
15/07/2025
একটি পরিবারের ভিত মজবুত করার পেছনে যার ভূমিকা অনেক সময় আড়ালে থেকে যায়, তিনি হলেন পরিবারের বড় ছেলে। তিনি শুধু একজন সন্তান নন—তিনি একযোগে একজন ভাই, অভিভাবক, উপার্জনকারী, পরামর্শদাতা, কখনও আবার বাবার ভূমিকা পালনকারী একজন যোদ্ধা। বড় ছেলের জীবনে যতটুকু পাওয়া, তার চেয়ে বহুগুণ বেশি হলো ত্যাগ, পরিশ্রম আর দায়িত্বের বোঝা।
প্রথম দায়িত্ব: ছায়ার মতো আগলে রাখা–
পরিবারে বড় ছেলে যেন সেই গাছের মতো, যার ছায়ায় পুরো পরিবার আশ্রয় নেয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব, ছোট ভাইবোনদের শিক্ষাদান, সঠিক পথে পরিচালনা, পরিবারে সমস্যা দেখা দিলে প্রথম ঝাঁপিয়ে পড়া—এসবই যেন তার প্রতিদিনের চিত্র। ছোটরা ভুল করলে বাবা না হয় বকবে, কিন্তু বড় ভাই আগেই বুঝিয়ে দেয় যেন সে ভুল না হয়।
সংগ্রামের শুরু খুব তাড়াতাড়ি–
বড় ছেলের জীবন সাধারণত আর ১০টা সন্তানের মতো হয় না। কৈশোর থেকেই তাকে পরিণত হতে হয়। লেখাপড়ার পাশাপাশি সংসারের হাল ধরা, কখনও বাবার ব্যবসায় হাত লাগানো, কখনও টিউশনি করে নিজের খরচ চালানো—এসবই তার জীবনের নিয়মিত সঙ্গী। অনেক বড় ভাই নিজের স্বপ্ন বিসর্জন দেন, যেন ভাইবোনরা স্বপ্ন দেখতে পারে।
ত্যাগের দীর্ঘ তালিকা–
বড় ছেলের জীবনে এমন অনেক কিছুই আসে, যা সে নিজের জন্য চায়, কিন্তু পরিবারে সবার আগে ভাবতে গিয়ে তা ত্যাগ করে। নিজের পড়াশোনার সুযোগ ছাড়েন ছোট ভাইবোনের শিক্ষা নিশ্চিত করতে, নিজের পছন্দের জীবনসঙ্গী ত্যাগ করেন পারিবারিক চাপে, নিজের জীবন গুছানোর আগেই ঝাঁপিয়ে পড়েন অন্যদের জীবন গড়তে। কিন্তু এই ত্যাগের কথা কেউ খুব বেশি জানে না, স্বীকৃতিও আসে খুব কম।
নীরব এক পথপ্রদর্শক–
বড় ছেলে কখনও কোনো কিছু দাবি করে না, কিন্তু সে সবার পাশে থাকে। সে অভিমানে কিছু না বললেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তবুও শক্ত থাকে, কারণ সে জানে, তার উপর ভরসা করে আছে পুরো পরিবার। পরিবারের কষ্ট, চাহিদা, দুঃখ-কষ্ট—সব কিছুই প্রথমে তার কাঁধেই এসে পড়ে।
স্বীকৃতি দিন, শ্রদ্ধা জানান–
পরিবারের বড় ছেলের অবদান কখনো কোনো ক্যালকুলেশনে মাপা যায় না। সে যেন নিরব এক সৈনিক, যিনি কোনো দিন বিশ্রাম চান না, কোনো দিন প্রশংসাও আশা করেন না। তবে আমাদের উচিত, সেই মানুষটিকে অন্তত একটিবার জড়িয়ে ধরা, বলা—“ আপনার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি।”
একটা পরিবারের অদৃশ্য নায়ক, সেই বড় ছেলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা সবসময় থাকা উচিত।
#জীবন_চক্র