22/06/2025
তৃতীয় কল শেষে শাবিপ্রবিতে ভর্তি আপডেট:
-এ ইউনিটে সিট ফাঁকা ৪৯ টি (সর্বশেষ ২৮২০ পর্যন্ত ডাকা হয়েছে)
-বি ইউনিটে (মানবিক) সিট ফাঁকা ৭টি (সর্বশেষ ৬৫০ পর্যন্ত ডাকা হয়েছে)
-বি ইউনিটের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় আসন ফাঁকা নেই।
বি ইউনিটে (বিজ্ঞান) ৯৫ জন শিক্ষার্থীকে ভুলে ডাকা হওয়া প্রসঙ্গে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, 'টেকনিক্যাল টিম'র ভুলের কারণে তাদের কাছে বার্তা চলে গেছে। যেহেতু অনেকেই অন্য ভার্সিটিতে ভর্তি ক্যান্সেল করেছে বা হয়রানির শিকার হয়েছে, সেহেতু আমরা তাদেরকে ভর্তি করবো। আমরা নীতিগতভাবে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে পলিসি কি হবে সেটা ঠিক করার চেষ্টা করছি। আসন্ন গুচ্ছের ভর্তির সময় একটা 'এক্সপেক্টেড' লেভেলে আসন ফাঁকা হবে। তখন ভুলে ডাকা ৯৫ জনকে আবার কল করা হবে। তাদেরকে ভর্তি করা হবে সেটি আশ্বস্ত করতে পারেন।