Munna

Munna মুসাফির

'প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়”
(সহীহ বুখারিঃ ৩৪৬১)

27/03/2025

❝ যদি লাইলাতুল কদরের তালাশকৃত বিজোড় রাতটি জুম’আর রাতের মাঝে পরে যায়,তাহলে অন্যান্য বিজোড় রাতের তুলনায় এই রাতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার বেশি আশা করা যায়। ❞

- ইমাম ইবনু রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ

[লাতায়িফুল মা’আরিফ, ইবনু রাজাব পৃ.২০৩]

আজকের আয়াত/হাদীস"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي...
08/09/2024

আজকের আয়াত/হাদীস

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ.

যে দিন আল্লাহ্‌র (আরশের) ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তাঁর নিজের (আরশের) ছায়ায় আশ্রয় দিবেন। ১. ন্যায়পরায়ণ শাসক, ২. সে যুবক, যে বেড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে, ৩. সে ব্যক্তি, যার কলব মসজিদের সাথে লেগে আছে, ৪. সে দুই ব্যক্তি, যারা পরস্পরকে ভালবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহ্‌র জন্য এবং পৃথকও হয় আল্লাহ্‌র জন্য, ৫. সে ব্যক্তি, যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী (পাপকাজে) আহবান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে, ‘আমি আল্লাহকে ভয় করি’, ৬. সে ব্যক্তি, যে এমন গোপনে দান করে যে, তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না, ৭. সে ব্যক্তি, যে নির্জনে আল্লাহর যিক্‌র করে, ফলে তার দু’ চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।

সহীহ বুখারী, হাদীস ৬৬০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬২৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

সবখানে উঠুক ক্যালিগ্রাফির ঝড় !
11/08/2024

সবখানে উঠুক ক্যালিগ্রাফির ঝড় !

  এটা স্পষ্ট যে চলমান মুভমেন্ট দ্বীন ইসলাম শারিয়া ইমারাহ বা খিলাফাহ প্রতিষ্ঠার মুভমেন্ট নয়। যদিও বিশ্বনবী (স) এর মাদানী ...
07/08/2024



এটা স্পষ্ট যে চলমান মুভমেন্ট দ্বীন ইসলাম শারিয়া ইমারাহ বা খিলাফাহ প্রতিষ্ঠার মুভমেন্ট নয়। যদিও বিশ্বনবী (স) এর মাদানী জীবনের প্রায় ১০০ টিরও বেশি যুদ্ধ ও সংগ্রাম ছিল এই একটি মাত্র নিয়্যাত ও উদ্দেশ্যকে সামনে রেখে। পক্ষান্তরে আমাদের সারাটা জীবনের মেহনতের নিয়্যাত ও উদ্দেশ্য পরিণত হয়েছে পশ্চিমা দর্শনের তন্ত্র মন্ত্রের গোলকধাঁধায় নিজেদের জান মাল উৎসর্গ করার মধ্যে। দিন শেষে এক বাক্যে মহান আল্লাহর কাছে যা ত্বাগুত বা শয়তানের শাসন!

এটা স্পষ্ট যে প্রতিটি সিদ্ধান্তের পেছনে আপনাদের থিংক ট্যাংক আছে। আর আমার মনে হয় না সেখানে দেশের বরেণ্য মুরব্বি ওলামায়ে কেরামের আদৌ কোন অস্তিত্ব আছে। তাছাড়া জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান নিজে কারো কাছে হেঁটে আসে না। এটা বোঝাই যাচ্ছে যে আপনারা প্রকৃত আহলুল ইলম দের কাছে যাচ্ছেন না। বরং আমরা আশংকা করছি আপনারা পশ্চিমা মদদ পুষ্ট একশ্রেণীর তথাকথিত বাম সুশীল বা কথিত প্রগতিশীল জাতীয়তাবাদি বা কমিউনিস্টদের দাবার গুটি হতে চলেছেন। সাবধান!

কান খুলে শুনে রাখুন! সুদ মানে আল্লাহ ও তার রাসুল মুহাম্মাদ (স)'র বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা। সুদ মানে নিজের জন্মদাতা মায়ের সাথে "জিনা করা" আই রিপিট! মাকে বিয়ে করা। মাকে রেইপ করা! সুদ মানে পরকালে রক্তের নদীর সাঁতার। সুদ মানে পরকালের
সাপ ভর্তি বিশাল পেট। সুদ মানে মাথা চুর্ণ বিচুর্ণ করার ইলাহি শাস্তি। সুদ মানে পশ্চিমা পুঁজিবাদ। গরিবের রক্ত চুষে চুষে ধনিকশ্রেণীর অট্টালিকা। সুদ হল এক দিনারে ৩৬ বার জিনার অপরাধ। আর এক জিনা মানে ১০০ বেত্রাঘাত। এক বিবাহিত ব্যক্তির জিনা মানে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে রজম! সুদ মানে মহানবী (স) এর নিজের জবানে দেওয়া লা'নাত! প্রত্যেক সেই ব্যক্তি যে খাবে, যে দিবে, যে লিখবে আর যে স্বাক্ষী থাকবে! এই
প্যারার প্রতিটি কথাই প্রতিটি শব্দই পবিত্র কুরআন ও নবীর হাদিসের মর্মার্থ।

যদিও পুরো দুনিয়া ও দুনিয়ার পুজারীদের কাছে এগুলো শুধু "কিছু মৌলবাদী কন্সেপ্ট"! মাত্র। আর বলা বাহুল্য পুরো পশ্চিমা বিশ্বে এগুলো সাম্প্রদায়িক কন্সেপ্ট! এগুলো হল মাত্র একজন ব্যক্তির সুদের ভয়াবহতা! আর যদি কেউ পুরো একটা জাতীর কোটি কোটি মানুষকে সুদখোর বানানোর কোন মেশিন আবিষ্কার করে? এক একটা মানুষকে? তখন! হায় আফসোস কি দ্বীনের বুঝ আমাদের! কি আবেগি অজ্ঞতা! কি ধৃষ্টতা! এ যেন জুলুমের প্রতিযোগিতা!

সোজা কথায় আসি! আপনি এগুলো দিয়ে যাইওনিস্ট দের পোষা কুকুর হতে পারবেন। যে সভ্যতা শতাব্দীতে কোটি মানুষের রক্ত ঝড়িয়েছে তাদের সেবাদাস হতে পারবেন। নোবেলও পেতে পারেন। এই নোবেল যাবে জাহান্নামে! আর আন্তর্জাতিক পরিচিতি? এমন ভাব ধরছেন যেন পুরো বাংলায় আন্তর্জাতিক পরিচিতি প্রাপ্ত একটি মানুষও নেই! ঠিক যেন কোন অন্ধকে হাইকোর্ট দেখাচ্ছেন! একজন দিল্লির সেবাদাস যেমন একটি মুসলিম প্রধান দেশের জনগণের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না ঠিক তেমনি কোন পশ্চিমের সেবাদাস যাইওনিস্ট পাপেটও এ দেশের ইসলামপন্থী মানুষের মাঝে কস্মিনকালেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না।

কিছু তথাকথিত ইসলামি সেলিব্রিটি ও স্কলার কেও দেখলাম একজন জঘন্য সুদখোরের পক্ষে সাফাই গাইতে! লজ্জায় মাথা নিচু হয়ে গেছে আমাদের। ভাগ্য ভাল আমরা এমন উস্তাদ পাইনি! আলহামদুলিল্লাহ!!!
আগ বাড়িয়ে কেউ বা বলছে দেশ আজ যুদ্ধবিধ্বস্ত!
কোটি কোটি ডলার ঋণ! ভাবখানা এমন যেন একজন সুদখোর তাদের জন্য ত্রানকর্তা হয়ে এসে নাবি মুসার ভুমিকায় অবতীর্ণ হবেন! আফসোস! শেইম অন ইউ!


আরে বেওয়াকুফ! পাশের ইমারাতে আফগানের দিকে একটু নজর দিলেও তো পারতে! প্রায় ১০ বছর রুশ আর ২০ বছর ইন্দো আমেরিকার যাইওনিস্টদের সাথে লড়াই করে আজকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে? তাদের কে ঋণ দিয়েছ? কে সাহায্য করেছে? কে পাশে ছিল?
তোমাদের সুদের মহাজনেরা? নাকি এক মহা শক্তির মালিক মহাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা! আজ তাদের তুলনায় এই ১ মাসের আন্দোলনে কি দেশের অবস্থা ৩০ বছরের যুদ্ধবিদ্ধস্ত আফগানকেও ছাড়িয়ে গেছে? এরপরেও আছে LGBT ইস্যুর প্রমোশান! এগুলো নিয়ে নাহয় নাই বা বললাম। উচ্চারণেও ঘৃণা আসে! রক্তের উপরে আজ যাদের মাথার তাজ বানাচ্ছো তারা যে সমকামীতার গডফাদার এই জ্ঞান কি তোমাদের আদৌ আছে? আফসোস! কে জানে হয়তো তোমরা আল্লাহর কাছে একজন গ্রহনযোগ্য ব্যক্তির আনুগত্য নয় বরং আমেরিকার কাছে গ্রহনযোগ্য কিছু সেবাদাসের ক্ষপ্পরে পড়তে যাচ্ছ!

কথাগুলো সম্পূর্ণ আমাদের দ্বীনের জিম্মাদারি থেকে ও জাতির চিরস্থায়ী কল্যাণের স্বার্থে উচ্চারণ করছি। আমরা এক তাগুতের বিপরীতে আরেক তাগুতের সরদারকে কস্মিনকালেও প্রত্যাশা করি না। যারা এখন স্পর্শকাতর সিদ্ধান্তগুলোর পেছনে আছেন তাদের উচিৎ ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। অন্তত যারা মাঠে ছিলেন তাদের সাথে। কিন্তু আফসোস আমরা হেফাযত ও চরমোনাইকেও পাত্তা দিচ্ছি না! সম্ভবত তাদের পাত্তা দিলে দেশ আবার সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যায় কি এই পশ্চিমা ভয়ে!

ভাল করে শুনুন! পশ্চিমারা লিবারেল আর মর্ডারেট ইসলাম চাইবে। খিলাফাহ ইমারাহ শারিয়া এগুলো তাদের কাছে ফান্ডামেন্টালিসম! তাই বলে ওদের সুরে সুর মিলিয়ে নবীর দ্বীনের সাথে গাদ্দারি করে কেউ কবরে না যাই! মনে রাখবেন যদি মুসলিম প্রধান এ দেশে কোন মুভমেন্ট বা বিজয়ের পরে তাওহীদ,শারিয়া আইন ইমারাহ বা খিলাফাহ প্রতিষ্ঠা না হয়, উল্টো এক তাগুতের পরিবর্তে আরেক তাগুতের বাদশাহ ক্ষমতায় আসে তবে আল্লাহর কসম আমরা আবারও পরাজিত হব! আর যদি আপনারা গতানুগতিক ইসলাম বিবর্জিত কোন মডারেশনের দিকে হাঁটেন তাহলে জেনে রাখুন:

"কাল কিয়ামাতে হাজারো শহীদের সামনে নতুন প্রজন্মের গাদ্দার হয়ে হাশর করবেন"

আর আমি এটাই ভয় করেছিলাম, করছি, করেই যাব যতদিন না আমরা আল্লাহর জমিনে শুধুমাত্র এক আল্লাহর শাসন ইমারাহ ও খিলাফাহ কায়েম না করতে পারি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন। শেষ কথা Please Do not betray with the martyrs.

Abu Taw Haa Muhammad Adnan
১ সফর, ১৪৪৬ হিজরি।

আর মাত্র ৪ দিন পর শুরু হবে সম্মেলনিত ৪ টি মাসের একটি মাস যিলহজ।ঈদের আগে ১০ দিন তথা যিলহজের ১ম দশ দিন বেশি বেশি ইবাদত করু...
04/06/2024

আর মাত্র ৪ দিন পর শুরু হবে সম্মেলনিত ৪ টি মাসের একটি মাস যিলহজ।

ঈদের আগে ১০ দিন তথা যিলহজের ১ম দশ দিন বেশি বেশি ইবাদত করুন।
এবারের যিলহজ মাস হক মুমিনের শ্রেষ্ঠ একটি মাস।
সবাই আমল বাড়িয়ে দিন।
ইন শা আল্লাহ।

নিজে আমল করুন অন্যকে শেয়ার করুন।
এই ছবিটি মোবাইলে ডাউনলোড দিয়ে রাখেন।
পিডিএফ লিংক কমেন্টে দেওয়া হলো।

#যিলহজ_মাসের_আমল
#যিলহজ

Munna

Ahmadullah

22/05/2024

রবিআ ইবনু লাকিত রাহিমাহুল্লাহ বলেন—একরাতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুআ করছিলেন, ‘আয় আল্লাহ, আপনি আমরকে সম্পদ দিয়েছেন। যদি আপনার মনে হয় যে, আপনি আমর থেকে সম্পদ নিয়ে যাবেন, এর বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, তাহলে আমরের সম্পদের কোনো দরকার নেই। আপনি আমরকে সন্তান দান করেছিলেন, যদি আপনার মনে হয় যে আমর থেকে সন্তান নিয়ে যাবেন, বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন; তাহলে তা-ই করেন। আপনি আমরকে ক্ষমতাও দিয়েছেন। যদি আপনার মনে হয় যে, আমরের কাছ থেকে তা নিয়ে যাবেন, বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন; তাহলে তা-ই করেন।’
রেফারেন্সঃ তারিখু দিমামক খণ্ড ৪৬, পৃষ্ঠা : ১৬৪।
বই- ‘যেমন ছিল বড়দের তাহাজ্জুদ’
লেখক- ড. সাইয়্যেদ হুসাইন আল আফফানি (হাফিজাহুল্লাহ)
ভাষান্তর- উস্তায আহমাদুল্লাহ আল জামি
প্রকাশনি- Sukun Publishing

19/05/2024

চাহিদাকে সীমিত করুন, জানেন তো কাপনের কাপড়ের কোনো পকেট থাকেনা।

📝 আরিফ আজাদ

12/05/2024

প্রিয় এসএসসি পরীক্ষা দেওয়া ছোট ভাই-বোন,
রেজাল্ট যাই হোক না কেন, মনে রাখবেন মহান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন.।
তাকদিরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন। নিশ্চয় সামনে ভালো কিছু পাবেন। সব সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন ,
রেজাল্ট খারাপ হলে ধৈর্য্য ধরুন। আবার চেষ্টা করুন। ভেঙে পরবেন না।

আর শুকরিয়া'র ২ রাকাত সালাত আদায় করুন।
সব সময় বলুন আলহামদুলিল্লাহ।

মা দিবস / বাবা দিবস উদযাপন করা নিয়ে ইসলাম জায়েজ নেই। এটি ইয়াহুদীদের থেকে এসেছে।   মা-বাবা কে সব সময় ভালোবাসুন।  কোন দিব...
12/05/2024

মা দিবস / বাবা দিবস উদযাপন করা নিয়ে ইসলাম জায়েজ নেই। এটি ইয়াহুদীদের থেকে এসেছে। মা-বাবা কে সব সময় ভালোবাসুন। কোন দিবসে নয়।
তাই মা দিবস লিখে পোস্ট করা বাদ দিন। মা-বাবার জন্য দু'আ করুন।

পিতামাতার জন্য দোয়া -

رَّبِّ ارۡحَمۡهُمَا كَمَا رَبَّيٰنِىۡ صَغِيۡرًا

হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন

রর্ব্বি হাম্হুমা-কামা-রব্বাইয়া-নী ছোয়াগীর।

দোয়ার প্রেক্ষাপট: পিতা-মাতার অনুকম্পা ও বিনয়াবনত থাকার নির্দেশনাসহ আল্লাহর পক্ষ থেকে বান্দাকে শেখানো সর্বোত্তম দু'আ।

সূরা আল-ইসরা - ১৭:২৪

courtesy Munna

আমি চারটি জিনিস খুবই অপছন্দ করি১. বের্পদা নারী ২. ধুমপানকারী৩. অশ্লীল গালি৪. হারাম মিউজিক ✍️ Ashique islam
10/05/2024

আমি চারটি জিনিস খুবই অপছন্দ করি

১. বের্পদা নারী
২. ধুমপানকারী
৩. অশ্লীল গালি
৪. হারাম মিউজিক

✍️ Ashique islam

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share