Fahim Ahmed

Fahim Ahmed সাহাবাওয়ালা ঈমান প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য

মুফতি রেজাউল কারীম আবরার (হাফি:)এর টাইমলাইন থেকে নেওয়া"আমার পারাবারিক এবং সাংগঠনিক প্রচণ্ড ব্যস্ততা থাকার পরও ইমাম সাওয়...
01/06/2024

মুফতি রেজাউল কারীম আবরার (হাফি:)এর টাইমলাইন থেকে নেওয়া"

আমার পারাবারিক এবং সাংগঠনিক প্রচণ্ড ব্যস্ততা থাকার পরও ইমাম সাওয়াব রাহি., ইমাম আশার রাহি., কুল্লু ফায়িলুন মারফুউন সহ অসংখ্য মূর্খতা এবং ইলমি বিনোদনের জনক আলাউদ্দিন জিহাদির সাথে আগামীকাল অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরের বাহাসে আমিও থাকব ইনশাআল্লাহ।

মাইক পেলেই বাহাস বাহাস বলে চিৎকারকারী মূর্খদের আগামীকাল এমন শিক্ষা দেওয়া হবে , মৃত্যুর আগ পর্যন্ত আর বাহাস শব্দ মুখে আনবে না ইনশাআল্লাহ।

সজামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট এর শায়খুল হাদীস মাওলানা নযীর আহমদ সাহেব (ঝিঙ্গাবাড়ী হুজুর) ইন্তেকাল করেছেন।إنا لله وإ...
25/05/2024

সজামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট এর শায়খুল হাদীস মাওলানা নযীর আহমদ সাহেব (ঝিঙ্গাবাড়ী হুজুর) ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
দোয়া করি ও দোয়া চাই আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাক্বাম দান করুন এবং আপনজনকে সবরে জামিলের তাওফিক দান করুন।

মুফতী সাখাওয়াত হুসাইন রাজী'র দিক নির্দেশনায় নতুন ছাত্র সংগঠন "ইসলামি ছাত্র ফোরাম বাংলাদেশ" এর আত্মপ্রকাশ। পূর্ণাঙ্গ দ্বী...
24/05/2024

মুফতী সাখাওয়াত হুসাইন রাজী'র দিক নির্দেশনায় নতুন ছাত্র সংগঠন "ইসলামি ছাত্র ফোরাম বাংলাদেশ" এর আত্মপ্রকাশ।
পূর্ণাঙ্গ দ্বীন এর তালিম,তারবিয়াত ও দাওয়াহ কর্মসূচি সামনে রেখে দেশব্যাপী কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এই ছাত্র সংগঠনের যাত্রা নিরাপদ ও কল্যাণকর হোক।

ইলমের ময়দানে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আব্দুল মালেক হাফি.।আল্লাহ তায়া’লা হজরতের হায়াতে, ইলমে আমলে বারাকাহ ...
24/05/2024

ইলমের ময়দানে আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আব্দুল মালেক হাফি.।
আল্লাহ তায়া’লা হজরতের হায়াতে, ইলমে আমলে বারাকাহ দান করুন, আমিন।

উজবেকিস্থান সফর রত আফগান ছাত্র ভাইদের সাথে বাংলার গর্ব,আমাদের প্রিয় মুফতি রেজাউল কারীম আবরার হাফিঃ।
24/05/2024

উজবেকিস্থান সফর রত আফগান ছাত্র ভাইদের সাথে
বাংলার গর্ব,
আমাদের প্রিয় মুফতি রেজাউল কারীম আবরার হাফিঃ।

23/05/2024

আমার উস্তাদে মুহতারাম জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের সুনামধন্য মুহাদ্দিস, এবং জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়ার সাবেক নাযিমে তালীমাত, মাওলানা যহীরুল ইসলাম. জাফলংগী হুজুরের চমৎকার আলোচনা
শুনলে হৃদয়টা ভরে যায়,উস্তাদে মুহতারামের দীর্ঘ নেক হায়াত কামনা করি।

🔴👉ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতা...
19/05/2024

🔴👉ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

🔳👉কপি পোষ্ট

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Ahmed:

Share