The Future Of DEEN

The Future Of DEEN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Future Of DEEN, Digital creator, Sylhet.

✨ Faith • Light • Change 🌿
দ্বীনের আলোয় জাগছে এক নতুন প্রজন্ম — জ্ঞান, আমল ও ভালোবাসায় বদলে দিচ্ছে নিজেদের জীবন। 🌙
একসাথে চলি আল্লাহর পথে, ছড়িয়ে দিই ইসলামের সৌন্দর্য। 🤍

25/10/2025

দুনিয়ার সব চাপ মিলেও, সিজদার প্রশান্তির সাথে তুলনা চলে না।”
একটি সিজদা – হাজারটা চিন্তার সমাধান।


23/10/2025

আধুনিকতায় ইসলাম হারিয়ে যাওয়া নয়,
বরং ইসলাম দিয়েই আধুনিকতাকে নেতৃত্ব দেওয়া।

"নিশ্চয়ই আল্লাহ সেই জাতিকে পরিবর্তন করেন না,
যারা নিজেরা নিজেদের পরিবর্তন করে না।”
— (সূরা আর-রাদ: ১১)

22/10/2025

জীবনের আসল লক্ষ্য হোক “দুনিয়ার চাকচিক্যে হারিয়ে না গিয়ে”, নিজের আত্মাকে উন্নত করা, নেক আমলে ভরপুর করে তোলা।
কারণ শেষমেশ দুনিয়া যাবে, কিন্তু আমল থেকে যাবে — চিরদিনের জন্য।

21/10/2025

অপেক্ষা কঠিন, কিন্তু ফল মিষ্টি — যেমন প্রতিটি বীজের ভেতর লুকানো থাকে এক বন।

19/10/2025
17/10/2025

আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কি আমাদের বদলায়?"
— নামাজ শুধু একটা কাজ নয়, এটা আত্মার শুদ্ধির প্রক্রিয়া।

14/10/2025

কখনো কখনো আমরা যে দোয়া করি, তা সাথে সাথে কবুল হয় না।
আমরা ভাবি, হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন।
কিন্তু না!
আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন কখন, কি এবং কিভাবে দেওয়া উচিত।
তাই হতাশ হয়ো না, ধৈর্য ধরো —
তোমার দোয়ার উত্তর আসবেই, ঠিক সেই সময়টাতেই,
যখন তা তোমার জন্য সবচেয়ে ভালো হবে।

﴾ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ﴿
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।”
— (সূরা আল-বাকারা ২:১৫৩)

12/10/2025

দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমল চিরস্থায়ী।
আজ তুমি যত ভালো কাজ করবে,
কাল সেই কাজই হবে তোমার জান্নাতের চাবি।

📖 আল্লাহ বলেন:

> “যে কেউ অণু পরিমাণ সৎকাজ করবে, সে তা দেখতে পাবে।”
— সূরা যিলযাল ৯৯:৭

#আজকের_পোস্ট #ইসলামিক_ভাবনা #দোয়া #আখিরাত

09/10/2025

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন, এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না।
— সূরা আত-তালাক: ২-৩

বাণী:
দুনিয়ার কঠিন সময়গুলো তোমাকে ভেঙে দিতে নয় — বরং আল্লাহর দিকে ফিরিয়ে আনতে।
বিশ্বাস রাখো, আল্লাহ কখনো নিরাশ করেন না।

#দ্বীনেরপথে

08/10/2025

যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে।
তুমি শুধু ধৈর্য ধরো, সময় হলে আল্লাহ নিজেই তোমার জন্য এমন রাস্তা খুলে দিবেন, যা তুমি কখনো কল্পনাও করোনি।
তোমার কাজ শুধু একটাই — ভরসা রাখো রবের উপর, যিনি কখনো ব্যর্থ করেন না তাঁর বান্দাকে। 🤍

“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।” – (সূরা বাকারা ২:১৫৩)

#দ্যা_ফিউচার_অফ_দ্বীন
#ধৈর্য #ভরসা #আল্লাহর_উপর_ভরসা

07/10/2025

যে হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনো একা নয়।
মানুষ দূরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো দূরে যান না।
প্রতিটি কষ্টের পেছনেই আছে একটুকরো রহমত,
আর প্রতিটি অন্ধকারের পরেই আসে আলোর ভোর।

“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।” — [সূরা ইনশিরাহ ৬]

#দ্যা_ফিউচার_অফ_দ্বীন
#ইসলামিক_ভাবনা
#আজকের_উক্তি
#আল্লাহর_ভরসা

06/10/2025

🌿 “Islam isn’t just a religion — it’s a complete way of life.” 🌿

আজকের যুবসমাজ যদি আল্লাহর পথে ফিরে আসে, তাহলে ভবিষ্যৎ হবে আলোর, ন্যায়ের, আর শান্তির।
চলো, আমরা নিজেরা বদলাই — যেন দ্বীনের আলো পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। 🌍💫

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when The Future Of DEEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share