SylNet TV

SylNet TV Bangladesh Based Online News Portal

বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার এর একটি বার্তাবন্ধুগণ,বর্তমানে আমি একটি আইনি প্রক্রি...
13/10/2025

বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার এর একটি বার্তা

বন্ধুগণ,

বর্তমানে আমি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাল্লাহ সব কিছু শেষে আমি তোমাদের সাথে এসে কোন এক সময় জিন্দাবাজার কিংবা আম্বরখানার কোন রেস্টুরেন্টে বসে চা খেতে পারব।

সেনা অফিসার পালিয়ে যাওয়া সংক্রান্ত কোনো একটি জায়গায় আমার ছবি এসেছে। সেনাবাহিনীতে যোগদান করার পূর্বে এবং ইয়াং থাকতে বিদেশে পড়াশোনা কিংবা স্থায়ী ভাবে মাইগ্রেশন করার সকল সুযোগ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় আমি দেশে থেকেছি। ইনশাআল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেশে থাকব।

প্রয়োজনে হাসিতে
হাসিতে ফাসিতে যাব --
তবুও এদেশে রয়ে যাব

যেহেতু আমার জ্ঞানত আমি কোন মানুষের ক্ষতি করিনি, ক্ষমতার অপব্যবহার করিনি, সেহেতু আল্লাহর পক্ষ থেকে একটি একটি পরীক্ষা হিসেবে আমি মনে করছি। অনেক মহৎ মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। , আমার মত একজন সাধারন পাপী বান্দাকে আল্লাহতালা এই পরীক্ষায় ফেলে জগত এবং মানুষকে নতুনভাবে চেনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

যদি মনে করে থাকো, আমি এধরনের কোন অপরাধ এর সাথে জড়িত নয় তাহলে আমার জন্য দোয়া করবে, যেন সসম্মানের তোমাদের মধ্যে ফেরত আসি। 🤲

যদি কেউ কোন তথ্য কিংবা প্রমাণ পেয়ে থাকো আমি এ ধরনের কোন অপরাধের সাথে জড়িত, তাহলেও দোয়া করবে যেন আমার শাস্তি হয়। আমি দোয়া করি মিডিয়া প্রেসার, মিডিয়া জাস্টিস, প্রতিহিংসা ইত্যাদির ক্রোধানলে যেন কোন নিরপরাধ মানুষের শাস্তি না হয়। এতে জুলাই শহিদের রক্তের সাথে বেইমানি হবে। ইনশাআল্লাহ সুবিচার হবে। শুধুমাত্র দোষীরাই শাস্তি পাবে।

শুধু মনে রেখো পালিয়ে যাওয়ার জন্য রানা জন্মায়নি। সৎ সাহস নিয়ে হাসিমুখে যেকোনো পরিণতি বরণ করার মত নৈতিক দৃঢ়তা আমার রয়েছে।
ইনশাআল্লাহ।

✊ #ব্রিগেডিয়ার_তোফায়েল #তোফায়েল_মোস্তফা_রানা #সেনাঅফিসার #ন্যায়বিচার #বাংলাদেশ #ন্যায়বিচারেরদাবীতে

চতুর্থ পর্ব-------------নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মেজর অব. শামী!(নির্বাচনী এলাকা নিয়ে তৈ...
12/10/2025

চতুর্থ পর্ব
-------------
নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩
সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মেজর অব. শামী!

(নির্বাচনী এলাকা নিয়ে তৈরী করুন একটি উন্নয়ন প্লান)

আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষিত হয়। পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন দেয়া হয়। উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন চার(৪) দলীয় জোটের মনোনীত প্রার্থী জমিয়তের এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। তিনি ১ বছর সময়কালের জন্য এম.পি হয়েছিলেন। তাঁর পূর্বসূরী ছিলেন আওয়ামী রাজনীতির পুরোধা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ থেকে নির্বাচিত হোন অবসরপ্রাপ্ত আমলা সাবেক যুগ্মসচিব এম. এ মান্নান। সৌভাগ্য ক্রমে তিনি নির্বাচিত হয়েই অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে যান। তাঁর আমলে জগন্নাথপুরে উন্নয়নের ছোঁয়া না লাগলেও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হতে থাকে একের পর সরকারি প্রতিষ্ঠান। তাঁর অভিযোগ জগন্নাথপুর উপজেলার মানুষ নাকি তাঁকে ভোট দেয়নি? কিন্তু বাস্তবতা ভিন্ন তার সরকারের আমলে ভোটের প্রয়োজন হয়নি কারণ বীনা ভোটেই তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন বার বার।

জনাব মেজর অব. শামী উন্নয়ন বঞ্চিত জগন্নাথপুর উপজেলাকে নিয়ে করতে হবে একটি উন্নয়ন প্লান। খুঁজে বের করুন কোন কোন কাজ করতে হবে অগ্রাধীকার ভিত্তিতে।

চলবে......

12/10/2025

আওয়ামীলীগের কর্ম পদ্ধতি সম্পর্কে চীফ প্রসিকিউটরের বর্ণনা! এনটিভির সৌজন্যে।

যুক্তরাজ্য প্রবাসী একজন হুমায়ূন কবির! যুক্তরাজ্য প্রবাসী একজন হুমায়ূন কবির হতে পারেন সিলেটের আগামী দিনের গর্ব! জনাব হুমা...
11/10/2025

যুক্তরাজ্য প্রবাসী একজন হুমায়ূন কবির!

যুক্তরাজ্য প্রবাসী একজন হুমায়ূন কবির হতে পারেন সিলেটের আগামী দিনের গর্ব! জনাব হুমায়ূন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁকে নিয়ে সিলেটের বিএনপি রাজনীতিতে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি সরকার গঠন করলে আগামী দিনে হুমায়ূন কবির পেতে পারেন কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীত্ব। কেন জানি মনে হচ্ছে ইলিয়াস আলীর বিকল্প হিসেবে তাঁর আবির্ভাব। এগিয়ে চলুন আপনার অভিষ্ঠ লক্ষ্য পূরণে। উন্নয়ন বঞ্চিত সিলেটের জন্য লড়াই করতে হবে আপনাকে।

11/10/2025
11/10/2025
মেজর অব. সৈয়দ আশফাক শামী!বিএনপি'র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এখন যার ধ্যান ও জ্...
11/10/2025

মেজর অব. সৈয়দ আশফাক শামী!

বিএনপি'র সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এখন যার ধ্যান ও জ্ঞান! জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে চষে বেড়াচ্ছেন নিজ নির্বাচনে এলাকার দ্বারে দ্বারে।

11/10/2025

নমিনেশনের সম্ভাব্য লিস্টের পর....!

10/10/2025

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানী নগর) থেকে নির্বাচন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী হুমায়ূন কবির যেন সিলেটের আরেক ইলিয়াস আলী!!!

09/10/2025

বিশ্বনাথে বিএনপির দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। রূপালী সিলেটের সৌজন্যে।

09/10/2025

রাজনীতি হোক আত্মমর্যাদার প্রতীক!

দিরাই শাল্লার গর্বিত নেতা সাবেক এম.পি নাছির উদ্দীন চৌধুরী এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যার কাছে এখনও রাজনৈতিক পদ পদবীর চেয়ে আত্মমর্যাদা বড়। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদ প্রত্যাখ্যান করেছিলেন একটি কথা বলে, তিনি বলেছিলেন "টোকাই সেক্রেটারী হবে আর আমি হবো সভাপতি" রাজনীতি না করলে কি চলে না!

তৃতীয় পর্ব-------------নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মেজর অব. শামী!(নির্বাচনী এলাকা নিয়ে তৈর...
09/10/2025

তৃতীয় পর্ব
-------------
নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩
সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মেজর অব. শামী!

(নির্বাচনী এলাকা নিয়ে তৈরী করুন একটি উন্নয়ন প্লান)

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) জাতীয় সংসদীয় এলাকার একটি মর্যাদার আসন। মর্যাদার এ আসনে সৈয়দপুর, জগ্ননাথপুর তথা সুনামগঞ্জের কৃতি সন্তান মেজর অব. সৈয়দ আশফাক শামী বিএনপির সম্ভাব্য প্রার্থীতার অংশীদার হতে চষে বেড়াচ্ছেন আসনটির বিভিন্ন গ্রাম গ্রামান্তরে। দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের দখলে থাকা মর্যাদার এ আসনটি বিএনপির আয়ত্বে আনতে হলে প্রতিনিধি বাছাইয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, শিক্ষানুরাগী, মানবতাবাদী, আত্মমর্যাদাশীল ব্যক্তিত্ব হিসেবে মেজর অব. শামী হতে পারেন বিএনপির একজন পছন্দের প্রার্থী। তিনি বিএনপি রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ না থাকা সত্ত্বেও বিএনপিকে মনেপ্রাণে লালন করেছেন সবসময়ই।

সংসদ সৃষ্টির পর থেকে এ আসনে বিজয়ী সংসদ সদস্যগণ বেশীরভাগ সময়ই মন্ত্রীত্বের আসন অলঙ্কৃত করেছেন। তবুও এ অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগেনি তেমন একটা। এরশাদ সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর হাত ধরে জগন্নাথপুরের কিছু শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ করা হলেও রাস্তা ঘাটের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি তখনও। তাঁরই সহোদর জনাব ফারুক রশীদ চৌধুরী মন্ত্রীত্বে থাকাকালীন রাস্তা ঘাটের দিকে কিছুটা নজর দেয়ায় জগন্নাথপুরের মানুষ মোটামুটি উলটপালট খেয়ে হলেও সড়কপথে সিলেট আসতে পেরেছেন।

এ অঞ্চলের সবচেয়ে বেশি সময় ধরে সংসদে প্রতিনিধিত্ব করা আওয়ামী রাজনীতির পুরোধা সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের সময় গুটি কয়েক ব্যক্তির আর্থিক উন্নয়ন ছাড়া জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সার্বিক কোনো উন্নয়ন হয়নি বললে অত্যুক্তি হবেনা। কারণ জাতীয় রাজনীতিতে তিনি ছিলেন আওয়ামীলীগের ট্রাম্প কার্ড। আওয়ামীলাগের সরকার গঠনে বলেন অথবা বিরোধী দলে মর্যাদার আসনে থাকা বলেন সবকিছুই যেন ছিলো তাঁর হাতের ইশারার মধ্যে। কারণ বাংলাদেশ রাষ্ট্রে সরকার গঠনে ভারত সরকারের অদৃশ্য হাতের ভূমিকা ছিলো সবসময়ই অপেন সিক্রেট!

চলবে.....

Address

Darus Sadik, Bade Ali, Jalalabad
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SylNet TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share