16/05/2025
৭ কলেজ নিয়ে সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনীতি তে বড় ক্ষতির কারন হতে পারে।
একবার ভাবুন তো, আন্দোলন করায় ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় স্বিকৃতি দিলো বর্তমান সরকার। আজ থেকে ১০ বছর পর যখন ৭ কলেজের( Dhaka Central University ) ছেলেমেয়েরা তাদের ছাত্রহল / ছাত্রীহল এর জন্য আন্দোলন করবে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মতোই। কলেজগুলি তে শিক্ষার পর্যাপ্ত পরিবেশ নাই, বাজেট নাই, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, ক্যাম্পাস নাই।
তারা যদি এগুলির জন্য তখন আন্দোলনে নামে, সেটা অবশ্যই যৌক্তিক আন্দোলন হবে। তখন তাদের সে দাবি পুরন করার এবিলিটি কি সরকারের আছে?
তখন তাদের কিভাবে থামাবেন? আবার একটা জুলাই নিয়ে আসবেন আমাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে ?
একবার ভাবুন তো, সাতটা কলেজের ছেলেমেয়েরা যদি শুধু তাদের ক্যাম্পাসের আশেপাশের রাস্তাগুলি অবরোধ করে... সম্পুর্ন ঢাকাই অচল হয়ে যাবে না??
তাদের যমুনায় যাওয়ারও প্রয়োজন হবে না, নিজ নিজ এলাকা অবরোধ করলেই এনাফ!
সুতরাং, তাদের কে বিশ্ববিদ্যালয় মর্যাদা দেয়ার আগে সরকার কে এ বিষয়ে ভাবা উচিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান থেকে অভিজ্ঞতা নিয়ে ৭ কলেজ নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।
আন্দোলন করে যদি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে নেয়,,, তাহলে গর্দভ উপদেষ্টাদের বুঝতে হবে এরকম করে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তাদের দিয়ে কিছু হবে না।
সরকার কে দূরদর্শী হতে হবে। কোন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারকে এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবতে হবে।