Freelancer Mizan

  • Home
  • Freelancer Mizan

Freelancer Mizan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Mizan, Social Media Agency, .

Digital Marketing........
Any marketing that uses electronic devices and can be used by marketing specialists to convey promotional messaging and measure its impact through your customer journey..

রাস্তায় কয়েকজন ঝগড়া করছে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই মুহূর্তে যে যুবক এগিয়ে গিয়ে তাদের ঝগড়া থামায়, সে ...
26/08/2024

রাস্তায় কয়েকজন ঝগড়া করছে। বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেই মুহূর্তে যে যুবক এগিয়ে গিয়ে তাদের ঝগড়া থামায়, সে হলো নেতা।
দুজন আত্মীয় কেউ কারো সাথে কথা বলে না। অনেকদিন হয়ে গেছে। বাকিরা জানে। কিন্তু, কেউ ঐভাবে উদ্যোগ নেয় না। যেই আত্মীয় উদ্যোগ নিয়ে আত্মীয়ের ঝগড়া মেটাতে যায়, সেই নেতা।
মসজিদের ইমাম খুব সামান্য বেতন পান। এই বেতনে তার সংসার চলে না। ইমাম সাহেব কয়েকজনকে বলেছেন কমিটির সাথে কথা বলার জন্য। কিন্তু, কেউ কমিটিকে কিছু বলতে সাহস পাচ্ছে না। যেই যুবক কমিটির কাছে গিয়ে যৌক্তিভাবে ব্যাপারটি তুলে ধরে, সে নেতা।
এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। মানুষের ভোগান্তির শেষ নেই। সবাই দেখেও দেখে না। কষ্ট হচ্ছে, তারপরও কিছু বলে না। একজন যুবক এলাকার রাস্তার সংস্কারের ব্যাপারে একদিন সাংবাদিক ডেকে রিপোর্ট করতে বললো, তারপর একটি আবেদনপত্র নিয়ে গেলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সে হলো নেতা।
নেতা এবং নেতৃত্ব এই শব্দগুলো আমরা স্রেফ রাজনৈতিক শব্দ মনে করি। অথচ প্রত্যেক মানুষের মধ্যে নেতৃত্বগুণ আছে। কারো মধ্যে সুপ্ত, কারো মধ্যে প্রকাশ্য।
অনেকেই যেসব সমস্যা দেখা সত্ত্বেও গা-ডাকা দিয়ে চলে যায়, সেসব সমস্যা দেখেই সমাধানের চিন্তা করে যে, তার মধ্যেই নেতৃত্বগুণ আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়লে আমরা দেখতে পাই যে, তিনি সমস্যা দেখলে এড়িয়ে যেতেন না। বরং সমাধানের চেষ্টা করতেন।
অথচ সেই নবীর উম্মত হয়েও অনেকেই নেতৃত্বগুণের মতো মহৎ গুণকে অবহেলা করেন এবং এটাকে স্রেফ রাজনৈতিক বিষয় মনে করেন।
একজন মুসলিম কীভাবে একজন নেতা হতে পারবে? কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ে নেতৃত্বগুণ রপ্ত করতে পারে?
এই নিয়ে পড়তে পারেন সন্দীপন থেকে প্রকাশিত ‘লীডারশিপ’ বইটি-

I want to seize every opportunity with the tenacity of a thief😁
25/08/2024

I want to seize every opportunity with the tenacity of a thief😁

মানুষ আসলেে কিসে সুখী?সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম।এই যেমন হলিউড সুপাস্টার মেরিলিন মনরো,প্রভাব বিত্ত,নাম,খ্যাতি ...
22/08/2024

মানুষ আসলেে কিসে সুখী?সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম।এই যেমন হলিউড সুপাস্টার মেরিলিন মনরো,প্রভাব বিত্ত,নাম,খ্যাতি থাকা সত্ত্বেও ভীষণ একাকীত্বে ভুগতেন।
পিতৃপরিচয়হীন, মানসিক ভারসাম্য ছাড়া মায়ের গর্ভের সন্তান তিনি।শিশু কালে মা তাকে বালিশ চাপা দিয়ে মারতেও চেষ্টা করে।বহু কষ্টে অনাথ আশ্রমে থেকে পড়াশোনা আর মডেলিং করতে থাকেন মনরো।সেখানেও বয়স ১৮ হবার পর বের করে দিলে বাধ্য হয়ে মাথায় ছাদ জোটাতে প্রতিবেশীকে বিয়ে করে।কিন্তু সুন্দরী হওয়ায় স্বামীর সন্দেহ,মারধোর আর মডেলিং এর বাঁধায় পালিয়ে আসেন হলিউডে।
কদিন পর কাজও পেয়ে যান।কয়েকটা সিনেমা হিট হয়।দীর্ঘ দিনের সহকারী বন্ধুকে দ্বিতীয়বার বিয়ে করেন।
মা হবার প্রবল ইচ্ছা ছিলো তার,কিন্তু বারবার গর্ভপাত তাকে মানসিক ভাবে ভেঙ্গে দেয়।ছাড়াছাড়ি হয় দ্বিতীয় সংসারেও।তৃতীয় বার বিয়ে হয় আর্থার মিলারের সাথে,বর পরিচালক।এই সংসারে মোটামুটি কিছুটা সুখ পান।কিন্তু বিধি বাম,সন্তান আর হয় না।আবারো গর্ভপাত।মা হতে না পারার ব্যর্থতায় ড্রাগে ডুবে যান।ছাড়াছাড়ি হয় তৃতীয় স্বামীর সাথেও।
এরপরের জীবনটুকু মোটামুটি নিঃসঙ্গতায় ভরা।মেরিলিন প্রচুর বই পড়তেন,ভালো গান গাইতেন,দাতব্য কাজে অনেক টাকা দিতেন।শৈশবের দুর্বিষহ জীবন,সঙ্গীদের সাথে বিচ্ছেদ আর সর্বোপরি মা না হতে পারার কষ্টে মাত্র ৩৬ বছর বয়সে এই তারকা আত্মহত্যা করেন।
আসলে আমরা কেউ জানিনা কার জীবনে কি চলে।বাইরের চকচকে জীবনের আড়ালেও অনেকের অনেক কষ্ট থাকে সেই খবর রাখে কজন?
🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

Step out of your comfort zone. You'll never know what awaits if you never try👍👍
22/08/2024

Step out of your comfort zone. You'll never know what awaits if you never try👍👍

যদি কেউ জিজ্ঞাসা করে রবের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত কি ছিলো। জবাবে কি বলবেন?after meeting
20/02/2024

যদি কেউ জিজ্ঞাসা করে রবের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত কি ছিলো।
জবাবে কি বলবেন?

after meeting

আব্বা হও আব্বা।এটাই💥❤️
26/01/2024

আব্বা হও আব্বা।
এটাই💥❤️

26/02/2023

"মায়া"

18/02/2023

Iqbal BaharEntrepreneur | Speaker | Mentor I Teacher IFounder, "নিজের বলার মত একটা গল্প"Facebook: https://www.facebook.com/iqbal.bahar.10 Facebook Group: htt...

18/02/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Mizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Mizan:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share