10/04/2025
"ঈদের পর সেল হয় না" – আসলেই কি? নাকি এটা আপনার ভুল ধারণা? 🤔
যখন সবাই বিশ্রামে, তখনই স্মার্ট বিজনেসগুলো এগিয়ে যায়!
ঈদ মানেই আনন্দ, উৎসব, আর প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। এই সময়ে মানুষ শুধু প্রয়োজনের জন্য নয়, বরং আবেগের কারণে কেনাকাটা করে—প্রিয়জনকে খুশি করতে, নিজের জন্য কিছু স্পেশাল নিতে। আর এখানেই একজন স্মার্ট উদ্যোক্তার সুযোগ তার ব্র্যান্ডকে কাস্টমারের ‘Top of Mind’ এ নিয়ে আসার!
যেই ব্র্যান্ড কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে পারবে, পরবর্তী কেনাকাটার সময় সেই ব্র্যান্ডই সবার আগে তাদের মনে আসবে। অথচ অনেক ব্যবসায়ী ভাবেন, "ঈদ শেষ, সেল তো কমে যাবে!" কিন্তু আসল সত্যটা কী?
বাস্তবে ঈদের পরও মানুষ শপিং চালিয়ে যায়— গিফট, ফ্যাশন, লাইফস্টাইল বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। তাই, এখনই সময় আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ানোর! 🚀
👉 তাহলে ঈদের পরও কীভাবে সেল বাড়ানো সম্ভব?
✅ ইমোশনাল কানেকশন তৈরি করুন – ঈদের রেশ কাটলেও মানুষ আনন্দের মুহূর্ত ধরে রাখতে চায়। আপনার প্রোডাক্ট যদি সেই আনন্দের অংশ হয়ে যায়, তাহলে কাস্টমার স্বাভাবিকভাবেই আপনার ব্র্যান্ডের দিকে ঝুঁকবে। Same প্রোডাক্ট Next Purchase এর সময় আপনার কথা-ই সবার আগে সে ভাববে।
✅ এক্সক্লুসিভ ‘Post-Eid’ অফার পিচ করুন – "Post-Eid Special Offer", "Gift Yourself After Eid", "Eid Hangover Sale"—এমন ক্যাম্পেইন নাম দিয়ে স্পেশাল অফার দিন। এটি হতে পারে ডিসকাউন্ট, বান্ডেল অফার, ফ্রি শিপিং বা বোনাস গিফট।
✅ রিমার্কেটিং অ্যাড চালান – ঈদের সময় অনেকেই আপনার প্রোডাক্ট দেখেছে কিন্তু কিনতে পারেনি। রিমার্কেটিং করে সেই কাস্টমারদের আবার আপনার ব্র্যান্ডের কথা মনে করিয়ে দিন।
✅ ইউজার-জেনারেটেড কন্টেন্ট (UGC) ব্যবহার করুন – যারা ইতোমধ্যে আপনার পণ্য কিনেছে, তাদের রিভিউ, ফটো বা ভিডিও শেয়ার করুন। এতে নতুন ক্রেতাদের বিশ্বাস বাড়বে, এবং তারা সহজেই সিদ্ধান্ত নিতে পারবে।
একজন স্মার্ট উদ্যোক্তা জানে, সেলস শুধু ডিসকাউন্টের ওপর নির্ভর করে না—বরং মানুষের আবেগ ও সময়োপযোগী মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে! আপনি কি সেই স্মার্ট উদ্যোক্তাদের একজন?
তাহলে এখনই সময় আপনার ব্র্যান্ডকে কাস্টমারের মনে স্থায়ী ভাবে জায়গা করে নেওয়ার!