
13/10/2025
বন্ধুদের উদ্দেশ্যে দেওয়া বিগ্রেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার এর একটি বার্তা
বন্ধুগণ,
বর্তমানে আমি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী ইনশাল্লাহ সব কিছু শেষে আমি তোমাদের সাথে এসে কোন এক সময় জিন্দাবাজার কিংবা আম্বরখানার কোন রেস্টুরেন্টে বসে চা খেতে পারব।
সেনা অফিসার পালিয়ে যাওয়া সংক্রান্ত কোনো একটি জায়গায় আমার ছবি এসেছে। সেনাবাহিনীতে যোগদান করার পূর্বে এবং ইয়াং থাকতে বিদেশে পড়াশোনা কিংবা স্থায়ী ভাবে মাইগ্রেশন করার সকল সুযোগ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছায় আমি দেশে থেকেছি। ইনশাআল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেশে থাকব।
প্রয়োজনে হাসিতে
হাসিতে ফাসিতে যাব --
তবুও এদেশে রয়ে যাব
যেহেতু আমার জ্ঞানত আমি কোন মানুষের ক্ষতি করিনি, ক্ষমতার অপব্যবহার করিনি, সেহেতু আল্লাহর পক্ষ থেকে একটি একটি পরীক্ষা হিসেবে আমি মনে করছি। অনেক মহৎ মানুষকে আল্লাহ পরীক্ষা করে থাকেন। , আমার মত একজন সাধারন পাপী বান্দাকে আল্লাহতালা এই পরীক্ষায় ফেলে জগত এবং মানুষকে নতুনভাবে চেনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
যদি মনে করে থাকো, আমি এধরনের কোন অপরাধ এর সাথে জড়িত নয় তাহলে আমার জন্য দোয়া করবে, যেন সসম্মানের তোমাদের মধ্যে ফেরত আসি। 🤲
যদি কেউ কোন তথ্য কিংবা প্রমাণ পেয়ে থাকো আমি এ ধরনের কোন অপরাধের সাথে জড়িত, তাহলেও দোয়া করবে যেন আমার শাস্তি হয়। আমি দোয়া করি মিডিয়া প্রেসার, মিডিয়া জাস্টিস, প্রতিহিংসা ইত্যাদির ক্রোধানলে যেন কোন নিরপরাধ মানুষের শাস্তি না হয়। এতে জুলাই শহিদের রক্তের সাথে বেইমানি হবে। ইনশাআল্লাহ সুবিচার হবে। শুধুমাত্র দোষীরাই শাস্তি পাবে।
শুধু মনে রেখো পালিয়ে যাওয়ার জন্য রানা জন্মায়নি। সৎ সাহস নিয়ে হাসিমুখে যেকোনো পরিণতি বরণ করার মত নৈতিক দৃঢ়তা আমার রয়েছে।
ইনশাআল্লাহ।
✊ #ব্রিগেডিয়ার_তোফায়েল #তোফায়েল_মোস্তফা_রানা #সেনাঅফিসার #ন্যায়বিচার #বাংলাদেশ #ন্যায়বিচারেরদাবীতে