06/02/2025
তুমি কেমন ভালোবাসা চাও...!?
__মাছের কাটা বেছে দেওয়ার মতো, ফলের খোসা ছাড়িয়ে দেওয়ার মতো, বাদাম ভেঙ্গে ফুঁ দিয়ে হাতের মধ্যে ভরে দেওয়া মতো, চুলে বিনুনি করে দেওয়ার মতো, কানে ফুল গুঁজে দেওয়ার মতো, ভিড়ের মধ্যে শক্ত করে হাত ধরে রাখার মতো, অসুস্থতায় পাশে বসে থাকার মতো, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলে বুকে জড়িয়ে নেওয়ার মতো! আমি ভালোবাসার মানে বুঝি যত্ন। আর আমি যত্নে মোড়ানো ভালোবাসা চাই!🌸🌹