
23/11/2024
আমি পদ্মজা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বার বার মুগ্ধ করে☺
~ আমার পাপের রাজত্বে তোমার
আগমন ছিল ভূমিকম্পের মত..!
যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার
হৃদপিন্ড থমকে যায় পদ্মবতী..!
~ আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী
আমি ধ্বংস, তুমি সৃষ্টি !
আমি পাপ, তুমি পবিত্র, এত
অমিলের কেন হলো মিলন...!
~ সারা অঙ্গ কলঙ্গে ঝলসে যাক
তুই বন্ধু শুধু আমার থাক..!
~ গত চারদিনের একাংশ যন্ত্রণা
যদি তুমি অনুভব করতে, তাহলে
আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে..!
আমার শাস্তি হত বেঁচে থাকা..!
এই যে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না!!❤️🩹
~ তোমাকে দেখার তৃষ্ণা আমার
কখনও মিটবে না পদ্মবতী...!
~ তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে
আমি আবার তোমার পিছু নিবো....-
#আমি_পদ্মজা