Jamiat Ulama e Islam Sylhet Jela Uttor

Jamiat Ulama e Islam Sylhet Jela Uttor জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর

সফলতা কামনা করছি।
24/09/2025

সফলতা কামনা করছি।

সফল হোক।
22/09/2025

সফল হোক।

সফল হোক
22/09/2025

সফল হোক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আহুত উলামা মাশায়েখ সম্মেলন স্বাগত বক্তব্যস্থান: ইঞ্জিনিয়ারিং ইনসিটিউশন, রমনা, ঢাকা বৃহস্পত...
22/09/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আহুত উলামা মাশায়েখ সম্মেলন স্বাগত বক্তব্য

স্থান: ইঞ্জিনিয়ারিং ইনসিটিউশন, রমনা, ঢাকা
বৃহস্পতিবার,১৮ সেপ্টেম্বর-২০২৫ ই

الحمد لله رب العلمين، خالق السموات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أما بعد، قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول وأولي الأمر منكم.

وقال النبي (ص) : كانت بنو إسرائيل تسوسهم الأنبياء، كلما هلك نبي خلفه نبي، وإنه لا نبي بعدي، وسيكون خلفاء فيكثرون قالوا: فما تأمرنا؟ قال: أوفوا ببيعة الأول فالأول، اعطوهم حقهم فان الله سائلهم عما استرعاهم - (رواه البخاري)

وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء

সমবেত উত্থ্যর রাহবার উলামায়ে কেরাম ও মাশায়েখে এজাম!

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আহবানে আজ ঐতিহাসিক উলামা মাশায়েখ সম্মেলনে আপনাদের মোবারক উপস্থিতিকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সম্মেলন দীর্ঘ প্রতিক্ষার পর মুক্ত বাতাসে বাধা বিহীন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি- আলহামদুলিল্লাহ। বিগত এক যুগেরও বেশি সময় ধরে এদেশে যেমন রাজনৈতিক দলসমূহ স্বাধীনভাবে কথা বলতে পারছিলনা, তেমনি উলামায়ে কেরামের মুখেও লাগাম টেনে ধরা হয়েছিলো। ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বর কোনটাই নিরাপদ ছিলনা। উপরন্তু বিভিন্ন আলেমকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে গ্রেফতার ও নির্যাতন থ্যা হয়েছিল। অরাজনৈতিক ইস্যুতেও আলেমদের উপর নেমে এসেছিল অমানবিক জুলুম নির্যাতন। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বর ট্রাজেডি এক কলংকময় অধ্যায়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় শাহবাগ চত্ত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের নামে শুরু হয়েছিল ইসলাম ও আলেম-উলামাকে নিশ্চিহ্ন করার এক জঘন্য অপতৎপরতা। সেই সময় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) কর্তৃক এদেরকে রুখে দাড়ানোর আহ্বানটি ছিল এক ঐতিহাসিক ঈমানী ঘোষনা। এটা ছিল এদেশের মুসলমানদের দ্বীন-ঈমান নিয়ে বেঁচে থাকার লড়াই। সারা দেশের উলামায়ে কেরাম ও মাশায়েখে এজাম এই আহ্বানে সাড়া দিয়ে এদেরকে রুখে দিয়েছিলেন। ফলে সেই শাহবাগীরা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সারা দেশের উলামায়ে কেরাম মামলা মুকাদ্দামা, জেল-জুলুমের শিকার হলেও আল্লাহর মেহেরবানীতে তাঁরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। এরপর ২১ সালের মোদি বিরোধি আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলামসহ সমমনা ইসলামী দলসমূহের শীর্ঘ নেতৃবৃন্দকে দীর্ঘদিন কারা প্রকোষ্ঠে নির্যাতনের শিকার হতে হয়। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ফ্যাসিস্টরা ইসলামি ছাত্র জনতার উপর চালিয়েছিল জুলুমের নজীর বিহীন তাণ্ডব। এই সবই ছিল নিছক দ্বীনি ও অরাজনৈতিক ইস্যু, তাতেও ফ্যাসিস্টদের হাত থকে কোন ছাড় পাওয়া যায়নি। অবশেষে ২৪ শের ছাত্র জনতার নির্ভেদ্য আন্দোলনে হাজারো জীবনের বিনিময়ে অর্জিত আজকের এই পরিবেশ। এতে বিপুল পরিমাণে উলামা ও মাদরাসা ছাত্রের শাহাদাতের অংশ রয়েছে। বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম ইসলাম বাংলাদেশের ভূমিকা ছিল আপোষহীন।

সম্মানিত উলামায়ে কেরাম!
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেছনে ফেলে আসা এক সোনালি ইতিহাসকে সর্বদা স্মরণ করে আসছে। উলামায়ে দেওবন্দ, জৈনপুর, শার্ষিনা ও ফুরফুরার আকাবির উলামায়ে কেরামের বৃটিশ বিরোধি আন্দোলনে ত্যাগ ও অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আজও ঐতিহ্য ধরে রেখেছে। সদাসর্বদা হক-হক্বানিয়তের ঝান্ডা বহনকারী এই জমাআত আদর্শের প্রশ্নে কখনো আপোষকামীতায় বিশ্বাস করে না।ভবিষ্যতেও যেন এ কাফেলা তার এ নীতি-আদর্শের উপর অটল ও অবিচল থাকতে পারে আপনাদের নিকট এই দোয়াই কামর করছি।

সমবেত জাতির রাহবার উলামায়ে কেরাম!
৫ই আগষ্ট ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরেরও অধিক সময় ধরে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলসমূহের মত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও যথানিয়মে সাধ্যমত দ্বীনি ও রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই সরকার মুসলমানদের ধর্মবিশ্বাস ও দেশ-জাতি বিরোধি কিছু পদক্ষেপ নিতে শুরু করে। তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার ও সমকামিতার স্বীকৃতির পথ উন্মুক্ত করণ এবং নারী অধিকারের নামে শরিয়তের উত্তরাধিকার আইন পরিবর্তনের এজেন্ডা হাতে নেয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলে। যাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অথচ এমন ঝুকিপূর্ণ ও দীর্ঘমেয়াদি এজেন্ডা এ সরকারের দায়িত্বের মধ্যে পড়েনা। উপরোল্লেখিত বিষয়ে কোন কোন রাজনৈতিক দলকে নিরবতা পালন করতে দেখা যায়। আবার কোন কোন ব্যানারে কিছু কর্মসূচি পালন করলেও পরবর্তীতে সরকারের উচ্চপর্যায় থেকে যোগাযোগ শুরু হলে চুপ থাকতে দেখা যায়। জমিয়ত এসব বৈঠক দ্ব্যর্থহীনভাবে বয়কট করে এবং ঢাকাসহ সারাদেশে সভা সমাবেশ অব্যাহত রাখে। সারাদেশে জেলা প্রশাসকদের বরাবর স্মারকলিপি প্রদান করে। আজকের এই উলামা-মাশায়েখ সম্মেলন আহহ্বান এ বিষয়টি অন্যতম কারণ।

মুহতারাম উলামা মাশায়েখ!
আজকের এই ঐতিহাসিক সম্মেলনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই অনুকূল পরিবেশের সুযোগে দেশের কওমী মাদরাসাসমূহ ও সাধারণ উলামায়ে কেরামের সাথে ভিন্ন ধারার একটি মতবাদের ধারক-বাহকদের মেলামেলা ও কৌশলি দাওয়াতি কার্যক্রম আমাদের নজরে পরিলক্ষিত হচ্ছে। আবার রাজনৈতিক কৌশলেও তারা দ্বীনের সহি ধারার দলসমূহের নেতৃত্ব ও কর্তৃত্ব বাগিয়ে নেয়ায় তৎপর রয়েছে। এহেন পরিস্থিতিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকায়েদ ও আকাবিরে উলামায়ে দেওবন্দ এর অনুসৃত নীতি-পদ্ধতি হুমকির সম্মুখীন হচ্ছে বলে জমিয়ত মনে করে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি নিবন্ধিত ইসলামী রাজনৈতীক দল হলেও আহলে সুন্নাত ওয়াল জামায়াত তথা আকাবির ও আসলাফের অনুসৃত নীতি-আদর্শের ব্যাপারে কখনো আপোষ করেনি এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

সম্মানিত মাশায়েখে এজাম ও কওমের রাহবার উলামায়ে কেরাম!
এহেন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আপনাদের সাথে পরামর্শ ও মতামত নেয়া জরুরী হয়ে পড়েছে বলে জমিয়ত মনে করে। আশা করি আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শে উম্মাহ সঠিক পথ ও দিক-নির্দেশনা পাবে। আমাদের বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামীন উম্মাহর এ ক্রান্তিলগ্নে সহি ধারায় চলার পথনির্দেশনা উম্মাহর রাহবারদের অন্তরে প্রস্ফুটিত করে দিবেন, আর এতে ইনশাআল্লাহ পথ হারাবেনা বাংলাদেশ। পরিশেষে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে আপনাদের শুভাগমণে জমিয়ত পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।

(মাওলানা)আবদুর রব ইউসুফী
সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আহ্বায়ক, জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন-২০২৫

জমিয়তের আয়োজিত আজকের উলামা-মাশায়েখ সম্মেলনের কিছু চমক পড়ে নিন👇১/ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা যাদের মানতে কষ্ট হয় তারা কোন...
18/09/2025

জমিয়তের আয়োজিত আজকের উলামা-মাশায়েখ সম্মেলনের কিছু চমক পড়ে নিন👇

১/ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা যাদের মানতে কষ্ট হয় তারা কোন ইসলামি দল হতে পারে না।
আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী হাফি.

২/বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, আমি মনে করি উসূলে দ্বীন অনুযায়ী এটা যথার্থ।
মাওলানা মুসা আল হাফিজ
লেখক, গবেষক।

৩/জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে।
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

৪/আমরা দেওবন্দিয়তের শব্দ বুঝি; অর্থ বুঝি না।
দেওবন্দিয়ত তো জমিয়তে উলামায়ে ইসলাম।
মাওলানা খুবায়েব আহমদ, মুহতামিম– জিরি মাদরাসা, চট্টগ্রাম।

৫/আমার বয়স ষাটের কাছাকাছি। কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃতা নেই। যদি রাজনীতি করতাম, তাহলে জমিয়তই করতাম।
মাওলানা আশরাফ আলী নেজামপুরী।
মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা।

৬/বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা যাইনুল আবেদীন সাহেব বক্তব্য রেখে গেলেন। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন।
১। জমিয়ত প্রতিষ্ঠালগ্ন থেকে প্রমাণ করে আসছে, জমিয়ত ওলামায়ে দেওবন্দের সঠিক প্রতিনিধিত্বশীল সংগঠন।
২৷ কিছু লোভী ও উগ্র মানুষ ইসলামী ঐক্যের নামে হক ও বাতিলকে মিশিয়ে ফেলতে চাচ্ছেন।
৩। এ দেশের মুসলমানদের রাজনৈতিক শত্রুও আছে, ধর্মীয় শত্রুও আছে। একান্ত প্রয়োজন হলে বৃহৎ স্বার্থে রাজনৈতিক শত্রুর সাথে ঐক্য হতে পারে, কিন্তু ধর্মীয় শত্রুর সাথে কখনো ঐক্য হতে পারে না।

৭/যাদের আকিদা শুদ্ধ নয়, আমল ঠিক নয়, আখলাক ভালো নয়– তাদের সাথে কখনো ঐক্য হতে পারে না।
আর যারা বলে আমরা শরীয়া আইনে বিশ্বাস করি না, তাদের সাথে ধর্মীয় ঐক্য হতে পারে না; তবে দেশরক্ষার ঐক্য করা যায় কিনা এটা ভেবে দেখার বিষয়।
মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা.বা.।

৮/জমিয়ত আমাদের আকাবেরদের সংগঠন। জমিয়তের এই সম্মেলনে আমি স্পষ্ট করে বলতে চাই– হকের সাথে বাতেলের কোনো ঐক্য হতে পারে না।
আল্লামা আবু তাহের নদভী কাসেমী
মহাপরিচালক, পটিয়া মাদরাসা।

৯/বৃটিশ বিরোধী আন্দোলনে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম যে অবদান রেখেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। এখনও মানুষের ঈমান আকীদার হেফাজত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত কাজ করে যাচ্ছে।
মাওলানা আহমদ আলী কাসেমী
নায়েবে আমীর, খেলাফত মজলিস।

১০/ইত্তেহাদ বাইনানা না করে আমরা ইত্তেহাদ মা'আ গাইরিনার চেষ্টা শুরু করে দিয়েছি।
মাওলানা সাজিদুর রহমান
হেফাজত মহাসচিব।

১১/জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাননীয় মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী কাসেমী দা.বা. এর বক্তব্য থেকে–
আমাদের ঘরে ঘরে কালসাপ ঢুকে যাচ্ছে। জমিয়ত আমাদের নজরিয়ার হেফাজতের জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমি এতে মুকম্মল সমর্থন জানাচ্ছি।
২। আমরা শুধু বক্তব্য দিলে হবে, প্রত্যেকে যার যার এলাকায় এজন্য কাজ করতে হবে।
৩। আমীরে হেফজতের বক্তব্য আমরা সবসময় স্মরণ রাখবো।
৪। জমিয়তের সাথে থাকলে আমাদের ঈমান আকীদার হেফাজত হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, আমি মনে করি উসূলে দ্বীন অনুযায়ী এটা যথার্থ। মাওলা...
18/09/2025

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম যে ভূমিকা পালন করছে, আমি মনে করি উসূলে দ্বীন অনুযায়ী এটা যথার্থ।
মাওলানা মুসা আল হাফিজ
লেখক, গবেষক।
জমিয়তের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে প্রদত্ত বক্তব্য।

জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
18/09/2025

জমিয়ত শত বছর ধরে হক হক্কানিয়তের পতাকাবাহী হয়ে আন্দোলন করে যাচ্ছে।
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

ধারাবাহিকভাবে চলছে জমিয়তের আজকের উলামা মাশায়েখ সম্মেলন।
18/09/2025

ধারাবাহিকভাবে চলছে জমিয়তের আজকের উলামা মাশায়েখ সম্মেলন।

18/09/2025

জমিয়ত আমাদের আকাবেরদের সংগঠন। জমিয়তের এই সম্মেলনে আমি স্পষ্ট করে বলতে চাই– হকের সাথে বাতেলের কোনো ঐক্য হতে পারে না।
আল্লামা আবু তাহের নদভী কাসেমী
মহাপরিচালক, পটিয়া মাদরাসা।

18/09/2025

বৃটিশ বিরোধী আন্দোলনে এবং এদেশের স্বাধীনতা সংগ্রামে জমিয়তে উলামায়ে ইসলাম যে অবদান রেখেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। এখনও মানুষের ঈমান আকীদার হেফাজত এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য জমিয়ত কাজ করে যাচ্ছে।
মাওলানা আহমদ আলী কাসেমী
নায়েবে আমীর, খেলাফত মজলিস।

জমিয়তের উলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত সুধী
18/09/2025

জমিয়তের উলামা মাশায়েখ সম্মেলনে উপস্থিত সুধী

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiat Ulama e Islam Sylhet Jela Uttor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share