10/05/2025
মানুষ এখন আর মানুষকে আগের মতো বিশ্বাস করতে পারে না।
কারণ আজকাল মানুষ হওয়ার চেয়ে, মানুষ ঠকানোর প্রতিযোগিতাই যেন বেশি।
যাকে আপন ভেবেছিলে , সেও সুযোগ পেলে ক্ষতি করতে দ্বিধা করে না।
বন্ধুত্ব হয় মুখে, পেছনে চলে হিসাবের খেলা।
বিশ্বাস যেন এখন এক ধরনের জুয়া—যদি কপাল ভালো হয়, তাহলে টিকে যায়।
না হলে? ঠকতে হয়, ভাঙতে হয়, হারাতে হয় নিজের সহজত্ব।
প্রতিদিন মানুষ ঠকে, আর একটু একটু করে মানুষে বিশ্বাস হারিয়ে ফেলে।
তারপর আসে সেই চিরচেনা অবস্থা—
“কাউকে বিশ্বাস করতে ভালো লাগে না আর।”
ভালোবাসার জায়গায় আসে সন্দেহ,
আস্থার জায়গায় আসে দুরত্ব।
সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো—আজ মানুষই মানুষের সবচেয়ে বড় ভয়।
তাই এখন সম্পর্কের চেয়ে দূরত্ব নিরাপদ লাগে,
নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে একাকীত্বই বেশি নির্ভরযোগ্য মনে হয়।
মানুষ হয়ে মানুষ ঠকানো বন্ধ না হলে,
একদিন সবাই একা হয়ে যাবে—নিজেদের নিরাপদ রাখতে গিয়ে। ☺️🖤🥀
~মিথ্যা হাসি 🙃