The Beauty of SUST Campus

The Beauty of SUST Campus A platform that virtually represents the beauty, information and update about SUST and others

16/05/2025

৭ কলেজ নিয়ে সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের অর্থনীতি তে বড় ক্ষতির কারন হতে পারে।

একবার ভাবুন তো, আন্দোলন করায় ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় স্বিকৃতি দিলো বর্তমান সরকার। আজ থেকে ১০ বছর পর যখন ৭ কলেজের( Dhaka Central University ) ছেলেমেয়েরা তাদের ছাত্রহল / ছাত্রীহল এর জন্য আন্দোলন করবে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মতোই। কলেজগুলি তে শিক্ষার পর্যাপ্ত পরিবেশ নাই, বাজেট নাই, প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, ক্যাম্পাস নাই।

তারা যদি এগুলির জন্য তখন আন্দোলনে নামে, সেটা অবশ্যই যৌক্তিক আন্দোলন হবে। তখন তাদের সে দাবি পুরন করার এবিলিটি কি সরকারের আছে?
তখন তাদের কিভাবে থামাবেন? আবার একটা জুলাই নিয়ে আসবেন আমাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে ?

একবার ভাবুন তো, সাতটা কলেজের ছেলেমেয়েরা যদি শুধু তাদের ক্যাম্পাসের আশেপাশের রাস্তাগুলি অবরোধ করে... সম্পুর্ন ঢাকাই অচল হয়ে যাবে না??
তাদের যমুনায় যাওয়ারও প্রয়োজন হবে না, নিজ নিজ এলাকা অবরোধ করলেই এনাফ!
সুতরাং, তাদের কে বিশ্ববিদ্যালয় মর্যাদা দেয়ার আগে সরকার কে এ বিষয়ে ভাবা উচিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান থেকে অভিজ্ঞতা নিয়ে ৭ কলেজ নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

আন্দোলন করে যদি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে নেয়,,, তাহলে গর্দভ উপদেষ্টাদের বুঝতে হবে এরকম করে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তাদের দিয়ে কিছু হবে না।

সরকার কে দূরদর্শী হতে হবে। কোন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারকে এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবতে হবে।

15/05/2025

জুলাইয়ের বীর মুক্তিযুদ্ধা ❤️

13/05/2025

আপনি যদি গরিব কিংবা মধ্যবৃত্ত হয়ে থাকেন: রাষ্ট্র কেবলই আপনার জন্য বুলডোজার।

শাসকগোষ্ঠী কখনো গরীবের কথা চিন্তা করে নাই। পালা বদল হয়। কিছু মানুষের মুখ চকচক করে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায় না ।

12/05/2025

একটা গেঁয়ো সুর ভেসে বেড়াচ্ছে! কিন্ত এটাই আমার শোনা শ্রেষ্ঠ জাতীয় সংগীত!

এই লুঙ্গি পরা লোকগুলোই বাংলার স্বাধীনতা এনেছিল! এই মানুষগুলো চাল চলনে, কথাবার্তায়, আমাদের মতো এত স্মার্ট ছিল না, চালাক চতুর ছিল না। কিন্তু তাদের আকাশের মত হৃদয় আর অসীম সাহস ছিল। এমন মানুষদের আমরা গাইয়া, খ্যাত এইসব বলি, মুখে না বললেও চোখের ইশারায়, কথার ফাঁকে, আচরনে ঠিকই বুঝিয়ে দেই।
মনের গভীরে থেকে উপলব্ধি করি, দেশটা এদের হাতেই সুরক্ষিত ছিল, ভালো ছিল। এদের সময় বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু এত বিষাক্ত ছিল না, আজকের মত।

11/05/2025

শেয়ার বাজার থেকে ৯০ হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে।

রাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে রেখে করিডোর দেওয়া হচ্ছে।

চট্রগ্রাম বন্দর এর দায়িত্ব অনেকটা আম্রিকার হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করায় একজনের চাকরি খেয়ে দিয়েছে।

মায়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থী আসছে।

ভারত থেকে ভারতীয় বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশী হিসেবে জোর করে পুশ ইন করানো হচ্ছে।

দেশের এমনসব গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর দিকে নজর না দিয়ে উপদেষ্টা পরিষদে বসে একদল অথর্ব, অপদার্থ উপদেষ্টা ফাউ আলাপ নিয়ে ব্যস্ত।

08/05/2025

স্বামীরা কি এখন যাবে প'তি'তার কাছে?- প্রশ্ন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রীর।

ড. শামীমা তাসনীম
লোকপ্রশাসন বিভাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
video credit : news

03/05/2025

মানবিক করিডোর নাকি ভবিষ্যতের সামরিক ঘাঁটি?

টেকনাফ সীমান্তে জাতিসংঘ যে মানবিক করিডোর চাচ্ছে, তা নিয়ে দেশের মূলধারার রাজনীতি ও মেইনস্ট্রিম মিডিয়া অস্বাভাবিকভাবে নীরব। অথচ এই করিডোরের প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি, ভয়ংকর এবং অনুশোচনামূলক।

আমরা কি ভুলে গেছি?

বসনিয়া ও হার্জেগোভিনা যুদ্ধের সময় জাতিসংঘ মানবিক করিডোর বানিয়েছিলো। ফলাফল? Permanent NATO base.

ইরাকে ''No fly zone" নামে তৈরি করা হয়েছিল মানবিক করিডোর। ফলাফল? প্রতিষ্ঠিত মার্কিন সামরিক ঘাঁটি ও দীর্ঘমেয়াদি দখল।

২০১১ সালে মানবিক সহায়তা এবং নাগরিক সুরক্ষার নামে NATO ও UN লিবিয়ার বেনগাজিতে মানবিক করিডোর প্রতিষ্ঠা করে। ফলাফল?

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পথ তৈরি করে এবং দেশটিকে টুকরো টুকরো করে দেয়। আজ অবধি লিবিয়া আর একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি।

সিরিয়ার আলেপ্পো, ইদলিব ও রাকা অঞ্চলে মানবিক করিডোরের প্রতিষ্ঠার নামে যে পশ্চিমাদের অভ্যন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল। ফলাফল? সিরিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ।

আফগানিস্তানেও শুরুটা হয়েছিল মানবিক সহায়তা দিয়ে, শেষটা কোথায় গেছে আমরা সবাই জানি।

আজ টেকনাফ সীমান্তে যে হিউম্যানিটারিয়ান করিডোর গঠনের আলোচনা চলছে, তা আদতে একটি নতুন বাফার জোন তৈরির সূচনা হতে পারে। সেই করিডোরে জাতিসংঘ থাকবে, আন্তর্জাতিক NGO থাকবে, থাকবে বিদেশি পর্যবেক্ষক, বিদেশি কনভয়। ফলাফল? বাংলাদেশের সীমান্তের একাংশে আমরা হারাবো নিজস্ব সার্বভৌম কর্তৃত্ব।

02/05/2025

টেকনাফ/ সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ কোনো পরিবেশ সংক্রান্ত ইস্যু মোটেও ছিলো না। এটা সম্ভবত একটা দীর্ঘ প্ল্যানের অংশ। সেন্টে এখন অব্ধি পরিবেশ ও সেখানের মানুষ নিয়ে কোনো কাজই করেনি সরকার। অথচ রেজওয়ানা কত কি বললো। কত চাপাবাজী করলো।
আগে অফ সিজনে সাধারণ ট্যুরিস্টরা যেতে পারত। সেটাও অফ। এখন কেউ যেতে পারেনা।

আবার আরাকানে মানবিক করিডোর দিচ্ছে সরকার। অথচ যতগুলা দেশ এই মানবিক করিডোর দিছে সবাই পরবর্তীতে মারা খাইছে। এটার সাইনবোর্ড থাকে মানবিক কিন্তু কাজ চলে ভিন্ন। আরাকানের এত বিশাল সমুদ্রসীমা আছে UN সেখান দিয়ে কিছু করুক। বাট তারা বেছে নিছে এই অঞ্চল।

আবার আজকাল দেখি বান্দরবান সীমান্ত পুরাই উন্মুক্ত হয়েগেছে। ওখানে চিলবিল করে ভিনদেশি রা...!!!!

From Tahir Muhammad Tawkir

23/04/2025

...🤲🤲

বৈষম্যবিরোধী চাউল আন্দোলন চাউল অথবা মৃত্যু...
21/04/2025

বৈষম্যবিরোধী চাউল আন্দোলন

চাউল অথবা মৃত্যু...

বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখা, এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ৮ দফায় ২০ মেট্রিক টন চাল বরাদ্দের জন্যে জেলা প্রশাসক নড়াইল বরাবর আবেদন করে।

১৮ হাজার সনদে সই করছেন চবি উপাচার্য!‘স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তী ২৩ হাজার। মাত্র ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে ...
20/04/2025

১৮ হাজার সনদে সই করছেন চবি উপাচার্য!

‘স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমাবর্তী ২৩ হাজার। মাত্র ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমাবর্তীরা এখানে ৫-৬ বছর পড়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক। সে জন্য স্বল্প সময়ে স্বাক্ষর করার জন্য এ পদ্ধতিতে কাজ করছি। আল্লাহ সহায় হবেন।’ – চবি উপাচার্য

স্থাপত্যে বৈশাখ ১৪৩২ × শাবিপ্রবি🌻
14/04/2025

স্থাপত্যে বৈশাখ ১৪৩২ × শাবিপ্রবি🌻

Address

Shahjalal University Of Science And Technology
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty of SUST Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category