VirtueView It

VirtueView It VirtueView It delivers 100% quality guaranteed digital marketing solutions with innovation and precision.
(1)

Your dream is our execution, turning vision into outstanding success.

ফ্রিতে ১ বছরের জন্য ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক!! 🤨🤯সম্প্রতি, বেশি ফলোয়ারের অনেক পেইজেই ফ্রিতে ১ বছরের জন্য Meta Subs...
20/06/2025

ফ্রিতে ১ বছরের জন্য ভেরিফিকেশন ব্যাজ দিচ্ছে ফেসবুক!! 🤨🤯
সম্প্রতি, বেশি ফলোয়ারের অনেক পেইজেই ফ্রিতে ১ বছরের জন্য Meta Subscription দিচ্ছে ফেসবুক। মূলত, Meta subcriptions বিজনেস এর প্রোমোশন করার জন্য-ই (মানে ব্যবসা বাড়ানোর জন্য) আপাতত ফ্রিতে অফার দিচ্ছে...যাতে পরবর্তীতে মেটা সাবস্ক্রিপশন একটা অভ্যাসে পরিনত হলে মানুষজন থেকে রেগুলার টাকা নিতে পারে!🤨
এটা আপনার পেইজে আসলে, অটোমেটিক ইমেইল/নোটিফিকেশন পাবে, তবে নোটিফিকেশন বা ইমেইল পেলে ভালোভাবে চেক করে নিয়েন!
নাহলে ফ্রি ভেরিফিকেশন পাওয়ার চক্করে দেখবেন ফিশিং এ আইডি/পেইজ সব শেষ!

VirtueView It  পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আযহার শুভেচ্ছা 🌙✨EID AL-ADHA MUBARAK! 🌙✨
06/06/2025

VirtueView It পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের আযহার শুভেচ্ছা 🌙✨

EID AL-ADHA MUBARAK! 🌙✨

আপনার কনটেন্ট কি পোস্ট করার পরেও খুব কম মানুষ দেখছে?🔴 কাস্টমার আসছে না, রিচ বা এনগেজমেন্ট দিন দিন কমে যাচ্ছে?📢 সমাধান পে...
13/05/2025

আপনার কনটেন্ট কি পোস্ট করার পরেও খুব কম মানুষ দেখছে?
🔴 কাস্টমার আসছে না, রিচ বা এনগেজমেন্ট দিন দিন কমে যাচ্ছে?

📢 সমাধান পেতে আজই যুক্ত হোন VirtueView IT - একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে।

✔️ ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ান
✔️ টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছান
✔️ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও কনটেন্ট অপ্টিমাইজেশন
✔️ বিক্রি ও লিড বাড়ানোর স্ট্র্যাটেজি

📞 কল করুন: ০১৭৭৯৯২৯৬৯৯
📩 ইমেইল: [email protected]

মেহনতই উন্নতির চাবিকাঠি — মে দিবসে সব পরিশ্রমী মানুষের প্রতি শ্রদ্ধা।তাদের ঘামে গড়ে ওঠে আমাদের আগামীকাল, সম্মান করি প্র...
30/04/2025

মেহনতই উন্নতির চাবিকাঠি — মে দিবসে সব পরিশ্রমী মানুষের প্রতি শ্রদ্ধা।
তাদের ঘামে গড়ে ওঠে আমাদের আগামীকাল, সম্মান করি প্রতিটি শ্রমকে।

#মে_দিবস #শ্রমিক_দিবস #পরিশ্রমের_সম্মান

Earth Day উপলক্ষে প্রকৃতির প্রতি ভালোবাসা আর সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে VirtueView It পরিবারের সদস্যরা ঘুরে এলেন সবুজে ঘ...
24/04/2025

Earth Day উপলক্ষে প্রকৃতির প্রতি ভালোবাসা আর সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে VirtueView It পরিবারের সদস্যরা ঘুরে এলেন সবুজে ঘেরা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। কর্মব্যস্ততার মাঝে একটু নিঃশ্বাস, একটু প্রশান্তি—এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে সংযোগের গুরুত্ব।

আর এই বিশেষ উপলক্ষে VirtueView It দিচ্ছে সব সার্ভিসে ২৫% ছাড়! Earth Day হোক শুধু একটি দিন নয়, হোক প্রতিদিনের অনুপ্রেরণা।

“ভাই, অ্যাডে তো লাইক-কমেন্ট হয়, কিন্তু অর্ডার আসে না কেন?”এই প্রশ্নটা আমরা নিয়মিত শুনি।সাম্প্রতিক এক অনলাইন সেলার ভাই ইন...
16/04/2025

“ভাই, অ্যাডে তো লাইক-কমেন্ট হয়, কিন্তু অর্ডার আসে না কেন?”
এই প্রশ্নটা আমরা নিয়মিত শুনি।

সাম্প্রতিক এক অনলাইন সেলার ভাই ইনবক্সে ঠিক এই কথাটাই বললেন। কথায় কথায় জানলাম—
🚫 তাঁর ওয়েবসাইট নেই
🚫 Facebook Pixel সেটআপ করা নেই

আমি জিজ্ঞেস করলাম,
“আপনার কীভাবে জানা সম্ভব, অ্যাড দেখে কয়জন ওয়েবসাইটে গিয়ে পণ্য দেখতে চেয়েছে?”
তিনি বললেন,
“ভাই, আমি তো ওয়েবসাইটই করিনি, আর পিক্সেল কী জিনিস তাও জানি না।”

এই ভুলটাই আমাদের অনেকের। আপনারও কি একই অবস্থা?

তাহলে একটু থেমে, সিরিয়াসলি ভাবার সময় এসেছে—

আপনি প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করছেন ফেসবুক অ্যাডে। কিন্তু আপনি জানেন না—
❌ কারা অ্যাডে ক্লিক করছে
❌ কয়জন ওয়েবসাইটে ঢুকছে
❌ কয়জন অর্ডার দিচ্ছে, কয়জন শুধু দেখে চলে যাচ্ছে
❌ কোন অ্যাড আসলে অর্ডার আনছে

এইভাবে Boost দিয়ে শুধু আন্দাজে অ্যাড চালালে আপনার অর্ধেক বাজেটই অপচয় হয়ে যাবে।

🔍 সমস্যাগুলো যেটা আপনি ওয়েবসাইট আর পিক্সেল ছাড়া ফেইস করেন:
কে অ্যাড দেখছে বা অর্ডার দিচ্ছে—এই ইনসাইট পাচ্ছেন না

আগ্রহী কাস্টমার হারিয়ে যাচ্ছে, আপনি আর তাদের রিটার্গেট করতে পারছেন না

মেসেজ ক্যাম্পেইনে কস্ট অনেক বেশি

ওয়েবসাইট না থাকায় অনেক কাস্টমার বিশ্বাসই করতে চায় না

আপনি নিজেই জানেন না কেন অর্ডার আসছে না

ফেসবুকের কাছে কোনো ডেটা না থাকায় অ্যাড অপ্টিমাইজ করাও সম্ভব না

আপনার কম্পিটিটররা যেখানে ডেটা বেইজড মার্কেটিং করছে, আপনি সেখানে ঝুঁকি নিয়ে আন্দাজে এগুচ্ছেন

✅ সমাধান: ওয়েবসাইট + পিক্সেল সেটআপ
💡 VirtueView IT-এর মাধ্যমে আপনি যা পাবেন:

আগ্রহী ভিজিটরদের রিটার্গেট করার সুবিধা

কোন অ্যাডে কত কনভার্সন, কত ক্লিক—সব ট্র্যাক করা

কাস্টম অডিয়েন্স এবং লুক-এ-লাইক তৈরি করে আরও ভালো রেজাল্ট

বাজে অ্যাড বাদ দিয়ে কনভার্টিং অ্যাডে বাজেট ইনভেস্ট

পণ্যের ভিজিট থেকে শুরু করে অর্ডার পর্যন্ত পুরো প্রসেস ট্র্যাকিং

Google Analytics ও Facebook Reports থেকে ডেটা-বেইজড ডিসিশন

কাস্টমারদের কাছে প্রফেশনাল ব্র্যান্ড ইমপ্রেশন

স্মার্ট মার্কেটিং = বেশি সেলস

👉 আপনি যদি চান আপনার অ্যাডের প্রতিটা টাকা যেন কাজে লাগে, তাহলে আজই VirtueView IT-তে ইনবক্স করুন।

আমরা দেখিয়ে দেব—
কীভাবে ডেটা ব্যবহার করে আপনার ব্যবসাকে স্কেল করা যায়।

📩 Inbox Now

শুভ কামনা রইলো আইটি সেক্টরের আরেকটি বড় এজেন্সি TechnoTide Consultancy কে❤️
13/04/2025

শুভ কামনা রইলো আইটি সেক্টরের আরেকটি বড় এজেন্সি TechnoTide Consultancy কে❤️

"ঈদের পর সেল হয় না" – আসলেই কি? নাকি এটা আপনার ভুল ধারণা? 🤔যখন সবাই বিশ্রামে, তখনই স্মার্ট বিজনেসগুলো এগিয়ে যায়!ঈদ মানেই...
10/04/2025

"ঈদের পর সেল হয় না" – আসলেই কি? নাকি এটা আপনার ভুল ধারণা? 🤔

যখন সবাই বিশ্রামে, তখনই স্মার্ট বিজনেসগুলো এগিয়ে যায়!

ঈদ মানেই আনন্দ, উৎসব, আর প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সময়। এই সময়ে মানুষ শুধু প্রয়োজনের জন্য নয়, বরং আবেগের কারণে কেনাকাটা করে—প্রিয়জনকে খুশি করতে, নিজের জন্য কিছু স্পেশাল নিতে। আর এখানেই একজন স্মার্ট উদ্যোক্তার সুযোগ তার ব্র্যান্ডকে কাস্টমারের ‘Top of Mind’ এ নিয়ে আসার!

যেই ব্র্যান্ড কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করতে পারবে, পরবর্তী কেনাকাটার সময় সেই ব্র্যান্ডই সবার আগে তাদের মনে আসবে। অথচ অনেক ব্যবসায়ী ভাবেন, "ঈদ শেষ, সেল তো কমে যাবে!" কিন্তু আসল সত্যটা কী?

বাস্তবে ঈদের পরও মানুষ শপিং চালিয়ে যায়— গিফট, ফ্যাশন, লাইফস্টাইল বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। তাই, এখনই সময় আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ানোর! 🚀

👉 তাহলে ঈদের পরও কীভাবে সেল বাড়ানো সম্ভব?

✅ ইমোশনাল কানেকশন তৈরি করুন – ঈদের রেশ কাটলেও মানুষ আনন্দের মুহূর্ত ধরে রাখতে চায়। আপনার প্রোডাক্ট যদি সেই আনন্দের অংশ হয়ে যায়, তাহলে কাস্টমার স্বাভাবিকভাবেই আপনার ব্র্যান্ডের দিকে ঝুঁকবে। Same প্রোডাক্ট Next Purchase এর সময় আপনার কথা-ই সবার আগে সে ভাববে।

✅ এক্সক্লুসিভ ‘Post-Eid’ অফার পিচ করুন – "Post-Eid Special Offer", "Gift Yourself After Eid", "Eid Hangover Sale"—এমন ক্যাম্পেইন নাম দিয়ে স্পেশাল অফার দিন। এটি হতে পারে ডিসকাউন্ট, বান্ডেল অফার, ফ্রি শিপিং বা বোনাস গিফট।

✅ রিমার্কেটিং অ্যাড চালান – ঈদের সময় অনেকেই আপনার প্রোডাক্ট দেখেছে কিন্তু কিনতে পারেনি। রিমার্কেটিং করে সেই কাস্টমারদের আবার আপনার ব্র্যান্ডের কথা মনে করিয়ে দিন।

✅ ইউজার-জেনারেটেড কন্টেন্ট (UGC) ব্যবহার করুন – যারা ইতোমধ্যে আপনার পণ্য কিনেছে, তাদের রিভিউ, ফটো বা ভিডিও শেয়ার করুন। এতে নতুন ক্রেতাদের বিশ্বাস বাড়বে, এবং তারা সহজেই সিদ্ধান্ত নিতে পারবে।

একজন স্মার্ট উদ্যোক্তা জানে, সেলস শুধু ডিসকাউন্টের ওপর নির্ভর করে না—বরং মানুষের আবেগ ও সময়োপযোগী মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর নির্ভর করে! আপনি কি সেই স্মার্ট উদ্যোক্তাদের একজন?
তাহলে এখনই সময় আপনার ব্র্যান্ডকে কাস্টমারের মনে স্থায়ী ভাবে জায়গা করে নেওয়ার!

Tomorrow, April 7, Virtueview IT will suspend all activities for one day in solidarity with the globally observed 'Globa...
06/04/2025

Tomorrow, April 7, Virtueview IT will suspend all activities for one day in solidarity with the globally observed 'Global Strike for Gaza'.
In honor of this peaceful initiative, we will not carry out any official operations tomorrow. All regular activities will resume on April 8.

We strongly condemn the brutal actions of Israel and express our unwavering solidarity with the oppressed. May the downfall of such an oppressive regime come swiftly.
– Virtueview IT Authority

Eid Mubarak from VirtueView IT! 🌙On this joyous occasion of Eid-ul-Fitr, we extend our warmest wishes to you and your lo...
30/03/2025

Eid Mubarak from VirtueView IT! 🌙

On this joyous occasion of Eid-ul-Fitr, we extend our warmest wishes to you and your loved ones. May this Eid bring peace, happiness, and endless blessings into your life.

As we celebrate, let's not forget our brothers and sisters in Palestine. May Allah grant them peace, strength, and justice. Our hearts and prayers are with them. 🤲🇵🇸

Stay blessed, stay united.

VirtueView IT পরিবারের সঙ্গে ইফতারের সুন্দর মুহূর্ত—সম্পর্ক আরও দৃঢ়, সফলতার পথে একসাথে! 🌙 একসাথে পরিশ্রম, একসাথে উদযাপন!...
22/03/2025

VirtueView IT পরিবারের সঙ্গে ইফতারের সুন্দর মুহূর্ত—সম্পর্ক আরও দৃঢ়, সফলতার পথে একসাথে! 🌙 একসাথে পরিশ্রম, একসাথে উদযাপন!

Address

Chowhatta
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when VirtueView It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share