MAHI ISLAM.

MAHI ISLAM. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAHI ISLAM., Gaming Video Creator, Chunarughat, Sylhet.

01/05/2025

গাছ লাগাতে বলেন কেউ লাগাবেনা; গাছের পিছনে গিয়ে লাগাতে বলেন দেখবেন সবাই হাজির হয়ে যাবে!' 😒

01/05/2025

আজ এই শ্রমিক দিবসে imo ফ্রিল্যান্সিং করা শ্রমিক দের সারা রাত কাজ করার সময় কে 8 ঘণ্টা করা হউক 😂

01/05/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে - অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষ"তবি"ক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না - একাকী অযত্নে পড়ে থাকে।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।

কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না - শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।

Highlight
Mahi Islam

16/02/2025

“I never fake care.
What I give, I give from my heart.”❤️

-মাছ ডিম পারে, -এটা সম্পূর্ণ ভু*ল তথ্য।-কারণ আমেরিকার বিজ্ঞানি:জিগম্বান্ক ডল্সক্সরত উইজ্রস্বাজ ইম্ক্রল্গাইধ্র🗣বলেছেন:-তর...
08/12/2024

-মাছ ডিম পারে,
-এটা সম্পূর্ণ ভু*ল তথ্য।

-কারণ আমেরিকার বিজ্ঞানি:
জিগম্বান্ক ডল্সক্সরত উইজ্রস্বাজ ইম্ক্রল্গাইধ্র
🗣বলেছেন:
-তরা পুরো নাম টা পড়লে না কেন??😒
- আমি আর কোনো তথ্যই বলবো না😡😏

08/12/2024

-মুরগি চো*র দেখবেন.🙂🥴
-টাইপ করুন @ ,দেওয়ার পরে
প্রথমে যার নাম আসবে সে..!🐸💔

07/12/2024

জানুয়ারিতে তোমারে ঝাপটে ধইরা বাঁচতে চাওয়া মানুষটারে ডিসেম্বরে আইসা খুঁইজা পাইবা না!💔😅

25/11/2024

সবাই কে একটা কথা বলতে চাই 😶
আর্জেন্ট একটা gf চাই 😁😁😁

20/11/2024

না পড়লে বুঝবেন না 😁😁😁😁

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?"

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন -

"পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।"

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- "তবে সত্য ইতিহাসটা কী?"

"সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আম বাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্ত্বাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনও চাল চেলেছে।

হঠাৎ নজর পড়ল আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে, নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ্!"

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন-

"নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কী ছিল ষড়যন্ত্র?"

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন, "কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?"

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে, "আমরা জানি না, আপনিই বরং বলে দিন।"

তিনি তখন স্যুটকেস খুললেন। একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন -

"ডাল নড়ে ওঠার কারণ ছিল- চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

*** আর তাই আমি এনেছি চুলকানির মলম। দাম মাত্র ত্রিশ টাকা!!
☺️😃😃
Collected

17/11/2024

রাস্তায় মোমবাতি না দেখে 😏
বিয়ে করে চাদ দেখেন😍

Address

Chunarughat
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAHI ISLAM. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share