Md-Rifat Ahmed

Md-Rifat Ahmed আমার পেইজে সবাইকে স্বাগতম

28/09/2024

" শুভ জন্মদিন "
ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাদার অফ হিউম্যানিটি,গণতন্ত্রের মানসকন্যা,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী,দেশরত্ন শেখ হাসিনা।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
বাংলাদেশ ছাত্রলীগ,জৈন্তাপুর উপজেলা শাখা'র পক্ষ থেকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা❤️।
শুভ কামনা রইলো
ইনশাআল্লাহ বিজয় আসবেই,আধার কেটে আলো আসবে।

10/07/2024

জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা আহ্ কি যে জ্বালা।
হলুদ জার্সিরা 🤣
আর্জেন্টিনা ফাইনালে। 💪💪
ব্রাজিল আজকে কানাডা হয়েও পারলে না।
কাদির মামুর মতো কানাডাও ব্রাজিল সাপোর্টারদের কে ফাতলা মারসে, হতাশ।
সমস্যা না তোমরা আবার উরুগুয়ে হয়ে আবার আসবে,
আর্জেন্টিনার বিপক্ষে।
ধন্যবাদ 😃


অভিনন্দন আর্জেন্টিনা। 🇦🇷✌️কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রিয় দল আর্জেন্টিনা। আবারো অসাধারণ পেনাল্টি সেইভ বিশ্ব...
05/07/2024

অভিনন্দন আর্জেন্টিনা। 🇦🇷✌️
কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রিয় দল আর্জেন্টিনা।
আবারো অসাধারণ পেনাল্টি সেইভ বিশ্বসেরা গেলকিপার, আজকের জয়ের নায়ক,বাজপাখি Emiliano Martínez 🔥 💪⚽
→ সেরা খেলোয়াড় এওয়ার্ড ম্যান অব দ্য ম্যাচ হাতে।
আবারো প্রমাণ করে দিলে তুমি বিশ্বের সেরা গোলকিপার।
Rifat Ahmed

প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির আশায় ছিলাম। কিন্তু আজ আবার সেই শান্তির বৃষ্টি চিন্তার কারণ। প্রাকৃতিক দূর্যোগের কাছে মান...
31/05/2024

প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির আশায় ছিলাম। কিন্তু আজ আবার সেই শান্তির বৃষ্টি চিন্তার কারণ।
প্রাকৃতিক দূর্যোগের কাছে মানুষ অসহায়।

উনি একজন হার্টের রোগী হয়ে ও বৃষ্টিতে বিজে মানবতার কাজে নিজেকে নিয়োজিত করেছেন।
স্থানীয় মানুষের সাথে সংযুক্ত হওয়ার জন্য যখন প্রশাসন বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়ে ব্যার্থ,তখন জননেতা এম.লিয়াকত আলী সাহেব আসলেন, বানবাশি মানুষকে উদ্দ্বারে গেলেন, ইঞ্জিন নৌকা যোগাড় করলেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে খিচুড়ি এবং শুকনো খাবার বিতরণ করলেন।
মানুষ মানুষের জন্য এটাই তার প্রমাণ মানবতার ফেরিওয়ালা Liakat Ali ভাই।
নেতা অনেক কষ্টের বিনিময়ে আপনারে পাইছি। আপনে শুধু জনগনের পাশে থাকেন এটাই জনগনের আশা।
জৈন্তাবাসীর সুখ দুঃখের সারথি জননেতা জনাব এম.লিয়াকত আলী।
কিছু বলার নাই ইনশাআল্লাহ আল্লাহ এর উত্তম প্রতিদান দিবেন। L. Ali

ধন্যবাদ জৈন্তাপুর উপজেলার ইউএনও Uno Jaintapur
আমার সাধারণ জীবনের এটাই প্রথম প্রশাসনের কোন কর্মকর্তাকে অভিনন্দন বা ক্রেডিট দেওয়া।
যিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে রয়েছেন,গত কাল সন্ধ্যা থেকে সারা রাত জেগে চায়ের হোটেলে বসে সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতি ও উদ্ধার কাজে উনার সাধ্যের মধ্যে বা বাইরে গিয়ে যত টুকু করেছেন বা করার চেস্টা করেছেন তার জন্য সত্যি উনি প্রশংসা পাওয়ার দাবীদার।
"ভবিষ্যৎ প্রজন্ম এমন উদার মনমানসিকতা নিয়ে বেড়ে উঠে সেবা প্রদান করুক এই প্রত্যাশা টুকুই সবার নৈতিক শিক্ষা হিসাবে থাকা উচিত।"

রেস্পেক্ট - আওয়ার ইউএনও

31/05/2024

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md-Rifat Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share