
31/07/2025
আলীচরগাঁও আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সম্পন্ন।
সভাপতি, মুন্তাসিম আহমদ
সম্পাদক, আব্দুল মুক্তাদির
উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ.) এর হাতে গড়া দ্বীনি সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাজনগর উপজেলাধীন ৩নং মুন্সিবাজার ইউনিয়ন শাখার আওতাধীন আলীচরগাঁও আঞ্চলিক শাখার (২০২৫-২৬) সেশনের কাউন্সিল অধিবেশন ও অভিষেক সম্পন্ন হয়েছে।
৩১শে জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার বিকাল ৩টায় আলীচরগাঁও ফরিদপুর দাখিল মাদ্রাসা হল রুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়ন শাখার সভাপতি কামাল হোসেন শিপু ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; রাজনগর উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সহ-অফিস সম্পাদক মারজান আহমদ, মারজান আহমদ(২)।
সকলের সম্মতিক্রমে মুন্তাসিম আহমদ সভাপতি , সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির ও নাজমুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭সদস্যের (২০২৫-২৬) সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন:-
সহ সভাপতি: রাহী আহমদ, রনি আহমদ।
সহ সাধারণ সম্পাদক: সেবুল আহমদ, মাহি উদ্দিন
সহ সাংগঠনিক সম্পাদক: মুতাহির আহমদ, তায়েফ আহমদ।
প্রচার সম্পাদক: ঈদ্রিছ আহমদ।
সহ প্রচার সম্পাদক: সায়েক আহমদ, মারুফ আহমদ।
অর্থ সম্পাদক: নাঈম আহমদ ।
অফিস সম্পাদক: আব্দুর রহমান।
সহ অফিস সম্পাদক: হাকিম আহমদ ।
প্রশিক্ষণ সম্পাদক: শাহান আহমদ।
সহ প্রশিক্ষণ সম্পাদকঃ ময়ুন আহমদ, অলি আহমদ।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: রেদ্বওয়ান আহমদ।
সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক : সালমান আহমদ,সাব্বির আহমদ।
তথ্য ও প্রযুক্তি সম্পাদকঃ আল মামুন।
সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আরিফ আহমদ।
সদস্য:-
মুনাঈম আহমদ, মিজান আহমদ, মিনহাজ আহমেদ, মারুফ আহমদ(২)।