Freelancer Hena

Freelancer Hena Hi ,Im Hena Akter . Im a expert freelancer about Digital Marketing. let's work together
(3)

If u want a quality work in a lesser price be a expert freelencer then don't hesitate to hire me.

একটি প্রফেশনাল পেইজ আপনার ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং গ্রাহকদের জন্য কেনাকাটার প্রক্রিয়াকে সহজ করে। একটি সুন্দ...
17/01/2025

একটি প্রফেশনাল পেইজ আপনার ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং গ্রাহকদের জন্য কেনাকাটার প্রক্রিয়াকে সহজ করে। একটি সুন্দরভাবে সাজানো পেইজ ব্যবসার প্রথম ছাপ। এটি যত ভালো হবে, ক্রেতাদের আস্থা তত বেশি বাড়বে।

আপনার পেইজ কি প্রফেশনালি সেটআপ করা? যদি না করে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন!

নক করুন আমাকে ইনবক্সে 🤗

Boost এর রিভিউ 🫢🔥আলহামদুলিল্লাহ 💖
21/11/2024

Boost এর রিভিউ 🫢🔥
আলহামদুলিল্লাহ 💖

৫ ডলারের একটা এড রান করালাম একটু আগে। সাথে সাথেই পেমেন্ট 😍
20/11/2024

৫ ডলারের একটা এড রান করালাম একটু আগে। সাথে সাথেই পেমেন্ট 😍

Targeted FollowerExcellent Result for Educational page.😮
20/11/2024

Targeted Follower

Excellent Result for Educational page.😮





🔥🔥আপনার আইডির পাশে সবুজবাতি? নাকি হলুদ বাতি?🔥🔥বাংলাদেশের মারামারির সুবাধে এক্কান পোস্ট করছিলাম।তো জুকার চাচা আমার আইটারে...
17/11/2024

🔥🔥আপনার আইডির পাশে সবুজ
বাতি? নাকি হলুদ বাতি?🔥🔥

বাংলাদেশের মারামারির সুবাধে এক্কান পোস্ট করছিলাম।তো জুকার চাচা আমার আইটারে restricted করে দিছিলো🥲 যে কষ্ট পাইছিলাম ঐ দিন। হঠাৎ দেখি হলুদ বাতি😱

অক্টোবরের ১ তারিখে restricted হইছিল আইডি। কেমনে কি করবো ভেবে না পেয়ে খুঁজতে শুরু করলাম কিভাবে সমাধান মিলে। ফাইনালি Appeal করলাম আরও কিছু কাজ করার পর গতকাল রাতে দেখি জুকার চাচা আমার আইডির পাশে সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছেন। ১মাস ১৭ দিন পর ফাইনালি আমি সাকসেসফুলি আমার আইডির Restriction উঠাতে পারছি।

এখন আসি মূল কথায়!!

আপনি কাজ পারেন নাহ!
তাহলে আপনার কাজ অন্য কেউ করে দিলে তাকে পেমেন্ট তো করতেই হবে🫢 কিছু কিছু মানুষ যে রেষারেষি শুরু করেন কিছু না বুঝেই আল্লাহ। সব কাজ যদি সবাই করতে পারত তাহলে সবাই ফ্রিল্যান্সার হওয়ার কথা তাইনা?



Boost  কিংবা Ads campaign এর জন্য ভিডিও কনটেন্টের প্রাধান্য বেশি। কারন, এটি বেশি রিচ দেয় এবং সকল প্রকারের Audience এর মন...
17/11/2024

Boost কিংবা Ads campaign এর জন্য ভিডিও কনটেন্টের প্রাধান্য বেশি। কারন, এটি বেশি রিচ দেয় এবং সকল প্রকারের Audience এর মনোযোগ ধরে রাখে।

সে ক্ষেত্রে ভিডিও কনটেন্ট কত মিনিটের হওয়া উচিত???
১৫-৩০ সেকেন্ডের ছোট ভিডিও অধিক কার্যকর।

কাজকে যারা ভালবাসে তাদের সাফল্য কেউ আটকাতে পারেনা। দুইজনের জন্য করা একটা লগো আর একটা Social media product design!
17/11/2024

কাজকে যারা ভালবাসে তাদের সাফল্য কেউ আটকাতে পারেনা। দুইজনের জন্য করা একটা লগো আর একটা Social media product design!

বুস্ট (Boost) করা মানে হলো আপনার পোস্ট বা বিজ্ঞাপনকে ফেসবুকের মাধ্যমে পেইড প্রমোশনের মাধ্যমে আরও অনেক বেশি মানুষের কাছে ...
12/11/2024

বুস্ট (Boost) করা মানে হলো আপনার পোস্ট বা বিজ্ঞাপনকে ফেসবুকের মাধ্যমে পেইড প্রমোশনের মাধ্যমে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি মূলত এক ধরনের ফেসবুক অ্যাড কৌশল, যেখানে আপনি একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে আপনার লক্ষ্যভিত্তিক অডিয়েন্সের সামনে পোস্টটি প্রমোট করতে পারেন।

বুস্ট করার ফলে যা যা হয়:

1. পোস্টের রিচ বৃদ্ধি পায়: সাধারণ পোস্টের তুলনায় বুস্ট করা পোস্ট অনেক বেশি মানুষ দেখতে পায়।

2. ব্র্যান্ডের ভিজিবিলিটি বৃদ্ধি পায়: প্রচারিত পোস্টের মাধ্যমে আপনার ব্র্যান্ড আরও বেশি লোকের কাছে পরিচিত হয়।

3. এনগেজমেন্ট বাড়ে: লাইভ, কমেন্ট, শেয়ার এবং রিঅ্যাকশন বেড়ে যায়, যা আপনার ব্যবসাকে আরও জনপ্রিয় করে তুলতে সহায়তা করে।

4. টার্গেটেড অডিয়েন্স রিচ করা যায়: বুস্ট করার সময় আপনি আপনার পছন্দমতো বয়স, লিঙ্গ, এলাকা এবং আগ্রহ অনুযায়ী অডিয়েন্স নির্বাচন করতে পারেন।

তবে মনে রাখতে হবে, বুস্টিং শুধুমাত্র পোস্টের ভিউ এবং এনগেজমেন্ট বাড়ায়, কিন্তু এই এনগেজমেন্ট থেকে বিক্রি বা লিড পাওয়ার জন্য আরও নির্দিষ্ট ক্যাম্পেইন কৌশল প্রযোজ্য।

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🥰
10/11/2024

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 🥰

Visa card...একজন ফ্রিল্যান্সারের স্বপ্ন 🥰আলহামদুলিল্লাহ আমি ও পেয়ে গেছি।এখন ads Campaign করা যাবে নিজের কার্ড দিয়েই।
09/11/2024

Visa card...
একজন ফ্রিল্যান্সারের স্বপ্ন 🥰
আলহামদুলিল্লাহ আমি ও পেয়ে গেছি।এখন ads Campaign করা যাবে নিজের কার্ড দিয়েই।

Ads🔥 campaign এর গুরুত্ব গল্পটা পড়ুন বুজতে পারবেন।একবার গ্রামের দুই বন্ধু, রবি আর সজিব, নিজেদের তৈরি মধু বিক্রির সিদ্ধান...
09/11/2024

Ads🔥 campaign এর গুরুত্ব গল্পটা পড়ুন বুজতে পারবেন।

একবার গ্রামের দুই বন্ধু, রবি আর সজিব, নিজেদের তৈরি মধু বিক্রির সিদ্ধান্ত নিল। রবি প্রচারণায় খুব আগ্রহী ছিল না, ভেবেছিল তার ভালো মানের মধু এমনিতেই বিক্রি হবে। আর সজিব একটা ছোট্ট বিজ্ঞাপন প্রচারণা শুরু করল—প্রতিদিন বাজারে গিয়ে মধুর স্বাদ নিতে দিত আর লোকজনকে জানাত কিভাবে মধু স্বাস্থ্যকর।

কিছুদিন পর দেখা গেল, সজিবের মধু খুব জনপ্রিয় হয়ে গেছে, এবং তার বিক্রয়ও দ্রুত বাড়ছে। লোকজন তার মধুর স্বাদ নিয়ে কথা বলতে শুরু করেছিল, এবং বিভিন্ন জায়গা থেকেও অর্ডার আসতে শুরু করল। রবি তখন বুঝল, কেবল ভালো পণ্য থাকলেই হবে না; যদি মানুষ জানতেই না পারে, তাহলে বিক্রয়ও হবে না।

এই গল্প থেকে বোঝা যায়, একটি ভালো বিজ্ঞাপন প্রচারণা বা Ads Campaign শুধুমাত্র পণ্য বা সেবাকে পরিচিত করে না, বরং তার প্রতি আগ্রহ ও চাহিদাও তৈরি করে।

Address

Habiganj Sadar
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Hena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share