09/11/2024
Ads🔥 campaign এর গুরুত্ব গল্পটা পড়ুন বুজতে পারবেন।
একবার গ্রামের দুই বন্ধু, রবি আর সজিব, নিজেদের তৈরি মধু বিক্রির সিদ্ধান্ত নিল। রবি প্রচারণায় খুব আগ্রহী ছিল না, ভেবেছিল তার ভালো মানের মধু এমনিতেই বিক্রি হবে। আর সজিব একটা ছোট্ট বিজ্ঞাপন প্রচারণা শুরু করল—প্রতিদিন বাজারে গিয়ে মধুর স্বাদ নিতে দিত আর লোকজনকে জানাত কিভাবে মধু স্বাস্থ্যকর।
কিছুদিন পর দেখা গেল, সজিবের মধু খুব জনপ্রিয় হয়ে গেছে, এবং তার বিক্রয়ও দ্রুত বাড়ছে। লোকজন তার মধুর স্বাদ নিয়ে কথা বলতে শুরু করেছিল, এবং বিভিন্ন জায়গা থেকেও অর্ডার আসতে শুরু করল। রবি তখন বুঝল, কেবল ভালো পণ্য থাকলেই হবে না; যদি মানুষ জানতেই না পারে, তাহলে বিক্রয়ও হবে না।
এই গল্প থেকে বোঝা যায়, একটি ভালো বিজ্ঞাপন প্রচারণা বা Ads Campaign শুধুমাত্র পণ্য বা সেবাকে পরিচিত করে না, বরং তার প্রতি আগ্রহ ও চাহিদাও তৈরি করে।