
01/08/2025
°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।
°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়্যাক্ট দিল তা দেখে।
°আপনার দু-একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে - সে মানসিক রোগে আক্রান্ত।
°কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
°তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।
°আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে।
°এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।
বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।
কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনিই।🙂🥀
দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেনো সঠিক হয়,🙂
Copy post