05/11/2024
বিশ্বনাথে জমি বিরোধের জেরে এক নারীর ওপর হামলার অভিযোগ
বিশ্বনাথ থানাধীন ৮ নং দশগড় ইউনিয়নের রায়কালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন রিপা বেগম (৪০)। এ ঘটনায় তিনি চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহত রিপা বেগম অভিযোগে জানান, অভিযুক্তরা -রুমেল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), শামীম মিয়া (৪০) ও মুন্নী বেগম (৩০)-তার পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত রয়েছেন। অভিযোগ মতে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে পূর্বে বিরোধের মীমাংসা হলেও বিবাদীরা তা মেনে চলেননি।
গত ৫ নভেম্বর বিকেলে রিপা বেগম তাদের নিজস্ব জমিতে সবজির সুরক্ষায় বাঁশের বেড়া নির্মাণ করেন। তখন ১ নম্বর অভিযুক্ত রুমেল মিয়া এসে বেড়ার ব্যাপারে আপত্তি জানায়। এতে তর্ক-বিতর্ক শুরু হলে সকল অভিযুক্তরা একজোট হয়ে দেশীয় অস্ত্র নিয়ে রিপা বেগমের ওপর আক্রমণ চালায়। এ সময় রুমেল মিয়া রামদা দিয়ে মাথায় আঘাত করলে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া, অভিযুক্তরা লাঠি ও ঘুষি দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।
রিপা বেগমের চিৎকার শুনে তার মেয়ে ও স্বামী এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও মারধর করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় রিপা বেগমকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা নেন তিনি।
রিপা বেগম জানান, চিকিৎসা শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশ্বনাথ থানা পুলিশ ঘটনার অনন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন থানার ওসি।