
16/07/2025
বাংলাদেশের জন্ম হয়েছে ৫৪ বছর চলমান । আমি মাঝেমাঝে ভাবি পৃথিবীর মানচিত্রে আমাদের টিকে থাকার কারণ কি ? আমাদের কি এমন আছে যে আজ থেকে ৫০ বছর পর যদি বাংলাদেশ না থাকে মানুষ আমাদের স্মরণ করবে ।
৫৪ বছরে এখনো আমরা পলিটিকালি স্ট্যাবল হতে পারি নাই ,ইকোনমিকালি স্ট্যাবল না ,মিলিটারি পাওয়ারের পও নাই আমাদের।আমাদের সেনাবাহিনী কিছুটা শক্তিশালী কিন্তু এখন দুনিয়া শক্তিমত্তা চলে গেছে আকাশে ।সেইখানে আমাদের কিছুই নাই ।
আমাদের কোন Vision নাই ,কোন ভিশনারী লিডার নাই । What is the greatest Bangladeshi Dream ?
Still now এটা USA এর একটা ভিসা পাওয়া বাংলাদেশের সবচেয়ে ইন্টেলেকচুয়াল মানুষদের কাছে সবচেয়ে বড় ড্রিম ।সবচেয়ে বড় খুশির সংবাদ ,জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ।
বিদেশ গিয়েও যে বাংলাদেশীরা অনেক সুনাম কামাইছে এমন না ।আফ্রিকানদের মত বিদেশীর প্রতিটা দেশে ক্রাইম করার রেটে আমরা আগাইয়া আছি ।
What is our net gain or net goal as a nationality ?
আমাদের অনেক পটেনশিয়ালিটি ছিলো এবং আছে । আমরা অনেককিছু করতে পারতাম । আমাদের কেউ পথ দেখায় নাই ,সবাই আমাদের থেকে লুটে পুটে খাইছে । দেশের জন্য জীবন এই দেশের মানুষ ৭১-৯০-২৪ এ দিছে কিন্তু সেটার সুফল সেই মানুষগুলা পায় নাই ।একজন ভিশনারী-সৎ লিডারের অভাবে আমরা On the verge of destruction ।
বিশ্ব যেইভাবে খন্ড-খন্ড যুদ্ধের দিকে যাচ্ছে আমার মনে হয় ১০-২০ বছরের মাঝে আমরা যদি জাতিগতভাবে কোন ভিশনে আসতে না পারি ,কোন ভিশনারী ও সৎ নেতৃত্ব না পাই We will be vanished ।