Sylhet mail

Sylhet mail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet mail, Media/News Company, sylhet, Sylhet.

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে। (১) সিলেট এমএজি ওসমা...
29/07/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।
শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন,কাজে লাগবে।

(১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কাজে লাগতে পারে।

#সিলেট

29/07/2025

তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার

#রাজাকার #বাংলাদেশ #পাকিস্তান #ঢাকা #ঢাবি

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তারমানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে...
12/05/2025

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

07/04/2025

হি/জ/বু/ল্লা/হ/র ড্রো"ন হা'ম'লা'য়
ই/জ/রা/য়ে/লে/র সে'না'বা'হি'নী'র প্র'ধা'ন স'হ ৬৭ জ'ন নি'হ'ত❤️‍🔥
আলহামদুলিল্লাহ

06/04/2025

এই মুহূর্তে সিলেটের কোন কোন উপজেলায় বৃষ্টি ঝড় তুফান হচ্ছে।

কমেন্টে করুন

*একটি নিখোজ সংবাদ*নাম: তাহসিনা আক্তার(আরফা)বাবার নাম: সৈকত হোসেনঠিকানা: আখালিয়া নোয়াপাড়াশ্রেণি: ৫মশাখা:(খ)স্কুল: সিটি মড...
24/10/2024

*একটি নিখোজ সংবাদ*
নাম: তাহসিনা আক্তার(আরফা)
বাবার নাম: সৈকত হোসেন
ঠিকানা: আখালিয়া নোয়াপাড়া
শ্রেণি: ৫ম
শাখা:(খ)
স্কুল: সিটি মডেল স্কুল

দুপুরে খাওয়ার পর বাসা থেকে হাটতে বের হয়ে বাসায় ফেরেনি
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পান তাহলে নিমোক্ত নাম্বারে যোগাযোগ করার হলো।

মোবা:০১৭৬৬৯০৯৬৬০, ০১৭১১১৪১৪৬৫

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খু.নসিলেটের গোলাপগঞ্জে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে মসজিদের এক ইমামকে শ্বাস...
19/10/2024

সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খু.ন

সিলেটের গোলাপগঞ্জে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে মসজিদের এক ইমামকে শ্বাসরোধ করে হ/ত্যা/র অভিযোগ পাওয়া গেছে স্ত্রীর বিরুদ্ধে ।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে পুলিশ নি/হ/ত ইমামের মরদেহটি উদ্ধার করে। তৎক্ষনাৎ পুলিশ ঘা/ত/ক স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ইমাম রুহুল আমিন গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়নের ডেমি গ্রামের শহিদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর গ্রামে একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক নাদিয়া বেগম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকাকালীন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে নিহত ইমামের তার সাথে পরিচয় হয়। এরপর ২০২০ সালে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর চাপে তিনি দেশে চলে আসেন। প্রবাসে থাকাকালীন আয়ের সকল টাকা ওই মহিলা তার স্বামীর কাছে দিতেন। দেশে আসার পর তাদের সংসার সুখের ছিলো না। বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো।

আরও জানা যায়, গত ১৫ দিন আগে স্ত্রীকে না জানিয়ে নিহত ইমাম অন্য এক মহিলাকে বিয়ে করেন। যে কারণে স্বামীর প্রতি ক্ষোভ বেড়ে যায় ওই মহিলার। শুক্রবার রাতের কোন এক সময় স্ত্রী স্বামী রুহুল আমীনকে ভাতের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খেতে দেন। পরবর্তীতে রাতের কোন এক সময় অচেতন অবস্থায় পড়নের ওড়না দিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা করে খাটের নিচে ইট দিয়ে লুকিয়ে রাখেন।

শনিবার বিকেলে এলাকাবাসী বাসার খাটের নিচে রুহুল আমীনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

এদিকে ঘা/ত/ক মহিলা তার নিজের কোন পরিচয় দিতে পারেনি। মা-বাবার নাম বা বাড়ির ঠিকানা জানে না বলে সে জানায়৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন৷

নি*খুঁজ সংবাদ! গতকাল সকাল থেকেই সোনিয়া নামের মেয়েটিকে পাওয়া যাচ্ছে না।। সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলক...
12/10/2024

নি*খুঁজ সংবাদ! গতকাল সকাল থেকেই সোনিয়া নামের মেয়েটিকে পাওয়া যাচ্ছে না।।

সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাএী।
নামঃ সোনিয়া আক্তার
গ্রামের নামঃ মঙ্গলকাটা, সুনামগঞ্জ
গতকাল ১১/১০/২০২৪ শুক্রবার সকাল ৭/৮টায় বাসা থেকে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি।
তিনি মঙ্গলকাটা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছোট মেয়ে। মেয়েটিকে খোঁজে পেতে সবার কাছে মানবিক সহযোগিতা কামনা করছি। পোস্টটি সবাই দ্রুত ছড়িয়ে দেন। যতটুকু সম্ভব ধারণা করা যাচ্ছে মেয়েটি কোনো পাচারকারীর চক্রে ফেসে গেছে।
কেউ সন্ধান পেলে দয়া করে উত্তর সুরমা যুব পরিষদ এর সাথে যোগাযোগ করুন অথবা উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন।
মোবাইল নাম্বারঃ ০১৭৫১৯২৪৫৫৫, ০১৭৭২৫৯৬০৩১

06/10/2024

🩸সিলেটে জরুরী রক্তের প্রয়োজন🩸

রোগীর নাম : জানা নেই
রোগীর সমস্যা: অপারেশন পরবর্তী রক্ত শুন্যতা
🔴রক্তের গ্রুপ : A+ (এ পজেটিভ)
💉রক্তের পরিমাণ : ১ ব্যাগ
🏥রক্তদানের স্থান: রেডক্রিসেন্ট সিলেট
☎ 01723739530 (হাফিজুর)

নি/খোঁ/জ সংবাদ !! পোস্টটি শেয়ার করে নি/খোঁ/জ ব্যক্তিকে ফিরে পেতে সহযোগিতা করুন।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন...
05/10/2024

নি/খোঁ/জ সংবাদ !! পোস্টটি শেয়ার করে নি/খোঁ/জ ব্যক্তিকে ফিরে পেতে সহযোগিতা করুন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
মাওলানা মুফতি মুহিবুর রহমান কাসেমী পবিত্র ওমরা করতে মক্কা শরীফে অবস্থানকালীন, গত দু'দিন পুর্বে বাসা থেকে বের হন।পরবর্তীতে এখন পর্যন্ত বাসায় ফিরেন নি!!!
মক্কা ও মদিনায় উনার যারা শুভাকাংখী আছেন কেউ তাহার সন্ধান পাইলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন : 0541522102 +966562483394/+8801712528552।

একটি নিখোঁজ বিজ্ঞপ্তি :নাম : সূচী  রানী নাথ থানা : জুড়ী জেলা : মৌলভীবাজার তারা রামকৃষ্ণ মিশন রোড মৌলভীবাজার এ থাকত।  মৌল...
01/10/2024

একটি নিখোঁজ বিজ্ঞপ্তি :
নাম : সূচী রানী নাথ
থানা : জুড়ী
জেলা : মৌলভীবাজার
তারা রামকৃষ্ণ মিশন রোড মৌলভীবাজার এ থাকত।
মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ ২৮/০৯/২৪ ইং কম্পিউটার পরীক্ষা দিতে যায় তারপর থেকে নিখোঁজ।
কেউ যদি উক্ত মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
01838558589

শেয়ার করোন সবাই।

26/09/2024

এইমাত্র পাওয়া....
সিলেটের হেতিমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি.হ.ত

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share