Fake Smile

Fake Smile অভিজ্ঞতা তো আর কম হলো না, তবুও মানুষ চিনতে ভুল হয়। 💔

Experience is not less, yet people make mistakes. 💔
~~FaKe~SmiLe💔~~(অভিশপ্ত জীবন)
(15)

-কেউ কাউকে কষ্ট দিয়ে বড়জোর সাময়িক সময়ের জন্য শান্তি পায়, কিন্তু বারো মাসই কোনো না কোনোভাবে অশান্তিতে থাকে, এই অশান্তির ...
15/05/2025

-কেউ কাউকে কষ্ট দিয়ে বড়জোর সাময়িক সময়ের জন্য শান্তি পায়, কিন্তু বারো মাসই কোনো না কোনোভাবে অশান্তিতে থাকে, এই অশান্তির কারণও তারা খুঁজে পায় না আর এটাকেই বলে Revenge of nature.!🙂💔


Fake Smile 🙃

সকালের আলো,আল্লাহর নেয়ামত,আলহামদুলিল্লাহ,নতুন একটি দিনে আল্লাহ আমাদের জীবিত রেখেছেন।চলুন দিনের শুরু করি—বিসমিল্লাহ দিয়...
15/05/2025

সকালের আলো,আল্লাহর নেয়ামত,
আলহামদুলিল্লাহ,নতুন একটি দিনে আল্লাহ আমাদের জীবিত রেখেছেন।
চলুন দিনের শুরু করি—বিসমিল্লাহ দিয়ে।
যে কাজে আল্লাহর নাম থাকে,
সে কাজে বরকত নেমে আসে।

আল্লাহ যেন আমাদের সকলকে হালাল রিজিক,সুস্থতা ও ঈমানদারির সাথে দিনটি অতিবাহিত করার তৌফিক দেন,
আমিন।🤲🤲🤲
শুভ সকালের শুভেচ্ছা সবাইকে 🥀🥀

মানুষের স্বভাব বড়ই বিচিত্র।যখন প্রয়োজন থাকে, তখন প্রশংসায় ভাসায়।আর প্রয়োজন ফুরালে?তখন বদনামের ঝড় তোলে — সেটাও প্রয়োজনের ...
14/05/2025

মানুষের স্বভাব বড়ই বিচিত্র।
যখন প্রয়োজন থাকে, তখন প্রশংসায় ভাসায়।
আর প্রয়োজন ফুরালে?
তখন বদনামের ঝড় তোলে — সেটাও প্রয়োজনের চেয়ে বেশি!
এই জন্যই বলে,ভালোবাসায় নয়,প্রয়োজনেই মানুষ সবচেয়ে বেশি আপন হয়......

প্রয়োজনই সব চেয়ে বড় সত্য!
তাই এখন শিখে গেছি—
মিষ্টি কথায় নয়, সময়ে-অসময়ে পাশে থাকা মানুষটাকেই "আপন" ভাবতে হয়। 😊💔

বিশ্বাস নয়, বুঝে চলাই বুদ্ধিমানের কাজ।

মিথ্যা হাসি 🙃

একদম হাসা যাবেনা😜🤣🤣🤣🤣🤣🤣
14/05/2025

একদম হাসা যাবেনা😜🤣🤣🤣🤣🤣🤣

— “সৌন্দর্যে আটকে গেলে মানুষ ক্ষনিকের জন্য থমকে যায়, কিন্তু মায়ায় আটকে গেলে মানুষ স্থির হয়ে যায়!”🌸✨
13/05/2025

— “সৌন্দর্যে আটকে গেলে মানুষ ক্ষনিকের জন্য থমকে যায়, কিন্তু মায়ায় আটকে গেলে মানুষ স্থির হয়ে যায়!”🌸✨

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক...
12/05/2025

সবকিছুর কী ক্ষমা হয়? এইযে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি চলে আসে,

এইসব কী প্রমাণ করেনা যে আমরা চাইলেই সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ এইটুকু চাইতে পারি- স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক! এইটুকুই ব্যাস..🌸

আমি চুপ থাকতেও পারি,  আবার বকবক করতে ও পারি...!!💜🌻পুরোটা নির্বর করছে বিপরীতে কোন মানুষটা আছে,  আর তার ব্যবহারের উপর...!!...
12/05/2025

আমি চুপ থাকতেও পারি, আবার বকবক করতে ও পারি...!!💜🌻
পুরোটা নির্বর করছে বিপরীতে কোন মানুষটা আছে, আর তার ব্যবহারের উপর...!!🙂🤍

12/05/2025

আমি কারো পরিবারে যেতে পারছি না কমেন্ট ব্লকে আছি🙏
পাশে থাকবেন প্রিয় পরিবার🙏

✍️❥•✿ফুলের গন্ধে. বইয়ের পাতায়.            ফিরে আসি প্রতিদিন. নীরব কথায়...!!ঘাসের বিছানায় স্বপ্ন বিছিয়ে.           হারাই ...
12/05/2025

✍️❥•✿ফুলের গন্ধে. বইয়ের পাতায়.
ফিরে আসি প্রতিদিন. নীরব কথায়...!!
ঘাসের বিছানায় স্বপ্ন বিছিয়ে.
হারাই মন নিজেরই ছায়ায়...!!❥ლ

❥•✿লাল ফুলের মিষ্টি হাসি.
ফুলকে আমি অসম্ভব ভালোবাসি..!!
বইয়ের গন্ধে. বর্ণের ছোঁয়ায়.
গেঁথে রেখে হৃদয় জুড়ায়....!!❥ლ

❥•✿ফুল আর বই . এ আমার ধন.
এদের মাঝেই খুঁজি আপন মন..!!
নতুন ভোরে. নতুন ছন্দে..
লিখে যাই জীবনের নীরব সঙ্গ....!!❥ლ

🌺 শুভ সকাল আমার প্রিয় পরিবার 🌺
🌺🌺

মানুষ এখন আর মানুষকে আগের মতো বিশ্বাস করতে পারে না।কারণ আজকাল মানুষ হওয়ার চেয়ে, মানুষ ঠকানোর প্রতিযোগিতাই যেন বেশি।যাক...
10/05/2025

মানুষ এখন আর মানুষকে আগের মতো বিশ্বাস করতে পারে না।
কারণ আজকাল মানুষ হওয়ার চেয়ে, মানুষ ঠকানোর প্রতিযোগিতাই যেন বেশি।
যাকে আপন ভেবেছিলে , সেও সুযোগ পেলে ক্ষতি করতে দ্বিধা করে না।
বন্ধুত্ব হয় মুখে, পেছনে চলে হিসাবের খেলা।
বিশ্বাস যেন এখন এক ধরনের জুয়া—যদি কপাল ভালো হয়, তাহলে টিকে যায়।
না হলে? ঠকতে হয়, ভাঙতে হয়, হারাতে হয় নিজের সহজত্ব।

প্রতিদিন মানুষ ঠকে, আর একটু একটু করে মানুষে বিশ্বাস হারিয়ে ফেলে।
তারপর আসে সেই চিরচেনা অবস্থা—
“কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না আর।”
ভালোবাসার জায়গায় আসে সন্দেহ,
আস্থার জায়গায় আসে দুরত্ব।

সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো—আজ মানুষই মানুষের সবচেয়ে বড় ভয়।
তাই এখন সম্পর্কের চেয়ে দূরত্ব নিরাপদ লাগে,
নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে একাকীত্বই বেশি নির্ভরযোগ্য মনে হয়।

মানুষ হয়ে মানুষ ঠকানো বন্ধ না হলে,
একদিন সবাই একা হয়ে যাবে—নিজেদের নিরাপদ রাখতে গিয়ে। ☺️🖤🥀

~মিথ্যা হাসি 🙃

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fake Smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share