Nabasree Nipa

Nabasree Nipa Feel free to knock for photoshoots and promotional activities. https://youtube.com/

A flying Bird Dream to fly around the world...

চলো না হারিয়ে যাই,কোনো নাম না জানা শহরে❤️❤️
26/07/2025

চলো না হারিয়ে যাই,
কোনো নাম না জানা শহরে❤️❤️

জনাব কে নিয়ে পহেলা বৈশাখে বের হয়েছিলাম, কয়েকটা ছবি তুলে কি যে এক আরাধ্য সাধন করেছিলাম। মাঝে মাঝে ঘুরতে বের হলে তো একটু ড...
26/07/2025

জনাব কে নিয়ে পহেলা বৈশাখে বের হয়েছিলাম, কয়েকটা ছবি তুলে কি যে এক আরাধ্য সাধন করেছিলাম।
মাঝে মাঝে ঘুরতে বের হলে তো একটু ডলার টলার পেতাম, ডলারের লোভে হলেও একটু ঘুরতে বের হবেন জনাব। 🤔🫣🙄

আমাদের ঘরের কেমিস্ট্রি একটু ভিন্ন রকম।রনি বাবু তো অনেক কিপটা, নিজের জন্য কিছু কিনতে অনেক হিসেব করে। কিন্তু ঘরের অন্যদের ...
26/07/2025

আমাদের ঘরের কেমিস্ট্রি একটু ভিন্ন রকম।

রনি বাবু তো অনেক কিপটা, নিজের জন্য কিছু কিনতে অনেক হিসেব করে। কিন্তু ঘরের অন্যদের জন্য কার্পণ্য করেন না, ভালো জিনিস নিয়ে আসেন৷

রনি বাবু ঢাকায় গেলে ছোট ভাইয়ের কি নাই তা খেয়াল করে নিয়ে আসেন। এসে বলেন এ গরু অগুন ইউজ কর।
আবার ছোরদা ভাই যখন ঢাকায় যায় বড় ভাইয়ের কিছু লাগলে নিয়ে আসেন।

ছোরদা ভাই সব সময় ব্র‍্যান্ডের জিনিস নিয়ে আসে। ভালো শপিংমল থেকে আনে। ছোরদা ভাইয়ের কাপড় চোপরের দাম বেশি আর সুন্দরও।
আর রনি বাবু সিলেট থেকে চিল্লাইয়া বলে দামী কিছু আনতে হবেনা। ৪-৫০০ এর মধ্যে আনলেই হবে।
এদিকে ছোরদা ভাই তো ঝামেলা মুক্ত মানুষ, ঝামেলা পছন্দ করেনা, এতো দামি দরকার কি একটা পরলেই হয়, উঠতে বসতে চিল্লাচিল্লি শুনার থেকে বড় ভাই যেভাবে বলছে সেভাবেই আনে।

আমার সব থেকে ভালো লাগে তারা এক ভাই আরেকজনের জন্য নিয়ে আসে। ঘরে যাই হোক তারা দুই ভাই কিছু হলে রনি বাবু বলে জনিরে জিগাও আর ছোরদা ভাই বলে ভাইরে জিগাও। পরে তারা দুই ভাই একজন আরেকজনরে জিজ্ঞেস করে বুদ্ধি পরামর্শে কাজ করে।

এই যে ছোরদা ভাই নিয়ে আসছে, সব এক কালার, সব নরমাল কোনো ডিজাইন নাই, রনি বাবু এইসব ডিজাইন ই পরে।
আমার জামাই একমাত্র মানুষ যে একি ডিজাইনের ৩-৪ টা টিশার্ট আনতে পারে শুধু কালার একটু ভিন্ন হয়।
একটু অন্যমনস্ক ভাবে তাকালে মনে হবে এক টিশার্ট ৫ দিন পরে।

26/07/2025

কি একটা অবস্থা, রাত ১২ টায় কারেন্ট চলে গেলো ১.৫৫ তে আসলো। আবার ভোর ৪.৪৫ এ গেলো এখন ১০ টায় আসলো।
গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, অস্থির লাগছে।

কার কার এলাকায় ইলেক্ট্রিসিটি নাই?ঘুম আসছে না?
25/07/2025

কার কার এলাকায় ইলেক্ট্রিসিটি নাই?
ঘুম আসছে না?

বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকেনা!
25/07/2025

বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকেনা!

আমাকে দেখতে কেমন লাগছে?এই প্রশ্নের কোনো মানে আছে কি??আমার কাছে মনেহয় এই প্রশ্নের কোনো মানে নেই।আমাকে দেখতে কেমন লাগছে থে...
25/07/2025

আমাকে দেখতে কেমন লাগছে?
এই প্রশ্নের কোনো মানে আছে কি??

আমার কাছে মনেহয় এই প্রশ্নের কোনো মানে নেই।
আমাকে দেখতে কেমন লাগছে থেকে আমার ব্যাক্তিত্ব কেমন তার গুরুত্ব বেশি। পোষাক আশাক পরিবর্তন করা যায় কিন্তু নিজের ব্যাক্তিত্ব একদিনেই পরিবর্তন করা যায়না।

25/07/2025

ফেইসবুকে ঢুকলেই মাইলস্টোন স্কুলের ভিডিও,পোস্ট।
এই ঘটনা মাথা থেকে যাচ্ছে না,😐
কতটা কষ্ট লাগলে এই ভিডিও গুলো চোখে পড়লে।
যার বা যাদের যায়,যে প্রিয়জনকে হারায়,সেই বুঝে হারানোর যন্ত্রণা
ফেইসবুকে ঢুকতে এখন আর ভালো লাগে না।🙂

শুভ সকাল সবাইকে। এই ছবিটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার চিন্তা করছি। আমার জামাই মানে রনি বাবু কোথাও ঘুরতে গেলে নিজের ...
25/07/2025

শুভ সকাল সবাইকে।

এই ছবিটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার চিন্তা করছি।
আমার জামাই মানে রনি বাবু কোথাও ঘুরতে গেলে নিজের ছবি টবি তুলেনা বললেই চলে। আমি সাথে থাকলে জোর করে ১-২ টা ছবি তুলি একসাথে।

এই যে দেখেন নীলাদ্রি ঘুরতে যেয়ে রনি বাবু জঙ্গলের মতো জায়গায় চার্চের ছবি তুলেছেন। এই অবলা গরুটার ছবি তুলেছেন।
এই গরুকে দেখে নাকি উনার অনেক ভালো লেগেছে। উনি চিন্তা করেছেন গরুটা উনার থেকেও শান্তিতে বসে আছে, বসে বসে চারদিকে সবাইকে দেখছে।

এই অদ্ভুত মানুষটাকে নিয়ে আমি আছি বিপদে। 🫣🥰❤️🤭

আগের পোস্টে অনেকেই ভেবেছেন আজ আমার হাত পুড়েছে। আসলে গতবছর নুডুলস বানাইতে যেয়ে হাত পুড়েছিলো কড়াই থেকে তেল পরে।বর্তমানে হা...
24/07/2025

আগের পোস্টে অনেকেই ভেবেছেন আজ আমার হাত পুড়েছে।
আসলে গতবছর নুডুলস বানাইতে যেয়ে হাত পুড়েছিলো কড়াই থেকে তেল পরে।

বর্তমানে হাতে স্পট আছে শুধু।

কটাদিন যাবত ভাবতেছি এই সামান্য হাতের পুড়ায় যে ক্ষত আর জ্বালাপোড়া পেয়েছিলাম, ইশ্বর জানেন ফুলের মতো শিশুগুলো কি কষ্ট পেয়ে বিদায় নিয়েছে। 😭😭

বাংলাদেশের আকাশে যে অন্ধকার বিষাদ জমা হয়েছে, তা কেটে যাক। শুভ সকাল সবাইকে। সামান্য হাত পুড়তেই জান চলে যাওয়ার উপায় হয়েছিল...
24/07/2025

বাংলাদেশের আকাশে যে অন্ধকার বিষাদ জমা হয়েছে, তা কেটে যাক।

শুভ সকাল সবাইকে।

সামান্য হাত পুড়তেই জান চলে যাওয়ার উপায় হয়েছিলো।
বাচ্চাগুলোর কথা মনে হলেই আর স্বাভাবিক থাকতে পারিনা। 😭😭

নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার উপস্থিতি নীরব হলেও শক্তিশালী হয় 🥰
23/07/2025

নিজেকে এমনভাবে গড়ে তোলো
যেন তোমার উপস্থিতি নীরব হলেও শক্তিশালী হয় 🥰

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Nabasree Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share