
26/08/2024
রাস্তায় কয়েকজন ঝগড়া করছে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই মুহূর্তে যে যুবক এগিয়ে গিয়ে তাদের ঝগড়া থামায়, সে হলো নেতা।
দুজন আত্মীয় কেউ কারো সাথে কথা বলে না। অনেকদিন হয়ে গেছে। বাকিরা জানে। কিন্তু, কেউ ঐভাবে উদ্যোগ নেয় না। যেই আত্মীয় উদ্যোগ নিয়ে আত্মীয়ের ঝগড়া মেটাতে যায়, সেই নেতা।
মসজিদের ইমাম খুব সামান্য বেতন পান। এই বেতনে তার সংসার চলে না। ইমাম সাহেব কয়েকজনকে বলেছেন কমিটির সাথে কথা বলার জন্য। কিন্তু, কেউ কমিটিকে কিছু বলতে সাহস পাচ্ছে না। যেই যুবক কমিটির কাছে গিয়ে যৌক্তিভাবে ব্যাপারটি তুলে ধরে, সে নেতা।
এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। মানুষের ভোগান্তির শেষ নেই। সবাই দেখেও দেখে না। কষ্ট হচ্ছে, তারপরও কিছু বলে না। একজন যুবক এলাকার রাস্তার সংস্কারের ব্যাপারে একদিন সাংবাদিক ডেকে রিপোর্ট করতে বললো, তারপর একটি আবেদনপত্র নিয়ে গেলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সে হলো নেতা।
নেতা এবং নেতৃত্ব এই শব্দগুলো আমরা স্রেফ রাজনৈতিক শব্দ মনে করি। অথচ প্রত্যেক মানুষের মধ্যে নেতৃত্বগুণ আছে। কারো মধ্যে সুপ্ত, কারো মধ্যে প্রকাশ্য।
অনেকেই যেসব সমস্যা দেখা সত্ত্বেও গা-ডাকা দিয়ে চলে যায়, সেসব সমস্যা দেখেই সমাধানের চিন্তা করে যে, তার মধ্যেই নেতৃত্বগুণ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে, তিনি সমস্যা দেখলে এড়িয়ে যেতেন না। বরং সমাধানের চেষ্টা করতেন।
অথচ সেই নবীর উম্মত হয়েও অনেকেই নেতৃত্বগুণের মতো মহৎ গুণকে অবহেলা করেন এবং এটাকে স্রেফ রাজনৈতিক বিষয় মনে করেন।
একজন মুসলিম কীভাবে একজন নেতা হতে পারবে? কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ে নেতৃত্বগুণ রপ্ত করতে পারে?
এই নিয়ে পড়তে পারেন সন্দীপন থেকে প্রকাশিত ‘লীডারশিপ’ বইটি-