Our - সিলেটツ

Our - সিলেটツ assalamu alaikum �

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে ল...
01/08/2025

°যে মানুষটা সারারাত জেগে আপনার আইডি তল্লাশি করে।

°যে কিনা খুটিয়ে খুটিয়ে আপনার ফ্রেন্ডলিষ্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়্যাক্ট দিল তা দেখে।

°আপনার দু-একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায়, অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে - সে মানসিক রোগে আক্রান্ত।

°কারো সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারেনা, সে হিংসুটে।
°তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে, তার বিশ্বাস নড়বড়ে।

°আপনার ফোনটা ব্যাস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে।

°এই ইমোশনাল মানুষগুলার ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়েছে শেষরাত পর্যন্ত। তার চোখজোড়ায় ডুবে গিয়ে দেখুন।

বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন। যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, বিশ্বাস করুন কেউ নেই আর আপনি ছাড়া। আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া।

কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনিই।🙂🥀

দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেনো সঠিক হয়,🙂

Copy post

Every girl deserve this type of partner 🤍
31/07/2025

Every girl deserve this type of partner 🤍

19/07/2025

উক্তি আর যুক্তি দিয়ে,
জীবন চলে না বাস্তবতা শুধু চায়
{টাকা}☠️💸🫴

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে। আলে...
07/07/2025

আলেয়াকে বিয়ে করার ২৫ দিনের মাথায় বাহরাইন চলে যাই। বাহরাইনে থাকা অবস্থায় শুনি আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে।

আলেয়াকে আমার মা-বাবা পছন্দ করেছিল। পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। সে-ই ছিল আমার জীবনের প্রথম নারী, আমার প্রথম ভালোবাসা।

আলেয়ার চলে যাওয়ার বিষয়টা আমি মেনে নিতে পারি নি। সেই কষ্টে দীর্ঘ ২২ বছর আর দেশে ফিরি নি। পরবর্তীতে মেডিক্যালে আনফিট হয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।

দেশে ফিরে দেখি আমার দীর্ঘ প্রবাসজীবনের অর্জিত অর্থের সব কিছুই মা-বোন-ভাইয়েরা শেষ করে দিয়েছে। চার মাস বাড়ি থাকার পর রাগে-কষ্টে এক কাপড়ে বাড়ি থেকে বের হই।

বাড়ি থেকে বের হয়েছি আজ সাড়ে পাঁচ বছর। তারপর থেকে মাজারে থাকি শুধু দুই বেলা ভাত খাওয়ার লোভে। এখন যাচ্ছি চট্টগ্রাম আমানত শাহ মাজারে, শুনেছি এই মাজারে নাকি খাবার পাওয়া যায়।

আজ একুশ দিনে হেটে হেটে চাঁদপুর হাজীগঞ্জ থেকে কুমিল্লা স্টেশনে এসেছি। যাব চট্টগ্রাম আমানত শাহ-এর মাজারে। জীবনের কাছে আমার কোনো চাওয়া নেই, শুধু দুই বেলা ভাত খেতে পারলেই সুখী। 🙃

চোখ মুছতে মুছতে কথাগুলো বললেন কাশেম আলী

Collected 📝

29/06/2025

পুরা একটা জেনারেশন বিকাশে'র দুই হাজার টাকা'র জন্য পা"গল হয়ে গেছে!🤦‍♀️

26/06/2025

_ছেলেদের বন্ধুত্ব এমনি 🤝🫂❤️

কেন পিরিতি বাড়াইলা বন্ধু 🥹
24/06/2025

কেন পিরিতি বাড়াইলা বন্ধু 🥹

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানি...
24/06/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:

> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।”

👰‍♀️ “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

😢 “এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১️⃣ মা হওয়ার আনন্দে,
২️⃣ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

🗣️ “জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

❤️ “আরেকটা কথা মনে রাখিস
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

⚖️ “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

❤️‍🔥 বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

#বিয়ের_উপদেশ #বাবার_কথা #পালকির_সম্মান

🙂
24/06/2025

🙂

23/06/2025

একটা নারী'র চাওয়া'র মধ্যে শুধু এতটুকু'ই চায়!

রা'গ-অভিমান বুঝা'র মতো একটা পুরুষ!✨😌

একটা শিশু'র মতো যত্ন নেওয়া পুরুষ,সব স'হ্য করা একটা "চরিত্র'বান পুরুষ"!!💗🦋

তিনি এক সময় বলিউডের একজন ন্যাচারাল  কুইন্স  ছিলেন, সৌন্দর্যের কোনও অভাব ছিল না, শুধু সৌন্দর্যই নয়, তার সম্পদ বাংলাদেশি ম...
23/06/2025

তিনি এক সময় বলিউডের একজন ন্যাচারাল কুইন্স ছিলেন, সৌন্দর্যের কোনও অভাব ছিল না, শুধু সৌন্দর্যই নয়, তার সম্পদ বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি, যাকে তিনি বিয়ে করেছেন তারও টাকার কোনও অভাব নেই (সাইফ আলি খান) এত সার্জারি, এক্সপেন্সিভ লাইফস্টাইলেই, ন্যাচারাল খাবার,, জিম, বিলাসবহুল জীবনযাত্রা, কিন্তু কী,,,,,,,,, কিছুই না। আসলেই কিছুই নেই,,, নেই সৌন্দর্য, নেই লাফানোর শক্তি, নেই সুস্থতার, শুধু নেই নেই আর নেই,,,,, হয়তো টাইম ও ফুরিয়ে এসেছে বা মৃত্যু দরজায় কড়া নারছে , আমি সামিয়ার প্রিয় মুভি দ্যা অ্যাভেঞ্জার্সের কিছু কথা বাস্তবতার সাথে সম্পুর্ন যায়, (মাত্র এক পলক সময় পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে ও কেনা সম্ভব না ,) ( আমি মাঝে মাঝে আকাশের ছুটে চলা উল্কাপিণ্ডের কথা ভাবি, শুধু একটি উল্কাপিণ্ড মানবজাতি সমাপ্ত,,,) (আমরা চলে যাওয়া দিনগুলিকে বোঝার মতো বহন করি, যার জন্য আমরা সামনের দিনগুলিকে নষ্ট করে ফেলি, আমরা মানুষ কখনই ভালো হব না। ,,(🖋️সামিয়া)

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our - সিলেটツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share