবিষ্যৎ হারালো ❞
আজকের শিশু, আগামী দিনের সূর্য। আর আমরা কি তাদের বাঁচাতে পারছি?

জবাব চাই, দায় কোথায়? ব্যবস্থাপনা কোথায়? সচেতনতা কোথায়?
আহারে জীবন… কত অমূল্য, আর কত অনিরাপদ।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট
তাদের বিদেহী আত্মার সদগতি ও শান্তি কামনা করছি।
.

With Matchless Gift – I just got recognised as one of their top fans! 🎉
24/07/2025

With Matchless Gift – I just got recognised as one of their top fans! 🎉

With Reya Roy – I just got recognised as one of their top fans! 🎉
23/06/2025

With Reya Roy – I just got recognised as one of their top fans! 🎉

100% Right.
08/06/2025

100% Right.

Address

Banerjee Niketan. Sarapnagar ( Gangerhati) Ajmirganj
Sylhet
3360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badal krishna Banejee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share