সিলসিলায়ে ফুলতলী বাংলাদেশ Silsilah Fultoli Bangaladesh

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সিলসিলায়ে ফুলতলী বাংলাদেশ Silsilah Fultoli Bangaladesh

সিলসিলায়ে ফুলতলী বাংলাদেশ Silsilah Fultoli Bangaladesh silsilah fultoli bangladesh

13/04/2025

একজন সাধারণ আশেকে রাসুল ﷺ এর মনের কথাগুলো ❤️

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ...
08/04/2025

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৭ এপ্রিল ২০২৫, সোমবার গোলাপগঞ্জ হযরত শাহজালাল রহ. লতিফিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।

গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি শিপু আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি ফয়জুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সদস্য জসিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা উওর শাখার সাবেক সভাপতি শাহবাজ আহমদ সুচন, সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম, অর্থ সম্পাদক তুফায়েল আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুজাহিদুল ইসলাম, সদস্য আব্দুল মালেক, ফাহিম ফরিদ প্রমুখ।

সফলতা কামনা করি।
06/04/2025

সফলতা কামনা করি।

সফল হউক
28/03/2025

সফল হউক

বদর যুদ্ধ মুসলমানদের ঈমানি চেতনার পরিচায়ক---এস এম মনোয়ার হোসেনবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্প...
17/03/2025

বদর যুদ্ধ মুসলমানদের ঈমানি চেতনার পরিচায়ক
---এস এম মনোয়ার হোসেন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বলেন, বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। যা মুসলমান ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরী সনের ১৭ রামাদান তথা ৬২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ বদর নামক স্থানে সংগঠিত হয়। এ যুদ্ধ ছিল সত্যের পক্ষে, অন্যায়-যুলম ও অবৈধ আধিপত্যের বিরুদ্ধে। এ যুদ্ধে মুসলমানরা সংখ্যাধিক্যে কম হয়েও মক্কার কাফির পরাশক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের সূচনা করেন। এর মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য সূচিত হয়। এজন্য এ যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়। মহাগ্রন্থ আল কুরআনে এই দিনকে ‘ইয়াউমুল ফুরকান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

তিনি আরো বলেন, ইসলাম ও মুসলমানদের জন্য এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শিক্ষা বদর যুদ্ধ। প্রতিবছর দিনটি আমাদের মাঝে আসে ঈমানী চেতনা জাগিয়ে তুলতে। আমরা লক্ষ্য করি, বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল তাঁদের দৃঢ়পদ অবস্থান, একতা ও অবিচলতা। বদর যুদ্ধ সর্বযুগে মুসলিম জাতিকে প্রেরণা যুগিয়েছে এবং ভবিষ্যতেও আমাদের ঈমানি চেতনা যুগিয়ে যাবে।

১৬ মার্চ '২৫, রবিবার, সন্ধ্যায় উপজেলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা আয়োজিত "ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য" শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সভাপতি শিপু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, গোলাপগঞ্জ হযরত শাহজালাল রহ. লতিফিয়া মাদ্রাসার সুপার মাওলানা মাহফুজুর রহমান, সিলেট পূর্ব জেলার সদস্য জায়েদ খান।

শাখা সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনার ও ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ (উত্তর) উপজেলা সহ-সভাপতি আল-আমিন, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সহ-প্রচার সম্পাদক রায়হানুল ইসলাম শিকদার, হাসান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, হাশিম আহমদ, সদস্য মামুন আহমদ, ফাহিম আহমদ প্রমুখ। এছাড়াও শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও মাদ্রাসা শাখার দায়িত্বশীলবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ফুলতলীদের নমনীয়তার নীতি: মুগ্ধতার নীরব বিজয়— পথিক হাসানফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাতের ছাত্র রিয়াজের মর্মান্তিক মৃত্যু...
14/03/2025

ফুলতলীদের নমনীয়তার নীতি: মুগ্ধতার নীরব বিজয়
— পথিক হাসান
ফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাতের ছাত্র রিয়াজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা যেকোনো হৃদয়বান মানুষের মন ছুঁয়ে যাবে। এমন অপমৃত্যুর ঘটনায় দারুল কিরাত কর্তৃপক্ষের দায়বোধ থেকে দুঃখবোধ ছিল বেশি। দশ-বারো দিন ধরে সকলে একই বাড়িতে সাহরী ইফতারে শরীক হচ্ছেন। সহাবস্থানের সাথে আত্মিক ও হৃদ্যিক বন্ধন হচ্ছিল সুদৃঢ়। মহান আল্লাহ পাক রোযার দিনে তাঁকে নিয়ে নিলেন। পানিতে ডুবে মরণ শহীদী দরজার সমতুল্য। শিশু পানিতে ডুবলে সাঁতার ও বড়রা হলে মৃগীরোগের প্রশ্ন স্বাভাবিকভাবে আসে। তেমনি একটি দুর্বল সূত্রের খবরে যুক্ত হয় মৃগী রোগের কথা। দারুল কিরাতের সহকারী নাজিম মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান শোকবার্তায় মৃত ছাত্রের মৃগী রোগের কথা উল্লেখ করেন। তাতেই স্বার্থন্বেষীদের সমালোচনার খোরাক হয়ে যায়। মিথ্যাচার, বানোয়াট অপপ্রচারে চলে যায় রমযানের পুরো রাত। ভোর হতেই মৃতের অভিভাকদের ভিডিওবার্তায় ভাটা পড়ে অপপ্রচারে। ন্যূনতম লজ্জাশীল লোকগণ নিজেদের ফুলতলী বিদ্বেষের প্রমাণাদি মুছতে থাকেন। আর যারা লজ্জা শরমের উর্ধ্বে উঠে মহাজাগতিক আত্মা ধারণ করেছেন তারা কিছু মুছতে চাননি। বরং মিমাংসাকারী নেতাকে নিয়ে বিষোদগারে লিপ্ত হন। শ্রেণি সংগ্রামীদের প্রবাদবাক্য হলো; সর্বহারাদের হারাবার কিছু নেই, পাবার আছে গোটা বিশ্ব। তেমনি নির্লজ্জদের নেই কিছু হারাবার; পাবার আছে শুধু ধিক্কার। পবিত্র রমযানের মাগফিরাত দশকের জুমার দিনে যার যার নিয়্যতমতো আত্মতৃপ্তি অর্জন করলেন।
---
দারুল কিরাতের ছাত্রকে ছাত্রশিবিবের সাথীপ্রার্থী দাবি করে শিবির নেতৃবৃন্দ লেখালেখি করলেন। শেষ পর্যন্ত জানাযা পূর্ব বক্তৃতায় শিবির কর্মী হিসেবে তাকে প্রতিষ্ঠিত করলেন স্থানীয় নেতা। সেখানে উপস্থিত ছিলেন ফুলতলী দরবারের প্রতিনিধি পরওয়ানা পত্রিকার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী। তিনি দারুল কিরাতের ছাত্রকে নিজেদের সংগঠন তালামীযের কর্মী বলে দাবি করতে পারতেন। কিন্তু করলেন না। এই নমনীয়তা আমাকে মুগ্ধ করেছে। যার জন্যে এই সাহিত্য রচনার অবতারণা। এ থেকে শিক্ষা নেওয়ার আছে। সম্পাদক সাহেবের সঙ্গে ট্রাস্টের কয়েকজন স্টাফ ও সাংবাদিক ছিলেন। এমন দুজনের সঙ্গে আমার যোগাযোগ হয়। তারা জানালেন, মৃত রিয়াজ তালামীযের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার পুরোপুরি ফুলতলী মসলকের অনুসারী । এজন্যই তারা মৌলভীবাজার থেকে সুদূর ফুলতলীতে তাদের সন্তানকে কুরআন শরীফ শিখতে পাঠিয়েছেন। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়ার পরও কোনো ধরনের সন্দেহ ছাড়া মরদেহ নিতে চেয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, হেকমতী এক ফেসবুক লাইভের জন্য সেটি আর সম্ভব হয়নি। মৃতদেহে খঞ্জর চালানোর ব্যবস্থা করেন শুভাকাঙ্ক্ষীরা। জাতির কাছে প্রকাশিত হলো, কারা নাদান দোস্ত।
জানতে পারলাম মৃত রিয়াজের বসত ঘরের দেয়ালে তালামীয ও ফুলতলীর নানা ব্যানার ও পোস্টার রয়েছে। স্থানীয় তালামীযের শাখাগুলোতে রিয়াজের যোগাযোগ ও বিভিন্ন সভায় উপিস্থিতির প্রমাণিক বস্তু রয়েছে। প্রশ্ন করলাম, তালামীযের সাথে মৃত রিয়াদের সম্পৃক্ততা কেন প্রকাশ করা হয়নি। তাঁদের উত্তর ছিল খুবই সুন্দর। অভিভূত হওয়ার মতো। কেবল নির্বোধ প্রাণীরাই স্বীয় জাতির লাশ নিয়ে টানাটানি করতে পারে, আল্লাহ পাক তো আমাদের বিবেক দিয়েছেন। দ্বিতীয়ত, একজন শিবির কর্মী ইত্তেহাদুল কুররায় না গিয়ে দারুল কিরাতে এসেছেন। এটা দারুল কিরাতের সর্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। দেশে গ্রেফতার আতঙ্ক না থাকলেও সীমান্তবর্তী একটি জনপদে পড়তে আসা ফুলতলীর নিরাপদ আশ্রয়ের ইঙ্গিত বহন করে। তৃতীয়ত, দারুল কিরাতে গোমরাহ আকীদা পোষণকারী কাউকে ভর্তি করা হয় না। তবুও পরিচয় গোপনকারীদের শারীরিক নির্যাতন করে তাড়িয়ে দেওয়া হয় না। এটিই তার প্রমাণ। আরো বড় প্রমাণ হলো, নয়া বাংলাদেশেও তারা গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। তারা অপপ্রচার না করলে এটি বেরিয়ে আসতো না। আমাদেরকে সতর্ক হওয়ার সুযোগ করে দিলেন। চতুর্থত, কারো রাজনৈতিক ফায়দা হাসিলের সুবাধে একটি শোকাহত পরিবার যদি সহমির্মতার অর্থ সহায়তা পেয়ে থাকেন তাহলে মন্দ কি? পরিবারটি স্বাবলম্বী হলে আমরাই খুশি।
মর্মান্তিকতার দুঃখবোধের মাঝেও এই ভেবে তৃপ্ত হলাম, শত হেকমত ধুলোয় মিশিয়ে ফুলতলীদের নমনীয়তা নিয়ে এলো মুগ্ধতার নীরব বিজয়।

✨ ১২ রমজান, ১৪৪৬ হিজরী ✨   সেহরি ও ইফতারের সময়সূচি ! সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৪মিনিট এবং ...
12/03/2025

✨ ১২ রমজান, ১৪৪৬ হিজরী ✨
সেহরি ও ইফতারের সময়সূচি !

সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৪মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ০৪মিনিটে।

✨ ১০ রমজান, ১৪৪৬ হিজরী ✨    সেহরি ও ইফতারের সময়সূচি ! সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৬মিনিট এবং...
10/03/2025

✨ ১০ রমজান, ১৪৪৬ হিজরী ✨
সেহরি ও ইফতারের সময়সূচি !

সিলেট ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৬মিনিট এবং ইফতার সন্ধ্যা ৬টা ০৩মিনিটে।

আনজুমানে আল ইসলাহ, কুইবেক-কানাডা-এর ইফতার মাহফিল সম্পন্ন। অদ্য ৯ মার্চ ২০২৫ ইং রোজ রবিবার, কানাডা-কুইবেক এর মন্ট্রিয়ল স্...
10/03/2025

আনজুমানে আল ইসলাহ, কুইবেক-কানাডা-এর ইফতার মাহফিল সম্পন্ন।
অদ্য ৯ মার্চ ২০২৫ ইং রোজ রবিবার, কানাডা-কুইবেক এর মন্ট্রিয়ল স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় আমজুৃানে আল ইসলাহ কুইবেক- কানাডা কর্তৃক আয়োজিত পবিত্র রামাদ্বান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব নাজমুল হুদা। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার। সভার শুরুতে পবিত্র কুরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন সহ সাধারন সম্পাদক জনাব মাওলানা হাজির আলী, না' তে রাসুল (সা.) পরিবেশন করেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব আবু সালেহ মো: ইউসুফ এবং শানে আউলিয়া ( আল্লামা ফুলতলী ছাহেব ক্নিবলাহ (র.) এর শানে) পরিবেশন করেন প্রশিক্ষণ সম্পাদক জনাব মাওলানা বুরহান উদ্দীন।
সভায় উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মাও:শরিফ মাহমুদুল হাসান, বিশিষ্ট রিয়েলেটর জনাব মুমিনুল চৌধুরী উজ্জল, সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইকুল ইসলাম, মৌলভী বাজার সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,জনাব আজিম আহমদ প্রমূখ।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক, সমাজ সেবক ও বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম এর সাবেক সভাপতি জনাব সুহেল মিয়া, মন্ট্রিয়লের টি-মার্ট ফুড সার্ভিস এর পরিচালক জনাব আব্দুল্লাহিল কাফী, বিশিষ্ট রিয়েলেটর ও সমাজ সেবক জনাব শাহ আলম মোল্লা, জনাব নাজমুল হক, জনাব এডভোকেট এমদাদুল হক, জনাব লুৎফুর রহমান, বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম এর সদস্য জনাব ওয়াহিদুর রহমান, মৌলভী বাজার সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা জনাব আল এমরান, জনাব রাকিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক জনাব শরীফ ইকবাল প্রমূখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার।

পরিশেষে সভার সভাপতি জনাব নাজমুল হুদা সাহেবের সমাপনী বক্তব্যে এবং মাওলানা আব্দুল খালিক তাপাদার সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when সিলসিলায়ে ফুলতলী বাংলাদেশ Silsilah Fultoli Bangaladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলসিলায়ে ফুলতলী বাংলাদেশ Silsilah Fultoli Bangaladesh:

Share

Category